বড় গ্যলাক্সিগুলো দেখা যাচ্ছে, এর বাইরে এই ছবির প্রতিটা বিন্দু একেকটা গ্যলাক্সি। এক পিক্সেলের একটা dim বিন্দু যেটা মনে হয় picture noise সেটাও একটা আলাদা গ্যলাক্সি। অথচ এটা আকাশের ক্ষুদ্র একটা অংশ।
প্রতিটাই একেকটা জগৎ, একেকটা ভিন্ন স্ট্রাকচার। সেখানে মানুষ থাকলে তাদের বাইরে তাকানোর দরকার নেই। কারন নিজের গ্যলাক্সিতেই কত লক্ষ-কোটি তারা।
#HabibAstro