Facebook Posts - February 2017

1-Feb-2017 7:31 am


"ফেক্টস" আর "ব্যক্তিগত মত" এ দুটিকে পার্থক্য করার চেষ্টা করি।

"কতটুকু সহি করে পড়া শিখতে হবে কোরআন মুখস্ত করার জন্য" এই টপিকে আগের যে পোষ্টটা দিয়েছি সেখানে ফেক্ট গুলোর শুধু উল্লেখ করেছি। মত দেই নি।

যারা এই ব্যপারে আমার ব্যক্তিগত মত জানতে চাচ্ছেন, তাদের জন্য এই পোষ্ট। এইখানে দলিল নেই। দলিলের জন্য আগের পোষ্ট।

ব্যসিক্যলি আমি বলতে চাচ্ছিলাম,

  • কোরআন শরিফ সহি করা একটা লম্বা প্রোসেস।

    - এক মাদ্রাসা থেকে সহি করে শিখে আসার পরে অন্য মাদ্রাসায় বলছে সহি না -- এটা খুব কমন ঘটনা।

    - খুব বেশি সহি করার জন্য চেষ্টা করতে থাকাকে নিরুৎসাহিত করা হয়েছে হাদিসে। বরং যতটুকু সহি আছে সেটা ধরেই পড়ে যাবার ব্যপারে উৎসাহিত করা হয়েছে।

    - হাদিসে বলা আছে যাদের কমার্শিয়াল ইন্টারেষ্ট থাকবে তারা সহি করার জন্য আপ্রান চেষ্টা করে যাবে।

    - কিন্তু শুধু মাত্র আখিরাতের জন্য হলে যতটুকু আছে সেটাতে যদি মেজর ভুল না থাকে তবে পড়ে যাওয়া এবং মুখস্ত করার আমি পক্ষে।

    - একবার মুখস্ত করে ফেলার পরে, এর পর সময়ের সাথে সাথে সহি করার সুযোগ আছে।

    - এমন কি একদম যে কোরআন পড়তে পারে না, তারাও মুখস্ত করতে পারে উস্তাদ থেকে যেমন কিনা অন্ধ পিতার থেকে শিখছিলো তার সন্তানরা।

    - তাই সন্তানের পড়া একেবারে সহি হবার আগেও মুখস্ত করানো আরম্ভ করা যায়। উস্তাদ মুখে মুখে শিখাবে।

    এখানে অনেক বিতর্কিত ব্যক্তিগত মত আছে। তাই এটা সেপারেট পোষ্ট।

    #হিফজ_টিপস

      Comments:
    • জাজাকাল্লাহ। গুরুত্বপূর্ন।

    1-Feb-2017 7:31 am

  • 1-Feb-2017 3:43 pm


    They say, this tweet started it all.

    Butterfly Effect from 4 years back.


    Though for me The Comedian in "Watchmen" (A comic book) made more sense.


    তোমরা যারা CSS কর।


    ফেমিনিস্টদের ভয়ে আর কোনো কমেন্ট করলাম না।


    মানে, এটা যে সত্যি না, সেটা প্রমান করার উপায় নেই।

      Comments:
    • গুনে দেখবো কয়টা সালাফি vs কয়টা হানাফি? ৩০ জনের মাঝে ৭ জন মাত্র সালাফি।

    1-Feb-2017 3:43 pm

    1-Feb-2017 9:14 pm


    News:
    আজকে শুধু পজিটিভ নিউজ লিখবো, ইনশাল্লাহ।

    - ট্রাম্প আইন করেছে এখন থেকে প্রতিটা নতুন আইন করার আগে দুটো পুরানো আইন বাতিল করতে হবে। এটা একটা ভালো কাজ। নয়তো আইনের পাহাড় জমে যায় যেগুলো কেউ জানে না, মানে না। কিন্তু যে কাউকে চাইলে ঐগুলো দিয়ে শত্রুকে হেরেছ করতে পারে।

    - ভারত খুব সুন্দর ভাবে নোটবাতিলের ধাক্কা সামলিয়ে উঠেছে। জনগন এত আন্তরিক ছিলো যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতো কোনো অভিযোগ ছাড়া। তাদের কষ্টের দৃশ্য কেউ ভিডিও করতে আসলে উল্টো বরং ভিডিওম্যনকে ধরে পিটাতো। এই ঐক্যটা পজিটিভ। তবে যদিও তাদের GDP ১% পড়ে গিয়েছে এই সময়ে। এবং সমস্যা এখনো ৫০% রয়ে গিয়েছে।

    তবে এক চাই ওয়ালার হাতে ভারতের পতনের যে স্বপ্ন দেখছিলাম সেটা এখনো স্বপ্নই রয়ে গিয়েছে। বাস্তবায়িত হয় নি।

    - জর্জ সারোস, আমেরিকার বিলিয়নিয়ার ফান্ড মেনেজার, বেট করেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকার শেয়ার মার্কেট কলাপ্স করবে। উল্টো হয়েছে। হু হু করে বেড়ে গিয়েছে কল্পনাতিত লেভেলে। ১ বিলিয়ন ডলার লস বেচারার।

    #FitnaNews

      Comments:
    • "বিশ্বের শান্তি ও সমৃদ্ধির" জন্য পজিটিভ।
    • দেশের আমদানি রপ্তানির উপর ভিত্তি করে এটা হয়।
    • সরকার যদি জনগনকে খুব বেশি টাকা হটাৎ করে দিয়ে দেয়। তবে সবাই ঐ টাকা নিয়ে মাল কিনতে বাজারে ছুটে। তখন জিনিস পত্রের দাম বেড়ে যায়। এটা মুদ্রাস্ফিতি।
    • যত ইচ্ছা বানাতে পারে। যত বানাবে জিনিস পত্রের দাম তত বাড়বে।
    • I was one of those speculators. False hope. Didn't materialize.
    • কারেন্সি নিয়ে এটা হবার সম্ভাবনা কম। অন্য কোনো ইশুর উঠার জন্য এখন অপেক্ষা করতে হবে।
    • রিকোয়ারমেন্টে মেনশন না থাকলে বাই ডিফল্ট আমি হানাফি ধরে নেই।

    1-Feb-2017 9:14 pm

    2-Feb-2017 10:54 am

  • Brexit bill পাশ হয়েছে। এটার দরকার ছিলো না। কিন্তু আদালত নির্দেশ দিয়েছিলো জনগনের ভোটে হবে না। সংসদের ভোটও লাগবে। সাংসদরা বলেছে আমরা ব্যক্তিগত ভাবে পছন্দ করি বা না করি জনগনের ভোটের বাইরে যাবো না। ঐক্য, এটা ভালো।

    - Oculus Prime এর এগ্রিমেন্ট ভঙ্গের জন্য John Carmack কে ১৫০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। John Carmack ৯০ দশকে ছিলেন প্রোগ্রামারদের হিরো। সবাই কষ্ট পেয়েছে। [ ফেসবুককেও জরিমানা করেছে, কিন্তু সেটা কোনো বড় খবর না। ]

    - ট্রাম্প মোটামুটি দেশের ভেতর সামলিয়ে উঠেছে ১০ দিনে। এখন বিদেশে নজর দেবেন? ইরান-আমেরিকা সম্পর্ক পড়তির দিকে।

      Comments:
    • বৃটেন EU থেকে বেরিয়ে যাবার প্রোসেস আরম্ভ করার জন্য।

    2-Feb-2017 10:54 am

  • 2-Feb-2017 11:49 am


    সফটওয়ার ডেভালেপমেন্ট আর মারকেটিং দুটো আলাদা কাজ আলাদা মেজাজ।

    মারকেটিং করতে হলে:

  • চামড়া মোটা হতে হবে: কেউ খারাপ কথা বললেও যারা গায়ে লাগায় না। ফেসবুকে গালি খেলে যদি আমার আতে লাগে তবে আমি খারাপ মার্কেটার।

    by the way, মার্কেটীং এর পোলাপান ফেসবুকে হাই থটের স্টেটাস লিখে না। শুধু এচিভমেন্ট আর সাকসেস এর ছবি পোষ্ট করে। এটা নেচারেলি আসে, প্লেন করে না।

    - খুব বেশি সেলফ কনসাশ হওয়া যাবে না: "মানুষ আমাকে কি মনে করলো?", "সে আমাকে বোকা ভাবছে কিনা?", "আমার কথা ঠিক মত বলছি কিনা?" এই সব চিন্তা যারা করে না।

    - সোশিয়ালি ইন্টিলেক্ট হতে হবে, মেথমেটিক্যলি এর বদলে : পড়া লেখায় সে হয়তো ভালো না। কিন্তু পাড়া চষে বেড়ায় এরকম ছেলে।

    - এক্টট্রোভার্ট হতে হবে, ইন্ট্রোভার্ট এর বদলে : যারা একা একা কাজ করার বদলে বাহিরে গিয়ে মানুষের সাথে আনন্দ করতে পছন্দ করে বেশি।

    দুটোর পার্সোনেলিটি আলাদা। অধিকাংশ সফটওয়ার ডেভালাপার বাজে মার্কেটার। এ জন্য আমেরিকাতে দুই মেজাজের দুইজনকে নিয়ে একটা স্টার্টআপ আরম্ভ হয়। একজন খুব ভালো ডেভালেপার। অন্যজন খুব ভালো মার্কেটার।

      Comments:
    • Right.
    • None of these are lags.
      You are good in one things and they are in another.
    • That's more like moving against the tide. It's possible, but not efficient. But has to be done when there aren't options.

    2-Feb-2017 11:49 am

  • 2-Feb-2017 7:51 pm


    We are so much focused on what we don't have, that most of the time we can't see what we do have.
    This post had an attachment, which is now missing

    2-Feb-2017 7:51 pm

    2-Feb-2017 8:46 pm


    প্রসংগ: "মুখস্ত করার বদলে কোরআন শরিফের অর্থ বুঝা বরং বেশি জরুরী"


    "আপনি মুখস্তের উপর এত জোর দিচ্ছেন কেন? বরং এর অর্থ বুঝে জীবনে প্রতিষ্ঠা করাটা হলো বেশি জরুরী"

    ঠিক। কিন্তু আপনি অর্থ বুঝবেন কিভাবে?

    "কেন? প্রচুর বাংলা অনুবাদ আছে।"

    রাইট। তবে পড়ে সব ভুলে গেলে হবে না, কথাগুলো মনে রাখতে হবে। এবং জীবনে যখন যেখানে আটকাবেন স্বরন করতে হবে "ঐ কথা কোরআনে আছে তাই আমি এই করবো।"

    এবং স্বরন করাটাও আপনার ইমপারফেক্ট হবে যদি না ঐ কথাগুলো আপনার মুখস্ত করা থাকে। তাই বাংলাটা প্রায় মুখস্তের মত করে ফেলতে হবে বার বার পড়ে। এবং এরকম যারা করেন তাদের অনেককে বাংলা/ইংরেজি মুখস্ত বলতে শুনেছি।

    কিন্তু মুখস্ত যখন করবেনই তখন বাংলা অনুবাদ কেন? সরাসরি আরবীটা মুখস্ত করা আরো সহজ, এবং অনেক বেশি উপকারি। প্লাস আরবী ভাষাটাও আপনার শিখা হয়ে যাবে, ইনশাল্লাহ।


    "কিন্তু পড়তে গিয়ে যদি কেউ ভুল বুঝে তবে তো সে গোমরাহ হয়ে যাবে!"

    অর্থ বুঝা, আর ব্যখ্যা করা -- দুটো দুই জিনিস। মুখস্ত করার সময় শুধু অর্থটার দিকে লক্ষ্য রাখবেন। এর ব্যখ্যা এখনই খুজার দরকার নেই। এটা পরে করতে পারবেন। এবং জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতের ব্যখ্যা পেয়ে যাবেন।

    কিন্তু সবচেয়ে বড় উপকার হলো কোরআনের আয়াত যদি আপনার অন্তরে থাকে তবে ইনশাল্লাহ আপনাকে কারো উল্টো কথা শুনিয়ে গোমরাহ করা কঠিন হবে। "আমি কোরআনের এটা পড়েছি তাই আপনার কথা আমার কাছে পুরো সঠিক মনে হচ্ছে না। আরো জেনে নেই।"


    "কিন্তু অন্য আলেমদের এই বিষয়ে মত কি? তারাও কি একই কথা বলেন?"

    সবাই না। আমি যখন ছাত্র ছিলাম ৮০র দিকে তখন কিছু আলেমদের মত ছিলো সাধারন মানুষদের কোরআনের অনুবাদ পড়া অনুচিৎ কারন তারা গোমরাহ হয়ে যেতে পারে।

    কিন্তু এখন এই বিশ্বাসটা বদলিয়েছে। এবং অনেকে এটার ব্যপারে উৎসাহ দেয়। বিশেষ করে তবলিগে এখন বুঝে পড়ার ব্যপারে উৎসাহ দেয়া হচ্ছে বলে জেনেছি।

    "না বুঝে পড়লে কি গুনাহ হবে?"

    দেওবন্দি এবং অন্যান্য অধিকাংশ আলেমদের মতে গুনাহ হবে না। বরং সোয়াব হবে। আল্লাহ তায়ালার নৈকট্য পাবেন। প্রতি অক্ষরে ১০ নেকি করে পাবেন।

    আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে দেখেছি যে ছেলেরা প্রতিদিন না বুঝ শুধু আরবীটা রেগুলার তিলওয়াত করে, তাদের খুব কমই পথভ্রষ্ট হয়। আল্লাহ তায়ালা তাদের হিফাজত করেন।

    আল্লাহ তায়ালা আমাদের সরল পথ চালান।

    #MemorizeQuran
    #হিফজ_টিপস

      Comments:
    • যারা ব্যংক থেকে সুদে টাকা ধার করে ব্যবসা চালায় তারা এটা বেশি করে। দুই মাস দেরিতে বেতন দিলে দুই মাসের সুদের টাকার বাচলো।

    2-Feb-2017 8:46 pm

    2-Feb-2017 10:58 pm


    নিজের রবের সাথে সাক্ষাতের আশায় লোকটা ব্যকুল ছিলো।
    একদিন সময়টা আসলো।
    সে হাসলো।

    #কাছে_আসার_গল্প

    2-Feb-2017 10:58 pm

    3-Feb-2017 7:06 pm


    আবু নাসের নামে এক জেলে ছিলো। স্ত্রী আর সন্তান নিয়ে খুব গরীবী জীবন যাপন করতো।
    এক দিন রাস্তা দিয়ে হাটছে। চিন্তিত ব্যথিত। স্ত্রী সন্তান ক্ষুধায় কান্না করছে।

    সে যুগের মুসলিমদের আলেম "আহমেদ বিন মিসকিন" এর সাথে পথে দেখা।

    শায়েখকে সে বলে,
    : আমি ক্লান্ত

    শায়েখ বলেন,
    : আমার সাথে সমূদ্রে আস।

    তাকে নিয়ে সমূদ্রে যায়। বলে
    : দুই রাকাত নামাজ পড়।

    নামাজ পড়ে।
    বলে
    : বিসমিল্লাহ বলো।
    বিসমিল্লাহ বলে। জাল ছুড়ে মারে। বিশাল একটা মাছ ধরা পড়ে।

    শায়েখ বলেন,
    : এটা বিক্রি করে তোমার পরিবারের জন্য খাবার কিনো।

    বাজারে যায়। বিক্রি করে। দুটো বড় রুটি কিনে।
    প্রথম রুটিটা গোস্ত দিয়ে, দ্বিতীয়টা হালুয়া দিয়ে।

    শায়েখকে এর থেকে কিছু খাওতে চায়। শায়েখের কাছে যায়। একটা রুটি দেয়।
    শায়েখ বলে,
    : যদি আমরা নিজেরা নিজেদের খাওয়াই, তবে মাছটা ধরেছিলাম কেন?

    বুঝলো শায়েখ সোয়াবের আশায় ভালো কাজ করছেন। এর জন্য মূল্য নিতে চাচ্ছেন না।

    শায়েখ রুটিটা ফিরিয়ে দেয়।
    বলেন,
    : এটা নিয়ে যাও। এটা তোমার।

    ফেরার পথে রাস্তায় দেখে এক মহিলা। তার সন্তান নিয়ে ক্ষুধায় কান্না করছে।

    তার হাতের দুটো রুটি।
    এর দিকে তাকিয়ে চিন্তা করে -- এই মহিলা আর তার সন্তানের অবস্থা আমার স্ত্রী আর সন্তানের মত।
    দুজনই ক্ষুধায় কান্না করছে। আমি কি করবো?

    মহিলার চোখের দিকে তাকিয়ে দেখে, চোখে কোনো পানি নেই।

    বললো,
    : এই দুই রুটি তোমার।
    মহিলার চেহারা আন্দিত হয়ে গেলো। তার সন্তান হাসতে থাকলো।

    দুঃখ নিয়ে ঘরে ফিরতে থাকে। স্ত্রী সন্তানকে খাওয়া দেবে কিভাবে?

    দুঃখভরাক্রান্ত অবস্থায় হাটার সময়ে শুনতে পায় এক লোকের ডাক,
    : আবু নাসের জেলেকে কে চিনে?

    লোকেরা তাকে দেখিয়ে দেয়। সে বলে,
    : তোমার পিতা আমাকে ২০ বছরের জন্য টাকা ধার দিয়েছিলো। এর মাঝে মারা যান। ফিরত দেবার সময় হয়েছে। ছেলে! তুমি তোমার পিতার তিন হাজার দিরহাম নাও।
    আবু নসর জেলে বলেন,
    : এর পর আমি মানুষের মাঝে সবচেয়ে ধনী হয়ে গেলাম। নিজের ঘর তৈরি করি, ব্যবসা আরম্ভ করি, মাঝে মাঝে হাজার দিরহাম পর্যন্ত একদিনে দান করে দেই।

    এজন্য শুধু আল্লাহ তায়ালারই শোকর।

    দিনের পর দিন যায়। আমি ছিলাম মানুষের মাঝে সবচেয়ে বড় দানশীল।
    মাঝে মাজে নিজেই অবাক হয়ে যেতাম।

    এর পর।
    এক রাতে আমি স্বপ্ন দেখি মিজান কায়েম হয়েছে।
    একজন ডেকে বলছে,
    : আবু নাসের জেলে চলে আসো! তোমার নেকি বদি ওজন করা হবে।

    আমার নেকি তোলা হয়। বদি তোলা হয়।
    আমার খারাপের ওজন বেশি!

    আমি বলি,
    : যে মালগুলো আমি দান করতাম, সেগুলো কোথায়?

    সেগুলো আনা হয়। পাল্লায় তোলা হয়।
    হাজার হাজার দিরহাম যা দান করেতাম সব উড়ে যায়। দানের উপর আমার আত্মতুষ্টি আর আমার কামনার বিপরিতে।
    এগুলো যেন তুলার মত, কোনো ওজনই নেই।

    আমার বদীর ওজন বেশি!
    কান্না করতে থাকি।
    আমার নাজাত কিসে?

    শুনতে পাই সেই ডাকনেওয়ালা বলে,
    : এই লোকের আর কিছু বাকি আছে?

    শুনতে পাই মালিক বলছেন,
    : হ্যা তার দুটো রুটি বাকি আছে।
    যেগুলো সে ঐ মহিলাকে দান করেছিলো।

    এর পর রুটি দুটো নেকির পাল্লায় রাখা হয়।
    নেকির পাল্লা নিচের দিকে নামা আরম্ভ করে।
    যতক্ষন না এটা বদির পাল্লার সমান হয়ে যায়। তার পর থেমে যায়।

    ডাকনেওয়ালা বলে,

    : তার আর কিছু বাকি আছে?

    মালিক বলেন,
    : তার আরো বাকি আছে।
    : কি সেটা?
    : ঐ মহিলার চোখের পানি। যে মহিলাকে সে রুটি দুটো দিয়েছিলো।

    মহিলার চোখের পানি আনে। পাল্লায় রাখে। নেকির পাল্লা ভারি হয়ে যায়। আমি আনন্দিত হই।

    ডাকনেওয়ালা আবার বলে,
    : আর কিছু বাকি আছে?
    : হ্যা আছে। সেই ছেলের মুখের হাসি যাকে রুটি দেয়া হয়েছিলো।

    এর পর পাল্লা ভারি হতে থাকে, ভারি হতে থাকে, ভারি হতে থাকে।

    আমি শুনতে পাই, ডাকনেওয়ালা বলছে,
    : তুমি নাজাত পেয়েছো, তুমি নাজাত পেয়েছো!

    আমার ঘুম ভেঙ্গে যায়, এর পর আমার মনে পড়লো আহমেদ বিন মিসকিনের সেই কথা যখন রুটিটা ফিরিয়ে দিচ্ছিলেন,
    : যদি আমরা নিজেরা নিজেদের খাওয়াই, তবে মাছটা ধরেছিলাম কেন?

    ____
    নেটে খুজে দেখলাম "আহমেদ বিন মিসকিন" ছিলেন একজন তাবেয়ি।
    [ যেখান থেকে অনুবাদ করা হয়েছে ]
    https://www.facebook.com/qsas.3br/photos/a.295126890635007.1073741828.295125357301827/774158742731817/?type=3&theater

    #HabibTranslation

      Comments:
    • لو أطعمنا أنفسنا هذا لما خرجت السمكة
      এই আরবী লাইনটার অনুবাদ। হাই থটের কোনো কথা হবে। এর ব্যখ্যা হলো গল্পটা।

    3-Feb-2017 7:06 pm

    4-Feb-2017 7:14 am



    ডেল কার্নেগী আত্মহত্যা করেছেন বলে ফেসবুকে জনপ্রীয় কিছু শেয়ার আছে। তবে সত্য কথা হলো উনি আত্মহ্যা করেন নি। অসুস্থতায় মারা যান।

    উনার বইয়ের ফরাসি অনুবাদক অত্মহত্যা করেন। এটা থেকে এই কথা এসে থাকতে পারে।

      Comments:
    • গুগুল করে মনে হচ্ছে এটা কলকাতার প্রকাশক। বাংলাদেশের না।
      আদি মল্লিক ব্রাদার্স, বর্ণ পরিচয় মার্কেট (দ্বিতল), কলেজ স্ট্রিট জংশন, কলকাতা - 73

    4-Feb-2017 7:14 am

    4-Feb-2017 2:04 pm


    "No one cares about you" - not in a mean way, but rather in the sense that you shouldn’t worry what others think because everyone's concerned with their own lives. ~ Anonymous.


    At last, a solution!


    "Softens his tone" vs "Talks tough" -- Published on the same day by WSJ.


    Think about it the next time you want to buy a lottery ticket.


    That's what really matters.


    Wish I could do it too :-)

    4-Feb-2017 2:04 pm

    4-Feb-2017 9:06 pm


    এক লোক ঘরে ঢুকে দেখে স্ত্রী কান্না করছে।
    : কারন কি?
    জবাব দেয়,
    : বাসার পাশের গাছের উপর যে চড়ুই পাখিগুলো বসে! সেগুলো হিজাব ছাড়া আমাকে দেখে ফেলেছে। আল্লাহর অবাধ্য হলাম কিনা ভয়ে কান্না করছি!

    স্ত্রীর দুই চোখের মাঝে চুমু খায় তার পরহেজাগারিতা ও আল্লাহ ভীতি দেখে।
    একটা কুড়াল এনে গাছটা কেটে ফেলে।

    এক সপ্তাহ পর।
    কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে।
    দেখে তার স্ত্রী, তার আশেকের হাতের উপর ঘুমিয়ে!

    লোকটা কিছু করে না। নিজের প্রয়োজনীয় জিনিস নেয়।
    সবকিছু ছেড়ে শহর ছেড়ে পলায়।

    দূরের এক শহরে পৌছে।
    দেখে মানুষেরা সবাই রাজার প্রাসাদের কাছে জড়ো।
    : কারন কি?

    উত্তর দেয়,
    : রাজার ভান্ডার চুরি হয়েছে!

    এ সময়ে পাশে দেখে এক লোক পায়ের আংগুলের উপর ভর দিয়ে দিয়ে চলছে।

    : উনি কে?
    : উনি এই শহরের শায়েখ। পায়ের আংগুলের উপর ভর দিয়ে চলেন। কোনো পিপড়া মড়িয়ে দিয়ে আল্লাহর অবাধ্য হন কিনা, সেই ভয়ে!
    লোকটা বলে,
    : ওয়াল্লাহ! আমি চোরকে পেয়েছি। আমাকে রাজার কাছে নিয়ে চলো।

    রাজাকে বলে,
    : আপনার রাজ ভান্ডার চুরি করেছে শহরের শায়েখ। যদি না হয় তবে আমার কল্লা কেটে ফেলবেন।

    রাজার প্রহরীরা শায়েখকে ধরে আনে।
    জিজ্ঞাসাবাদের পর চুরির কথা স্বিকার করে।

    রাজা জিজ্ঞাসা করে,
    : কিভাবে বুঝেছিলে সে চোর?

    জাবাব দেয়,
    : যখন দেখবেন,
    যে কেউ গুনাহ থেকে বাচার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করছে,
    বা সোয়াবের কথায় অতিরিক্তি বাড়াবাড়ি বলছে,
    তখন জেনে নিবেন, সে নিজের কোনো বড় পাপকে ঢাকছে।

    ______
    গল্পটা সম্ভবতঃ আগে শায়েখ আতিকুল্লাহ ভাই একটা স্টেটাসে শেয়ার করেছিলেন।
    তার পরও অনুবাদ করলাম কারন আমার উদ্যেশ্য ছিলো আরবী প্রেকটিস।
    [ মূল ]
    https://www.facebook.com/qsas.3br/posts/776035339210824

    #HabibTranslation

      Comments:
    • হ্যা।

    4-Feb-2017 9:06 pm

    5-Feb-2017 2:19 pm



    মসজিদে ইশার পর তালিম হয়। বসতে ইচ্ছে করে কিন্তু পারি না। তালিমে বসলে অন্যান্য সময়ের অন্যান্য কাজের সাথেও থাকতে হবে। নয়তো এটা হবে ঝামেলা সৃষ্টি করা।

    এখানে সিলেকটেড "কিছু" করার সুযোগ নেই।
    করলে সম্পূর্ন, নয়তো কিছু না।


    মসজিদে ফজরের পর জিকির হয়। বসতে ইচ্ছে করে, কিন্তু পারি না। বসলে তাদের দলের পক্ষে থাকতে হবে। তাদের বন্ধুদের বন্ধু ভাবতে হবে, তাদের শত্রুদের শত্রু।

    এখানে পছন্দনীয় কাজটা শুধু করার সুযোগ নেই।
    করলে সম্পূর্ন, নয়তো কিছু না।


    ফেসবুকে কোনো দলের ভালো কাজের প্রশংসা আর মন্দ কাজের নিন্দা করতে ইচ্ছে করে। কিন্তু উপায় নেই।

    করলে কোনো এক দল সিলেক্ট করে তাদের সব কাজের প্রশংসা করতে হবে, সংগে তাদের বিরোধী দলের সব কাজের নিন্দা করতে হবে।

    এখানে সিলেকশনের কোনো সুযোগ নেই।

    হয় আমি কোনো দলের আদর্শে বিশ্বাসি এবং তাদের পক্ষে।
    নয়তো আমি তাদের শত্রু।


    ওস্তাদ বললো,
    : মুনাফিকের জায়গা কোনো দিকেই নেই। যারা দুই দলের আছে, আবার কোনো দলেই নেই।"

    : কিন্তু মুনাফিক বলতে তো জানতাম যারা কুফর আর ঈমানের মাঝে দোল খায় তারা!

    : Time has changed. কুফর আর ঈমান এখন এখন দলের পক্ষে আর বিপক্ষ দিয়ে সংগায়িত হয়।"

    : এটা কি ভালো হলো নাকি মন্দ?

    : That doesn't matter. সময় সে দিকে যাবে মানুষ চাক বা না চাক। এত দল থাকবে না। তারা মত্র দুই দলে বিভক্ত হয়ে যাবে, এক দলে মুনাফি অন্য দলে মুসলিম।

    : বর্তমানের কোন দল মুনাফিক? কোন দল মুসলিমদের?

    : That you need to figure out over time.

    : তার পূর্ব পর্যন্ত?

    : Keep watching. But don't guess. লক্ষ লক্ষ মুসলিম পথ ভ্রষ্ট হয়েছে তাদের দলকে হক মনে করে।

    5-Feb-2017 2:19 pm

    5-Feb-2017 10:52 pm



    প্রথমে কুকুর রক্ষা আন্দোলন নিয়ে তর্ক।
    পক্ষে বিপক্ষে অনেক মত।
    তবে সবাই একমত -- কালো কুকুর মারার হুকুম আছে। এখানে বিতর্ক নেই।


    "কালো বিড়াল যদি সামনে দিয়ে হেটে যায় তবে এর কি অর্থ?"
    অর্থ বিড়ালটা রাস্তা পার হতে চাচ্ছে, এই।
    এর বাইরে জাহেলিয়াতের যুগের কুসংস্কারে বিশ্বাস করবেন না।

    কয়েকদিন আগে এটা ছিলো ভাইরাল পোষ্ট।


    কালো বিড়ালের মৃত্যু!
    তর্ক শেষ?
    না শুরু: "খুশি হবো নাকি দুঃখিত?"

    মত সমুহ:
    "কারো মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে হয় না। তার পরিনতিতে সে চলে গিয়েছে।"
    "শাহবাগীরা মৃত্যুর পরে দুটো ছাগল জবাই করে উৎসব করেছিলো। তখন?"
    "তাকে দ্বিনের দাওয়াহ দিতে পারি নি বলে বরং দুঃখ করা দরকার।"
    "আবু জেহেলের মৃত্যুর পরে রাসুলুল্লাহ ﷺ শুকরিয়া আদায় করেছিলেন।"
    "হত্যার পরে বিজয়ের আনন্দ ছিলো ওগুলো। স্বাভাবিক মৃত্যুতে আনন্দের কোনো বর্ননা নেই।"
    "বর্ননা আছে, কাফের মারলে জমি, গাছ, পশু সবাই শান্তি পায়।"


    আমার মত?
    কারো মৃত্যুতে ইসলাম ও মুসলিমদের যতটুকু উপকার, তার মৃত্যুতে ততটুকু আনন্দ।

    এর বেশি করার দরকার নেই।
    আমরা ভালো মানুষ :-P


    শেষে একটা কৌতুক,

    : তো...জানাযা কয়টায়?

    - ভাবালেন মশায়! উনি তো সনাতনধর্মাবলম্বী ছিলেন।

    : ও আচ্ছা। না মানে এত ধরনের মানুষের জানাযা হতে দেখেছি গত কয়েক বছর ধরে, যে ভুলেই গিয়েছিলাম জানাযা শুধু মুসলিমদেরই হয়।

    - ভাবিয়ে তোলে

    5-Feb-2017 10:52 pm

    6-Feb-2017 9:37 pm


    দয়ালু দয়াময় আল্লার নামে।

    হে কাপড় ঢাকা!
    দাড়িয়ে যান! সাবধান করেন।
    আপনার রবকে বড় বলেন।
    কাপড় পবিত্র করেন, ময়লা দূর করেন।
    বেশি পাবার আশায় সাহায্য করবেন না।
    আপনার রবের জন্য ধর্য্য ধরেন।

    যখন শিংগায় ফু দিবে, সেই দিনটা কঠিন হবে।
    কাফেরদের জন্য সহজ হবে না।

    আমাকে ছেড়ে দিন তার জন্য -
    যাকে সৃষ্টি করেছিলাম, একা।
    তাকে সম্পদ দিয়েছি, অনেক।
    তাকে সন্তান দিয়েছি, ঘিরে রাখার।
    তার জন্য সহজ করেছি, জীবন যাপন।

    এর পরও সে আরো চায়।
    না! সে আমার আয়াতের কঠিন বিরোধি।
    তাকে কঠিন শাস্তি দিতে যাচ্ছি।

    সে চিন্তা করেছে, সে স্বিদ্ধান্ত নিয়েছে।
    সে ধ্বংশ হোক, কি করে এমন স্বিদ্ধান্ত নেয়?
    আবার,
    সে ধ্বংশ হোক, কি করে এমন স্বিদ্ধান্ত নেয়?

    সে তাকায়, ভ্রুকুটি করে, মুখ বাকা করে।
    সে পিছে হটে, নিজেকে বড় বলে।

    সে বলে,
    এসব যাদু, পুরানো জিনিস।
    এসব মানুষের কথা, এ ছাড়া আর কিছু না।

    আমি তাকে "সাকার"-এ নিয়ে যাবো।
    জানেন সাকার কি?
    না এটা কিছু ছাড়ে, না কিছু বাকি রাখে।
    এটা মানুষকে পুড়িয়ে দেয়।
    এর উপর আছে উনিশ।

    আগুনের পাহারায় রেখেছি ফিরিস্তাদের।
    তাদের সংখ্যাকে করেছি কাফেরদের জন্য ফিতনা।
    যেন কিতাবীদের বিশ্বাস পোক্ত হয়।
    যেন ঈমানদারদের ঈমান বাড়ে।
    কিতাবী বা ঈমানদারদের মনে কোনো সন্দেহ যেন না থাকে।

    যাদের অন্তরে রোগ আর যারা কাফের,
    তারা যেন বলে,
    কি বুঝিয়েছিলেন আল্লাহ, এই কথা দিয়ে?

    এভাবে আল্লাহ হেদায়েত দেন, যাকে চান।
    পথভ্রষ্ট করেন, যাকে চান।
    আল্লাহর বাহিনী নিয়ে আল্লাহ জানেন, আর কেউ না।
    এটা মানুষকে আবার জানানোর জন্য।

    বরং না! চাদের নামে!
    যখন রাত শেষ হয়! যখন সকাল আলোকিত হয়!

    এ এক বিশাল ঘটনা। মানুষের জন্য হুশিয়ারি!

    যে চায় সে সামনে বাড়ুক।
    যে চায় সে পিছে থাকুক।
    প্রত্যেকের কামাই তার নিজের জন্য।

    ডান দিকের দল ছাড়া।
    জান্নাত থেকে তারা পাপীদেরকে জিজ্ঞাসা করবে,
    কি তোমদের "সাকারে" নিলো?

    তারা বলবে,
    আমরা নামাজী ছিলাম না।
    আমরা গরিবদের খাওয়াতাম না।
    আমরা তর্ককারীদের সাথে তর্ক করতাম।
    আমরা কিয়ামতের দিনকে মিথ্যা বলতাম।
    আমাদের মৃত্যু পর্যন্ত।
    সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না।

    তাদের কি হলো?
    তারা আমার জিকির থেকে মুখ ঘুরায়!
    যেন ভীত গাধা, পালায় সিংহ থেকে।

    বরং তারা প্রত্যেকে চায়, তাকেই একটা বই দেয়া হোক,
    খুলে দিয়ে।

    না! তারা আখিরাতে বিশ্বাস করে না।
    না! মনে করিয়ে দেয়া দেবার জন্য।

    যে চায় সে যেন জিকির করে।
    জিকির তারা করতে পারব না, যদি না আল্লাহ চান।
    উনি ভয়ের যোগ্য, উনি ক্ষমার যোগ্য।

    - সুরা মুদাসসির।

    #HabibQuran

    6-Feb-2017 9:37 pm

    7-Feb-2017 8:37 pm


    কিসের উপর লিখবো কোনো টপিক নেই।
    তাই এটা ফিলার।
      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10153726814183176
    • united for peace বা এই ধরনের যে পেইজগুলো আছে, এগুলো আমার মনে হয় বিদেশি ফান্ডে চলছে। লিখকরা মুসলিম, কিন্তু টপিক আর ফান্ড আসছে পশ্চিমা দেশগুলো থেকে। তাদের কোনো প্রোজেক্টের আন্ডারে। আমি যতটুকু বুঝতে পারি।
    • http://www.benarnews.org/english/news/bengali/catholic-cardinal-10112016153721.html
    • বা একটিভিটি বেড়ে গিয়েছে বলে এখন পদ দেয়া হয়েছে।
    • মিশনারীদের নবীদের কাহিনীতে রাসুলুল্লাহ ﷺ এর কাহিনী থাকবে না। উনার আগের সব নবীদের থাকবে। এবং এরা কোরআন থেকে উদৃতি দেবে। বাইবেল থেকে না। এরকম আমি বহু দেখে এসেছি। সেই ৮০ থেকে।
    • বরাদ্দ বাড়িয়েছে কারন খৃষ্টানদের সংখ্যা অনেক বাড়ছে। রেজাল্ট আসছে তাই। খবরও তাই বলে।
    • তবে জমিয়তুল উলামার শান্তির ফতোয়া মিশনারীদের কাজ না। এটা পলিটিক্যল ইসলামিক কোনো দলের কাজ। তবে নিজেদের খরচে না। কোনো ফান্ড তারা পাচ্ছে। কে দিচ্ছে, কোন দেশ থেকে, আমাদের সরকার দিচ্ছে কিনা এর উপর কোনো ধারনা নেই।
    • দ্বীনি প্রতিষ্ঠান ৩০ বছর আগেও ছিলো না। কিন্তু এর পরও এত মানুষ ধর্মান্তরিত হয় নি যত মানুষ গত ৫-৭ বছরে হয়েছে।
    • মাসুদ সাহেবের ফতোয়ার জন্য ১ লক্ষ আলেম জাবাব দিবেন।
    • ভালো বুদ্ধি। :-) (Y)
    • সব কিছু মিলিয়ে ফিতনা। এখন যদি কেউ যুদ্ধে যায় সেও ফিতনায় পড়বে। কেউ যদি এই গুলো পড়ে সংগা পাল্টিয়ে ফেলে সেও ফিতনায় পড়বে।
    • সোনালী ব্যংকের অবস্থা বেশি খারাপ। আমার মনে হচ্ছে এটার চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। বা ব্যংকটা কোনো ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে। কলাপ্স করে কিনা এই আশংকায় আছি। গত ৭ বছরের যত করাপশনের নিউজ এসেছে, তার মূল উৎস ছিলো সোনালী ব্যংক।
    • এখানে লিখেছিলাম। মোহাম্মদ শামীম হোসেন
      https://www.facebook.com/habib.dhaka/posts/10154266436138176
    • সব শহরে সার্বক্ষনিক জিহাদ থাকবে, সেটাও না।
      যে হাদিসে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে বলা আছে, সেই হাদিসে ঐ মুজাহিদরা কোথায় থাকবে সেটাও বলে দেয়া আছে।

      মুসলিমরা আশে পাশে অনেক দিন কোনো কাফের না দেখলে মুসলিমদের এক দল অন্য দলকে কাফের ডেকে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করার একটা ট্রেন্ড চলে আসে। এটা ফিতনা।

    • বড় কোনো খবর নেই। তাই wait and see. ধর্য ধরে পর্যবেক্ষন করা।
    • গুগুল করেন।

    7-Feb-2017 8:37 pm

    8-Feb-2017 4:27 pm


    মাজহাবগত পার্থক্য - ১০


    জানাজা: দৃশ্যমান পার্থক্য দুটো। তবে সুরা ফাতিহা পড়া-নাপড়া নিয়ে মতভেদটায় জোর দেয়া হয় সবচেয়ে বেশি।

    সালাফি: জানাজার নামাজের প্রথম তকবিরের পরে সুরা ফাতিহা পড়তে হয়।
    হানাফি: প্রথম তকবিরের পরে সানা [সুবহানাকা আল্লা হুম্মা...] পড়তে হয়।

    সালাফি: নামাজের শেষে এক দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয়।
    হানাফি: দুই দিকে সালাম ফিরাতে হয়।

    এর বাইরে সালাফিরা ৩য় তকবিরের পরে অনেক দোয়া পড়েন। এ জন্য শেষ তকবিরের আগে বেশ দেরি হয়। হানাফিরা সাধারনতঃ রেগুলার যে দোয়াটা আছে সেটা পড়েন।

    জানাজার নিয়ম এখানে লিখেছিলাম:
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153569104268176


    তাইমুম: এখানে সালাফিদের নিয়ম হানাফিদের থেকে অনেক সহজ। তবে এগুলো নিয়ে তর্ক হয় না। যে যার মত করে।

    তাইমুমের নিয়ম ডিটেলস এখানে লিখেছিলাম।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153616823283176

    বড় পার্থক্য হলো
    সালাফি: হাত মুছার সময় শুধু কব্জি পর্যন্ত মুছা হয়।
    হানাফি: কুনুই পর্যন্ত মুছা হয়। এর সাথে আংগুল খেলাল করা হয়। কুনুই পর্যন্ত মুছা ফরজ।


    ইকামত: পার্থক্য হলো

    সালাফি: ইকামতের সময় আজানের শব্দগুলো যতবার বলা হয় তার অর্ধেক বার ইকামতে বলা হয়।
    হানাফি: আজানের শব্দগুলো যতবার বলা হয় ততবারই ইকামতে বলা হয়।

    #HabibDiff

    8-Feb-2017 4:27 pm

    9-Feb-2017 12:10 pm


    আবারো রিমাইন্ডার: কেউ তালাক প্রদান করতে চাইলে শুধু মাত্র এক তালাক দিতে হবে। আর কোনো তালাক দিবে না। এবং এর তিন মাস পর বিয়ে ভেঙ্গে যাবে। মেয়ে অন্য জায়গায় বিয়ে করতে পারবে। এটাই নিয়ম।

    এর বাইরে বাংলা ফিল্মের স্টাইলে "এক...দুই...তিন" গুনে তালাক দেয়া:
    ১। নিয়ম না
    ২। দরকার নেই
    ৩। দেয়া গুনাহ
    ৪। এই রকম করার পরে সবাই আফসোস করে ফতোয়া খুজতে মুফতিদের কাছে দৌড়াতে থাকে।
    ৫। এর পর "যা হবার হবে", "কোনো সাক্ষি নেই", "রাগের মাথায় দিলে...." এ রকম কিছু একটা বুঝ নিজেকে বুঝিয়ে নেয়।

    জীবন একটাই। মুত্যুর সময় কালেমা নসিব না হবার কারনগুলোর মাঝে আলেমগন একটা বড় কারন লিখেছেন এই স্টাইলে তিন তালাক দেবার পরও স্ত্রীর সাথে সংসার করা।

    এর উপর আগের লিখা:
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153173361353176

    আল্লাহ তায়ালা আমাদের জানা, বুঝা আর হকের উপর থাকার তৌফিক দিন।
    আল্লাহ তায়ালা আমাদের এবং আমাদের সকল মুসলিম ভাই-বোনদের মাফ করুন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • এই খানে যে নিয়ম বলা আছে সেই মত চললে "হিল্লা কি?" সেই প্রশ্নটাও ইনশাল্লাহ আসবে না।

    9-Feb-2017 12:10 pm

    9-Feb-2017 1:47 pm


    TigerIT team at CoxBazar, Feb 2017

      Comments:
    • কনফিউশন বা এর পরও সাইড কোশচেন থাকলে যেই আলেমদের অনুসরন করেন তাদের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারেন।

      আর, একটা মাত্র পয়েন্টে ফোকাস রাখার জন্য, "তালাক ফিরিয়ে নেয়া" বা অন্য কোনো বিষয়ে আলোচনা এখানে টানি নি। :-)

      জাজাকাল্লাহ।

    9-Feb-2017 1:47 pm

    9-Feb-2017 7:02 pm


    "খুশু খুজুর সাথে নামাজ" কথাটার
    "খুশু" মান মনোযোগ।
    "খুজু" মানে ধীরস্থির।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    9-Feb-2017 7:02 pm

    9-Feb-2017 10:52 pm


    তোমরা যারা ফেসবুকে বিশাল তর্কবাগিশ, কিন্তু রিয়েল লাইফে একটা ঘুষিও মারতে পারো না, তাদের জন্য। :-P

    Master Wong at your rescue.

    https://www.youtube.com/watch?v=QW7wIwPgYfA

      Comments:
    • সারা জীবনে যদি শুধু একটা ঘুষি মারার রেকর্ড থাকে -- তবে বুঝতে হবে জীবনের প্রায়োরিটি ভুল জায়গায় পড়ছে। এখন কোর্স কারেকশনের সময়। :-)
    • //বাই দা ওয়ে JKD তে...// চিনতে পারি নাই উস্তাদ। মাফ কইরা দিয়েন।

      বাই দা ওয়ে, আমার পোলাপাইনগুলোরে ফাইটিং শিখাতে হবে। এখন যেই স্টাইলে তারা ভাই-বোনেরা ফাইট করে সেটা খুব একটা এফিসিয়েন্ট না।

      টেকনিকের কোনো প্রিফারেন্স আছে? আমি এই মুহুর্তে শুধু বক্সিংয়ের কথা চিন্তা করছি।

    • আত্মিয়-স্বজনেরা আমাকে ফেসবুকে বয়কট করেছে। প্রথমে বলেছিলো "এই সমস্ত জিনিস লিখবে না।" আমি শুনি নি। এর পর সবাই একজোট হয়ে "তাহলে তার কোনো পোষ্টে আমরা লাইক দেবো না।"

      এ জন্য গড়ের মাঠ। Ashraful Alam :-)

    • আমি শিখানো আরম্ভ করি নি। এখনো পরিকল্পানা স্টেইজে বস। Ashraful Alam
    • এটা উপর লিখতে হলে সেপারেট পোষ্ট দিতে হবে। তবে in the mean time নেটে খুজলে এর উপর অনেক লেকচার, লিখা পাবেন।
    • "ছাত্রলীগের ভালো কাজগুলোর খবর আমরা রাখি না।" ~ মাজহার ভাই।
    • "ছাত্রলীগকে সাধুবাদ জানালেন মাজহার ভাই"

    9-Feb-2017 10:52 pm

    10-Feb-2017 6:49 pm


    গল্প: বিচক্ষন চাষী

    এক রাজা এক দিন রাজ্য দেখতে বেরুলেন।
    এক কৃষককে দেখেন জমি চাষ করছে।
    খুব আনন্দ উৎসাহ নিয়ে গান করতে করতে।

    রাজা বলেন,
    : এই যে ভাই। খুব খুশি মনে গান করতে করতে চাষ করছো দেখতে পারছি। এটা তোমার জায়গা?
    : না জনাব! আমি দৈনিক হিসাবে কামলা খাটি।
    : এত কষ্টের জন্য রোজ কত করে নাও?
    : দৈনিক চার পয়সা।
    : এতে চলে যায়?
    : হ্যা! বরং হয়ে আরো বেশি হয়।
    তাই,
    এক পয়সা নিজের জন্য।
    এক পয়সা ঋন পরিশোধের জন্য।
    এক পয়সা নিঃস্বার্থ ভাবে ঋন দেই।
    আর এক পয়সা ফি সবিলিল্লাহ খরচ করি।

    : ধাধাটা বুঝলাম না!

    : বুঝিয়ে বলছি জনাব।
    যে পয়সা নিজের জন্য - সেটা আমি আর আমার স্ত্রীর জন্য খরচ করি।
    যে পয়সা ঋন পরিশোধের জন্য - সেটা আমার পিতা আর মাতার জন্য খরচ করি।
    তারা ছোটকালে আমাকে পালন করেছে,
    আমার জন্য খরচ করেছে,
    তখন আমি তাদের উপর নির্ভরশিল ছিলাম।
    এখন তারা বৃদ্ধ, কাজ করতে পারে না।

    আর যে পয়সা নিঃস্বার্থভাবে ঋন দেই
    সেটা ঐ পয়সা যেটা আমার সন্তানদের জন্য খরচ করি।
    তাদেরকে খাইয়ে পড়িয়ে বড় করি।
    যতক্ষন না তারা বড় হয়ে সেই ঋন আবার আমাদের পরিশোধ করে।

    আর যে পয়সা ফি সাবিলিল্লাহ,
    সেটা আমার দুই বোনের জন্য খরচ করি যারা অসুস্থ।

    রাজা বললেন,
    : খুব ভালো কাজ করছো ভাই।
    তাকে কিছু টাকা দিয়ে চলে আসলেন।
    সে অবাক! এই কৃষকের সরল যুক্তি শুনে।

    [ মূল আরবী ]
    https://www.facebook.com/qsas.3br/photos/a.295126890635007.1073741828.295125357301827/778696892278002/?type=3

    10-Feb-2017 6:49 pm

    10-Feb-2017 10:30 pm


    খবর পর্যালোচনা:

    ১। খবর: "নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেওয়ানবাগী পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।"

    রিমাইন্ডার: সুরঞ্জিত দার পরে বিতর্ক আরম্ভ হয়েছিলো আমাদের প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে। Get ready?

    ২। ২১শে বই মেলা থেকে ৯ জন দাড়িওয়ালাকে ধরে পুলিশ হেফাজতে আজকে দুই দিন। ধারনা ছিলো ১৩ সালেই "তারা" বনাম "আমরা" ভাগটা আল্লাহ তায়ালা দেখিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন।

    এর পর এখনো যারা পাল ছাড়া আছেন, এটা তাদের জন্য।

    ৩। আমেরিকাতে সরকার একটু ব্রেকে পড়েছে আদালতের কারনে। এর পরে কি সরকার-আদালত কনফ্রেন্টেশন দেখার সুযোগ হবে? :-)

    ৪। এত দিন পর্যন্ত আমেরিকার পলিটিক্সের একটা অংশ ছিলো সবাইকে শত্রু না করে কিছু শত্রুর সংগে বন্ধুত্ব করে শত্রুর ছাউনিতে ভাংগন ধরানো। প্লাস কিছুটা carrot & stick পলিসি।

    এটা পলিটিশিয়ানরা বুঝে। না বুঝলে এডভাইজারদের কাছ থেকে শুনে নেয়।

    কিন্তু ট্রাম্প বাবাজি বুঝেন না, শুনেনও না। এ জন্য ওবামার পলিসি ইরানকে বন্ধুত্বে এনে রাশিয়া-ইরান-চীন কোয়ালিশনে ভাঙ্গন ধরানো এখন উল্টে গিয়েছে।

    বাবাজি এখন ইরানের সাথে শত্রুতা আরম্ভ করেছে, ইজরাইলের পক্ষ নিয়ে। এর উপর অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রির ফোন কথার মাঝখানে ধুম করে কেটে দিয়েছে।

    এর পর কি? watching.

    ৫। আজকে বিশেষ দিন ছিলো এস্ট্রোনোমিক্যলি।
    আজকে শুক্রবার
    আজকে পূর্নিমা
    অজকে চন্দ্রের উপগ্রহন
    আজকে একটা ধুমকেতু পৃথিবীর কাছ দিয়ে যাচ্ছে।

    তবে কাছ দিয়ে মানে চাদ-পৃথিবীর দূরত্বের ৩০ গুন দূর দিয়ে।

    10-Feb-2017 10:30 pm

    11-Feb-2017 11:30 am


    ২০১৩ এর শিক্ষা:

    চেতনাবাদী তারা যাদের অন্তর জুড়ে থাকে চেতনা। ইসলাম থাকে খুব সামান্য।

    মুসলিম তারা যাদের অন্তরের পুরোটা জুড়ে ইসলাম থাকে। চেতনা থাকে খুব সামান্য।

    কোনো চেতনাবাদী যদি এসে বলে "আমারাও ইসলাম", তবে তাকে বলতে হবে, "তোমাদের অন্তর ইসলাম শুন্য বলছি না। তবে অন্তর জুড়ে আছে চেতনা, ইসলামের জায়গা খুব কম।"

    '১৩ এর আগে আমরা দুই পক্ষ মিলে মিশে থাকতাম। '১৩ দুটোকে আলাদা করে দিয়েছে।

    এখন "তারা" বনাম "আমরা"। ঐক্যের কথা এখানে আনবে মুনাফিকরা।

    আমরা যেভাবে ১ আল্লাহর সাক্ষ্য দেই, তারা সেই ভাবে ৩০ লক্ষের সাক্ষ্য দেয়।

    আমরা যে পবিত্রতা দেখিয়ে মসজিদে যাই, তারা সেই পবিত্রতা দেখিয়ে শহিদ মিনারে যায়।

    আমরা যত বেশি নাস্তিকদের ঘৃনা করি, তারা ঐ রকম রাজাকারদের ঘৃনা করে।

    আমরা মৃত্যুর আগে "লা ইলাহা ইল্লাল্লাহ" বলে মরার ইচ্ছা রাখি।
    তারা "জয় বাংলা" বলে মরার ইচ্ছার কথা বলে।

    দুটো দুই ধর্ম। কিপ দেট ইন মাইন্ড।

    এর পরও যারা ২১শে মেলায় গিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন তাদের পরিনতি ঐ ৯ ভাইয়ের মত হবে যারা আজ তিন দিন ধরে পুলিশ হেফাজতে।

    11-Feb-2017 11:30 am

    11-Feb-2017 7:42 pm



    ছোটকালে Lego ছিলো প্রিয় খেলনা। ১ হাজার পিসের একটা ক্যসেল সেট ছিলো যেটা দিয়ে বহু বছর খেলা চালিয়েছিলাম।

    বড় হবার পরে একটা কিনবো বলে নেটে সার্চ দিয়ে দেখি এখন ব্লকগুলোতে সার্ভো মটর মাইক্রোকন্ট্রোলার লাগিয়ে প্রোগ্রামাবেল রোবোটিকস কিটের মত করে ফেলেছে। Lego Mindstorm NXT.

    কয়েক বছর আগে একটা কেনার জন্য দোকান পর্যন্ত গিয়েছিলাম। কিনার আগে ভাবলাম আমার পোলাপানগুলো এটার দাম বুঝবে না। খেলনা মনে করে ভেঙ্গে চুরে শেষ করে ফেলবে।

    এখানে আছে এর কিছু রোবোট
    https://www.youtube.com/watch?v=85kI6oBSXHY


    রুবিকস কিউব আমাদের দেশে জনপ্রীয় ৮০র দশক থেকে। তখনকার জনপ্রীয় টিভি শো "যদি কিছু মনে না করেন"-এ এটা নিয়ে একটা কম্পিটিশনের পরে আরো জনপ্রীয় হয়।

    ঐ সময়ে এ দেশে মিলানোর জনপ্রীয় নিয়ম ছিলো layered method. প্রথমে নিচের দিক। এর পর মাঝের লেয়ার। শেষে সবচেয়ে উপরের লেয়ার। এতে আড়াই মিনিটের মত সময় লাগে। এবং অনেকগুলো টার্ন মুখস্ত করতে হয়।

    আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় key hole method. এটাতে শুধু একটা টার্ন R+ T+ R- T-. বাকি সব হলো কোন এংগেল থেকে এই টার্নটা দিতে হবে তার উপর। এটার আরেক নাম 8355 method. নেটে এর উপর অনেক মেনুয়েল ভিডিও আছে। যদি কেউ ইন্টারেস্টেড হয়।

    এছাড়া আছে corner first method. প্রথমে ৮ টা কোনা মিলিয়ে এর পর মাঝের ব্লকগুলো মিলাতে হয়।

    এই তিনটা মেথড আমি পারি। মেথড আছে আরো অনেক।


    এই দুই খেলনাকে এক করে Lego Mindstorms দিয়ে Rubik's cube solver বানিয়েছে আমেরিকাতে একজন। এখানে আছে সেটা in action.

    https://www.youtube.com/watch?v=dreTvumjNyw

      Comments:
    • Fixed জাজাকাল্লাহ। "সর্বস্তরে ই-কার চালু কর" শিক্ষা থেকে যখনই আমি বিচ্যুত হয়েছি, তখনই ধরা খেয়েছি।
    • Layer method এ এই রকম সময় লাগে। অন্য সব মেথডে এর থেকে কম সময় লাগে।

    11-Feb-2017 7:42 pm

    11-Feb-2017 10:04 pm



    দু দিন আগে তালতলায় গেলাম পারফিউমেন্স আর সোলমেইট থেকে কিছু কিনার ইচ্ছায়। ভাইদের দোকান বাসার পাশে। কিন্তু কোনো দিন যাওয়া হয় নি।

    পারফিউমেন্সে এর আগেও অনেকবার ঢু মারা চেষ্টা করেছিলাম। কিন্তু গিয়ে কেন যেন সবসময় দোকান খোলা কিন্তু কোনো সেলসম্যন নেই - এ অবস্থায় পেতাম। তবে এবার পেলাম চালু অবস্থায়।

    খুবই ফ্রেন্ডলি সেলসম্যন তিন চারটা আতর দেখালেন। যদিও আমার কাছে সবগুলোর গন্ধ কাছা কাছি মনে হলো। তবে গন্ধের জাজমেন্টের জন্য আমি নির্ভরযোগ্য কেউ নই।

    এর পর রেন্ডম একটা নাম ধরে কিনলাম এক শিশি। ১৯০ টাকায় ৮ মিলি।

    কেনার সময় উদ্যশ্যে ছিলো কাউকে হাদিয়া দেয়া। তাই তোমরা যারা আমার আশে পাশে পীর আছো, আমাকে মুরিদ করতে চাইলে নক করতে পরো। :-)


    এর পর সোলমেট খুজতে বেরুলাম। আতরজীর পাশের দোকানটাই। কিন্তু সেখানে ঐ সময়ে কোনো সেলসম্যন পাই নি। তবে দোকান খোলা ছিলো।


    কয়েক মাস আগে সরোবরে গিয়েছিলাম। এটাও খিলগাও। কয়েকটা জিনিস কিনেছিলাম দুইজন পীরকে হাদিয়া দেবার জন্য। তাই প্রোডাক্ট রিভিউ উনারা দিতে পারবেন। :-)


    পরে জানলাম "কাবাব ইন্ডাষ্ট্রি" রেষ্টুরেন্টটা আমাদের আরেক ভাইয়ের। সেখানে আমার খাওয়া হয় নি। একজনকে পাঠিয়েছিলাম, এসে বললো প্রচন্ড ভীড়।

    তার পরও সাহস করে একদিন যাবার ইচ্ছে আছে।
    ঘুরে আসার পর রিভিউ দেবো ইনশাল্লাহ। :-)

      Comments:
    • ভালো কথা মনে করেছেন। পরের পোষ্টে এর উপর কভার করবো ইনশাল্লাহ।
    • ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। :-)
    • আপনাকে লিষ্টে আনা হলো। তবে এটা দিতে হবে দূরত্বের দিক থেকে সবচেয়ে নিকটবর্তি জনকে। :-)
    • বাটার ৯ নম্বর দিয়ে আমি এখন চালই। তবে আপনার মনে হয় ১১ নম্বর লাগবে।
    • অধিক পীর মানে আরো খুশির খবর।
    • ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। :-)
    • মানে আমার বাসা থেকে তার বাসার দূরত্ব। :-)
    • (Y)
    • "old" as in -- they have got a newer version?

    11-Feb-2017 10:04 pm

    12-Feb-2017 11:56 am


    To পোলাপাইন these days:


    তোমাদের যাদের Low blood pressure.

    Low blood pressure কোনো রোগ না। আনন্দের বিষয়। তাই সবাইকে নিয়ে দাওয়াত দিয়ে ফুর্তি করতে হবে।

    এত লো যে অজ্ঞান হয়ে যায়, তখন শুধু ডাক্তার দেখাতে হবে। অধিকাংশের এই রকম হয় না। তারা মেপে দেখে ৫০-১০০ তাতেই আপসেট।


    তোমাদের যাদের Type 2 diabetes. [এ দেশে সবারই type 2]

    এর সাইন্টিফিক চিকিৎসা হলো দুই মাস রোজা রাখতে হবে শুধু ইফতার করে। সলভড। পুরান ডাক্তাররা এই ট্রিটমেন্ট জানে না। তাই এর উপর তাদের ফতোয়া আমাকে শুনিয়ে লাভ নেই। ইন্টারনেট পড়ে আমরা এর থেকে ভালো ডাক্তারী পারি। :-P

    "দলিল দেন" পার্টির জন্য লিংক:
    https://well.blogs.nytimes.com/2016/04/18/hope-for-reversing-type-2-diabetes/

    পাচ বছর আগে এই রকম একটা কন্ট্রোলড গ্রুপের চিকিৎসা করা হয়েছিলো যাদের ডাইবেটিকস সেরে গিয়েছিলো। এর পর কিছুদিন আগে মেইনস্ট্রিম মিডিয়াতে খবর এসেছে তাদের ডায়েবেটিকস আবার রিলাপস করে নি, মানে ফিরে আসে করে নি। এখনো সুস্থ।


    যাদের গায়ে চর্বি জমে গিয়েছে।

    বাপের এসি করা গাড়িটা দূরে সরিয়ে রেখে হেটে স্কুল কলেজে আসা-যাবার প্রেকটিশ করতে হবে।

    টাকা খরচ করে ফাষ্ট ফুডে খেলাম।
    এর পর আবার টাকা খরচ করে জিমে গেলাম সেটা হজম করতে।
    এর পর আবার টাকা খরচ করে গাড়ি দিয়ে বাসায় ফিরে এলাম।
    None of these makes sense.

    হাটা হাটির সময় নেই?

    ফেসবুক আর ইন্টারনেটে ব্যবহার অর্ধেকে নিয়ে অসলেই দেখবেন অফুরন্ত সময়।

      Comments:
    • ইস্টার্ন টাইম ওয়ালাদের স্বাস্থ আমাদের দেশের থেকে কম্পারেটিভলি ভালো থাকে। সেই দেশে রিকশা নেই বলে একটা ডিস্টেন্স পর্যন্ত তারা হেটে চলতে বাধ্য হয়।

      এক জ্ঞানি বলেছিলেন, "রিকশাই আমাদের খাইলো।" Sayed Tanzid

    • দেশে অবস্থা আরো খারাপ, ১০০ গজ সামনে যেতে হলেও রিকশা ডাক দেয়।
    • উবার ডাকলে কি ঢাকাতে আসলেই আসে? ট্রাই করি নি এখনো।

    12-Feb-2017 11:56 am

    12-Feb-2017 6:33 pm


    খারেজিরা কুফায় আত্মপ্রকাশ করার পর আবু হানিফা রাহিমাহুল্লাহকে ধরে তারা বলে,
    : কুফর থেকে তৌবা কর, হে শায়েখ!

    উনি বলেন,
    : আমি সকল কুফর থেকে আল্লাহর কাছে তৌবা করলাম।
    তারা তাকে ছেড়ে দেয়।

    তাদের নেতা এ ঘটনা শুনে বলে,
    : উনি কুফর থেকে তৌবা করেছেন ঠিক। তবে এ দ্বারা বুঝিয়েছিলেন তোমরা যেই পথে আছো সেই পথকে!

    তারা আবার উনার কাছে ফিরে আসে।

    তাদের নেতা বলে,
    : হে শায়েখ। আপনি কুফর থেকে তৌবা করেছেন! তবে এটা দিয়ে আমরা যে পথে আছি সেটা বুঝিয়েছেন!

    : তোমরা এটা ধারনা থেকে বলছো? নাকি জেনে?
    : না, ধারনা।
    : আল্লাহ তায়ালা বলেছেন, { يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم } যারা ঈমান এনেছো! বেশি বেশি ধারনা করা থেকে বিরত থাকো। কারন কিছু ধারনা পাপজনক।

    তাই এটা তোমারদের একটা পাপ হলো।
    আর প্রতিটা পাপই কুফর। [তাদের মতে]
    বরং তোমরা প্রথমে কুফর থেকে তৌবা করো।

    : সত্য বলেছেন শায়েখ। আমি কুফর থেকে তৌবা করলাম।

    এর পর তারা একদিন জানতে পারে উনি আহলে কিবলা কাউকে পাপের জন্য কাফির বলেন না। তখন আবার উনার কাছে আসে মুনাজেরা করার জন্য

    তারা বলে,
    : মসজিদের দরজায় দুটো জানাজা হাজির হয়েছে। প্রথমটা এক লোকের।
    সে পেট ভরে মদ খায়।
    এর পর গলা পর্যন্ত খায়।
    এর পর সেই মদে ডুবে মারা যায়।

    দ্বিতীয়টা এক মহিলার যে জিনা করে,
    এমন কি গর্ভবতী হয়ে পড়ে।
    এর পর আত্মহত্যা করে।

    আবু হানিফা জিজ্ঞাসা করলেন,
    : তারা কোন ধর্মের? তারা কি ইহুদি?
    : না
    : খৃষ্টান?
    : না
    : অগ্নি পুজারী?
    : না।
    : তাহলে তারা কোন ধর্মের অনুসারী ছিলো?
    : তারা ঐ ধর্মের অনুসারি ছিলো যারা লা ইলাহাইল্লাহ, এবং মুহাম্মাদ রাসুলুল্লাহ এর সাক্ষ্য দিতো। ﷺ

    : তাহলে আমাকে বলো, এই সাক্ষ্য দিলে ঈমানের কত ভাগ হয়? তিন ভাগের এক ভাগ? চার ভাগের এক ভাগ? নাকি পাচ ভাগের এক ভাগ?

    : ঈমান আংশিক হতে পারে না।
    : তাহলে এটা ঈমানের কত অংশ?
    : এটা পূর্ন ঈমান।
    : তোমরা যদি স্বিকার করলে ও মেনে নিলে তারা মু'মিন তবে আমাকে কি জিজ্ঞাসা করতে এসেছিলে?
    : আমরা প্রশ্ন করতে এসেছি: তারা কি জান্নাতি হবে? নাকি জাহান্নামি?

    আবু হানিফা বললেন,
    : তোমারা যদি মানতে না চাও তবে
    আমি তাদের ব্যপারে সেই কথাই বলবো যা আল্লাহর নবী ইব্রাহিম আ: বলেছিলেন উনার কওম সম্পর্কে যখন তারা সবচেয়ে বড় পাপ করছিলো:
    "আমার রব! তারা বহু লোককে বিপথগামী করেছে।
    যে আমাকে অনুসরন করে, সে আমার লোক।
    যে আমার অবাধ্য হয়, তবে আপনি দয়ালু ক্ষমাশিল।" - সুরা ইব্রাহিম।

    আর তাদের ব্যপারে বলবো একই কথা, যা আল্লাহ নবী ঈসা আ: বলেছিলেন উনার কওম সম্পর্কে যখন তারা সবচেয়ে বড় পাপ করেছিলো,
    "যদি আপনি তাদের আযাব দেন তবে তারা আপনার দাস
    আর যদি ক্ষমা করেন তবে আপনি সর্বশক্তিমান জ্ঞানী।" - সুরা মায়িদা।

    আর তাদের ব্যপারে বলবো একই কথা যা আল্লাহর নবী নুহ আ: বলেছিলেন,
    "লোকেরা বললো, আমরা আপনাকে বিশ্বাস করবো? অথচ সবচেয়ে নিচু লোকেরা আপনাকে অনুসরন করে!
    উনি তাদের জবাব দিলেন, তারা আগে কি করতো সেটা জেনে আমার কি হবে?
    তাদের হিসাব আমার রবের উপর।
    তোমরা যদি বুঝতে!" - সুরা শুরা।

    আর তাদের ব্যপারে বলবো আল্লাহর নবী নুহ যা বলেছিলেন, নবীদের সবার উপর সালাম, এবং আমাদের নবী মুহাম্মদ ﷺ এর উপর
    "আমি তোমাদের
    বলছি না যে আমার কাছে আল্লার ভান্ডার আছে,
    বলছি না আমি গায়েবে জানি,
    বলছি না আমি ফিরিস্তা,
    বা তাদের মত বলছি না, যারা চোখ নিচের দিকে নামিয়ে বলে, আল্লাহ কক্ষনো তাদের ভালো কিছু দিবেন না।
    আল্লাহ জানেন তাদের অন্তরে কি আছে!
    বরং এ করলে আমি হবো পাপী।" - সুরা হুদ।

    এর পর লোকেরা তাদের অস্ত্র ফেলে দিলো
    : আপনি আমাদের সকল পথ থেকে মুক্তি দিয়েছেন। আমরা আল্লার কাছে তৌবা করলাম। আল্লাহ আপনাকে ফজল, হিকমত, ইলম দান করুন।

    মানাকিব আবু হানিফা - ১০৮-১৫১

    [ মূল আরবী যেখান থেকে অনুবাদ করা হয়েছে ]
    https://www.facebook.com/kesas.wa.ebar/posts/1354230404598643

    #HabibTranslation

      Comments:
    • আহলে কিবলা: যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ে।
    • খৃষ্টানরা, ইহুদিরা। এরা আহলে কিবলা না।
    • খৃষ্টানদের প্রার্থনা হলো সপ্তাহে এক দিন এক বার। ইহুদিদের মাঝে আনেক দল/মত/ভাগ আছে। এদের এক ভাগের নামাজ এই রকম। কি রকম ফ্রিকুয়েন্টলি করে জানি না।

      https://www.youtube.com/watch?v=0aHWASyMjwg
      https://www.youtube.com/watch?v=0aHWASyMjwg

    • (Y)

    12-Feb-2017 6:33 pm

    13-Feb-2017 3:12 pm


    [ অনুবাদ ]
    জানেন, কেন কোরআন পড়লে চোখে পানি আসে না?
    এই গল্পটায় এর উত্তর আছে।

    ইমাম আহমেদ বিন হাম্বল কাছে একদিন খবর আসে উনার এক ছাত্র সারা রাত নামাজে পড়ে এবং সম্পুর্ন কোরআন খতম করে। ফজর পর্যন্ত। এর পর ফজরের নামাজ পড়ে।

    ইমাম কোরআনের আদব শেখানো জন্য তার কাছে আসেন।
    বলেন,
    : তোমার ব্যপারে জানলাম, তুমি নাকি এরকম কর?
    : হ্যা, ইয়া ইমাম।
    : তাহলে আজকে যাও। এবং রাতে নামাজ পড় যেভাবে অন্যান্য দিন পড়ো। শুধু আজ এমন ভাবে পড়বে যেন তুমি আমাকে কোরআন শুনাচ্ছো। মানে আমি তোমার পড়া শুনছি। এর পর কাল এসে আমাকে বলবে কি হয়েছে।

    পর দিন ছাত্র আসে। ইমাম জিজ্ঞাসা করে।
    ছাত্র জবাব দেয়,
    : আজকে আমি ১০ পারাও শেষ করতে পারি নি।

    ইমাম বলেন,
    : তবে আজকে যাও। আজকে এমন ভাবে পড়বে যেন তুমি রাসুলুল্লাহ ﷺ কে শুনাচ্ছো।

    সে যায়। পরের দিন আসে,
    : হে ইমাম। আজকে আমি আম-পারাও শেষ করতে পারি নি।

    : তবে আজকেও যাও। আজকে পড়বে এমন ভাবে যেন তুমি আল্লাহ আজ্জা জাল্লাহুকে পড়িয়ে শুনাচ্ছো।

    ছাত্র অবাক হয়ে চলে যায়। পর দিন আসে।
    তারা চেহারায়, রাত জাগা আর কান্নার চিহ্ন।
    ইমাম জিজ্ঞাসা করেন,
    : আজকে কি হলো, বৎস!

    কান্না করতে করতে ছাত্র জবাব দেয়,
    : হে ইমাম। ওয়াল্লাহ! আজ সারা রাতেও আমি সুরা ফাতিহা শেষ করতে পারি নি। করার জন্য করা না, বরং সম্মানের সাথে কোরআন খতম করতে হবে।

    [ মূল আরবী ]
    https://www.facebook.com/qsas.3br/photos/a.295126890635007.1073741828.295125357301827/780847142062977/?type=3&permPage=1

    #HabibTranslation

      Comments:
    • কুরআনিক আরবী আর কথ্য আরবীর একটা পার্থক্য ছোটবেলায় খেয়াল করেছিলাম।

      আমাদের ফাতহা বা জবর এর উচ্চারন কথ্যতে শেখানো হতো "এ" এর মত।
      কিন্তু কোরআন পড়ার সময় শেখানো হয়েছে সব জায়গায় "আ" এর মত হবে।

      এজন্য কথ্যতে নামটা "আহমেদ" ডাকা হয়। এই রকম ফায়ালা এর বদলে আমরা বলি ফেয়েলে।

      তবে এটা আঞ্চলিকতার জন্যও হতে পারে।

    • হাম্বল Corrected, জাজাকাল্লাহ।
    • ইউটুবে আরবরা কথা বলার সময় ফাতহা কিভাবে উচ্চারন করে শুনলে নিশ্চিত হতে পারবেন।

    13-Feb-2017 3:12 pm

    13-Feb-2017 9:09 pm


    প্রশ্নোত্তর:
    যেগুলো কমেন্টে ইনবক্স/কমেন্টে প্রায়ই পাই।

    "আপনার এই পোষ্ট পড়ে মানুষ ভুল বুঝতে পারে"

    আমার পোষ্ট সবগুলোই আমার আত্মিয়-বন্ধুদের মাঝের কোনো না কোনো গ্রুপকে টার্গেট করে দেই। তারা ঠিক বুঝবে এরকম করে লিখে।

    "এটা যে লিখলেন, এটা কি জায়েজ?"

    কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে আপনাকে জেনে নিতে হবে।

    "কিন্তু আমি জানি যে এই এই।"

    হ্যা। (এটা মাজহার ভাইয়ের জবাব :-) )

    "এই বিষয়ে নেটে এইখানে ফতোয়া আছে ____"

    ভাই আমি হানাফি/দেওবন্দি/অধিকাংশের ফতোয়া অনুসরন করি ভাই। এই ফতোয়া যদি এই ক্রাইটেরিয়াতে না পড়ে তবে সেটা আমার অনুসরন করার কোনো কারন নেই।

    তবে আপনাকে এই ফতোয়া অনুসরন করতে হবে, নয়তো ফতোয়া মার্কেটিয়ে পড়ে যাবেন। :-)

    "আপনি দলিল দিলে সেটা গ্রহন করেন না কেন?"

    বয়সের দোষে। আমার বয়স প্রায় ৫০।

    তাই আপনি যে দলিলগুলো দিয়েছেন এগুলো আমার কাছে নতুন না। বহু বছর ধরে এগুলোর বহু ব্যখ্যা, বিপরিত ব্যখ্যা, জবাবের-পাল্টা-জবাব এসব পড়ে এসেছি।

    নতুন কিছু পেলে শেয়ার করি। সেটাও বছরে একটা দুটোর বেশি পাই না। এবং এগুলো অনুবাদ করা হয় নি, এরকম বই পড়ে পাই।

    ফেসবুকের কারো কমেন্ট থেকে এমন নতুন কিছু পাই না যেটা আগে শুনিনি, বা সেটা নিয়ে লম্বা আলোচনা-তর্ক আপনার আগের দুই তিন জেনারেশনের সাথে করে আসি নি।

    "কিন্তু আগের জেনারেশন তো ভুল ছিলো।"

    আপনার পরের জেনারেশনও আপনাকে ভুল বলবে।

    "তাই বলে দলিল অগ্রাহ্য করবেন?"

    ভাই বয়সের দোষ, এবং অন্য কোনো কাজ না পেয়ে, বহু সময় নষ্ট করে আমি শিয়াদের দলিল পড়েছি। নাস্তিকদের দলিল পড়েছি। কোরআনিয়ানদের দলিল পড়েছি। রাফেজিদের দলিল পড়েছি। কাদিয়ানিদের দলিল পড়েছি। রিযভি-বেরলভিদের দলিল পড়েছি। খাওয়ারিজদের দলিলও পড়েছি।

    তাই শুধু দলিল থাকলেই যদি আমি ঐ দলিল অনুসরনে বাধ্য হতাম, তবে এদের কোনো এক গ্রুপের অনুসারী হয়ে যেতাম আল্লাহ না করুন।

    আল্লাহ তায়ালা আমাকে রক্ষা করেছেন।

    "না দলিল পেলেই যে অনুসরন করতে হবে তা বলছি না। আপনার বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে হবে।"

    ওয়েল, সেটাই করছি।

    কিন্তু আমি যেটাকে সঠিক হিসাবে বুঝেছি সেটা আপনাকে সন্তুষ্ট করতে পারছে না। তাই থেকে সমস্যা।

    কিন্তু এটা আমার সমস্যা না, আপনার সমস্যা।

    13-Feb-2017 9:09 pm

    13-Feb-2017 11:01 pm


    প্রশ্নোত্তর:


    একটা প্রশ্ন ফ্রিকুয়েন্টলি পাই, ইনবক্সে বা কমেন্টে: "আপনার লিখা পড়ে মানুষ ভুল বুঝতে পারে।"

    আমার প্রায় সব স্টেটাসগুলো লিখা হয় কোনো আত্মিয়, বন্ধুকে লক্ষ্য করে। তার উপকারের জন্য। গ্লোবার শেয়ার দেই যেন অন্য কেউ উপকার পেলে পায়।

    তাই না বুঝলে বা ভুল বুঝলে, আমাকে এটা মুছতে না বলে বরং বেস্ট হলো স্কিপ করে যাওয়া।


    দ্বিতীয় কমন প্রশ্ন, "এটা লিখলেন যে, এটা জায়েজ হবে কিনা জানেন?"

    যে বিষয়গুলোতে এই প্রশ্ন করা হয় সেই বিষয়গুলোতে সাধারনতঃ স্পষ্ট এবং সর্বজনগ্রাহ্য কোনো ফতোয়া নেই। তাই যেই আলেমকে জিজ্ঞাসা করবেন, সে তার মন মত দলিল দিয়ে যেটাকে সে উত্তম ও নিরাপদ মনে করে সেটা উত্তর দেবে।

    এ কারনে যে যেই দলের বা আলেমদের অনুসরন করেন, সে সেখান থেকে তার উত্তর জেনে নিয়ে সেইটা ফলো করবে -- এটাকে আমি ভালো মনে করি।

    তবে তার পাওয়া উত্তর আমার উপর প্রযোজ্য হবে না। কারন হয়তো আমি ঐ দলের আদর্শে বিশ্বাসি না। বা ঐ আলেমের কথাকে ঐ বিষয়ে শেষ কথা হিসাবে বিশ্বাস করি না।

    তবে যে ব্যক্তি ফতোয়াটা জিজ্ঞাসা করেছে তার জন্য এর বাইরে যাওয়ার স্কোপ নেই। কারন সেটা করলে ফতোয়া মার্কেটিং হয়ে যাবে।

    এ জন্য আমি বলে দেই: "আপনি যেহেতু এটা জানেন সেহেতু আপনাকে এটা করতে হবে।"

    তবে তার অর্থ এই না যে আমাকেও করতে হবে।


    তৃতীয়তঃ যে প্রশ্নটা পাই, "আপনি দলিল দিলে গ্রহন করেন না কেন?"

    প্রথম কারন হলো আমি হানাফি/দেওবন্দি/অধিকাংশের মত অনুসরন করি। অর্থাৎ হানাফিদের মাঝে যদি দ্বিমত থাকে তখন দেওবন্দি মত অনুসরন করি। আবার দেওবন্দিদের মাঝে দ্বিমত থাকলে তাদের অধিকাংশের মত অনুসরন করি।

    এ কারনে আমার কাছে সবচেয়ে গ্রহনযোগ্য দলিল হলো উনাদের মত। আর যে সব বিষয়ে উনাদের স্পষ্ট মত নেই, সে সব বিষয়ে কোরআন হাদিস থেকে নিজে পথ বের করার চেষ্টা করতে থাকি।

    আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।

    13-Feb-2017 11:01 pm

    14-Feb-2017 8:00 am


    উত্তম হলো বালতি থেকে মগ দিয়ৈ পানি নিয়ে ওজু করা। তবে কেউ যদি বালতি থেকে হাত দিয়ে পানি নিয়ে ওজু করে তার নামাজ দোহরানোর দরকার নেই। এই ফতোয়া মতে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    14-Feb-2017 8:00 am

    14-Feb-2017 11:15 am


    When our beard, capped and educated western scholars are falling left and right, I like this man for how he understands it, and how he expresses it, and how he defends it. Am an old fan of Jonathan Brown.

    Also see Jonathon Browns lecture, "why are you agitated about the age of Aysha?"

    This post had an attachment, which is now missing

    14-Feb-2017 11:15 am

    14-Feb-2017 12:17 pm


    যারা বলেন সার্টিফিকেটের কোনো দাম নেই তাদের কথা ভুল প্রমানিত হলো।

    এই ঠুঙ্গা আপনি বিনা পয়সায় পাবেন না।


    ছবিটা সেইভ করে রাখলাম। কেউ যদি "Got married" স্টেটাস দেয় তবে তার টাইমলাইনে শেয়ার করতে হবে। :-)


    Recursion.


    যারা বলে আপনার ফ্রেন্ড ফলোয়ার এত কম কেন? তাদের জন্য :-)

    14-Feb-2017 12:17 pm

    14-Feb-2017 7:49 pm


    সংক্ষেপে শেষ যুগের ঘটনাবলী।

    খৃষ্টানদের কাছে যে কিতাব আছে সেখানে এত ডিটেলস করে শেষ যুগের ঘটনাবলীর বর্ননা নেই যত ডিটেলস ইসলামে আছে। তাদের বর্ননা সংক্ষিপ্ত, যেমন নিউজের টাইটেল যেরকম সংক্ষিপ্ত। এবং একটার সাথে আন্যটা মিলিয়ে বিকৃত।

    ইহুদিদের কাছে আখিরুজ্জামানের কোনো বর্ননাই নেই। এমন কি কিয়ামত, জান্নাত-জাহান্নামের কথাও তারা তাদের কিতাব থেকে কোনো কারনে মুছে দিয়েছে, এবং এখন ভুলে গিয়েছে। তারা বর্তমান নিয়ে থাকে এবং সেটা নিয়েই তারা সন্তুষ্ট। তাদের কাছে আখিরাত বলে কিছু নেই।

    আখিরুজ্জামান বা শেষ যুগের ঘটনাবলীর বর্ননা আল্লাহ তায়ালা হিফাজত করেছেন ইসলামের মাঝে।

    আরো ডিটেলস জানার, বা রেফারেন্সের জন্য নেটে সার্চ দিন বা গুগুল করেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • মৃত্যুের পরে কি হবে সেটা নিয়েও ইহুদিদের মাঝে ভিন্ন ভিন্ন মত আছে। তবে সর্বোচ্চ যেটা আমি পড়েছি সেটাতে হিসাবের দিন পর্যন্ত বিশ্বাস আছে শুধু। তার পরের কোনো কথা নেই। কারো কারো মতে একটা শুন্যতায় আত্মাগুলো ভাসতে থাকবে, এটাইপের কিছু।
    • দেখি নি।
    • এর অনেক ব্যখ্যা আছে, যেগুলো এই সংক্ষিপ্ত স্টেটাসে দেয়া সম্ভব হয় নি।
    • হিন্দের সর্বশেষ যে যুদ্ধের কথা হাদিসে পেয়েছি সেটা লিখেছি। এর আগের হিন্দের যুদ্ধগুলোর কথা লিখি নি কারন আমি আরম্ভ করেছি জেরুজালেম জয় থেকে।
    • Cheese তৈরি করে যদি বাজারে ছাড়তেন, তবে আপনাদের রেগুলার কাষ্টমার হয়ে যেতাম, ইনশাল্লাহ।
    • "আরব" দের কথা বলা হয়েছে।

    14-Feb-2017 7:49 pm

    15-Feb-2017 5:28 pm


    মাজহাবগত পার্থক্য : প্রসংগ: সালাফিদের মাঝে উপধারা

    এ দেশে সালাফিদের মাঝে তিনটি ধারা আমার চোখে পড়েছে।


    মূল ধারা হলো সেটা যেটা সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় যে চলছে। তাদের মাসলা মাসায়েলের ফতোযার সংকলন islamqa সাইটে আছে। এই দেশের সালাফি আলেম এবং মদিনা ভার্সিটি থেকে পাশ করে যে সকল আমাদের দেশে আসেন, তাদের একটা বড় অংশ এই মাজহাব অনুসরন করেন।

    নেটে অনেকে তাদের 'সরকারি সালাফি' বলে।


    ২০০০ দশকে এই দেশে সালাফিদের আরেকটি ধারা জনপ্রিয় ছিলো ছাত্রদের মাঝে এইচটি নামে একটি আন্দোলনকে কেন্দ্র করে। তারা সরকারী সালাফিদের থেকে মাসলা মাসায়েলের দিক থেকে বেশ অনেকটা লিবারেল ছিলো।

    #HabibDiff

    15-Feb-2017 5:28 pm

    15-Feb-2017 5:38 pm


    সমাধান: আপনার সন্তানকে মাদ্রাসা বা ইংলিশ মিডিয়ামে দিন :-)


    তোমরা যারা এরকম আছো।


    প্রশ্ন: আর কিছু দেখা বাকি আছে? নাকি হলো?
    উত্তর: বাকি আছে। দেখতে থাকেন।


    সেইভ করে রাখলাম।

    যে সকল ছেলেদের কাছে পাত্রীর সিভি পাঠালে বলে "কিন্তু আমি ভাই ধানমন্ডির মেয়ে ছাড়া বিয়ে করি না।" তাদেরকে এই ছবি পাঠাতে হপে।


    কয়েক বছর আগের নিউজে আসা এই ছেলেটার পরে কি হয়েছিলো জানতে খুব ইচ্ছে করছিলো।

    রিসেন্ট আপডেট এটা। ভালই করছে।

    15-Feb-2017 5:38 pm

    15-Feb-2017 7:51 pm


    আমেরিকা গরম হয়ে উঠছে। এই মুহুর্তে ট্রাম্প মার খাচ্ছে চার দিক থেকে। কিন্তু এটা যদি "ফিতনা"-এর দিকে গড়ায় তবে দুই পক্ষই সমান শক্তিশালি হয়ে উঠবে।

    Time should say.

    ১। ট্রাম্পের সিকিউরিটি এডভাইজার পদত্যগ করেছে।

    ২। সরকারের কেলেংকারির গোপন খবর বিদ্রোহিরা পত্রিকার কাছে ফাস করে দিচ্ছে। সরকার ঠেকাতে পারছে না। বা বের করতে পারছে না কে করছে।

    ৩। বলা হচ্ছে ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পর্কে আরো অনেক গভীর। ঐ এডভাইজর ছিলো এক কোনা মাত্র।

    ৪। আজকে ট্রাম্পের বিরুদ্ধে আরো তিনটা ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছে।

    ৫। যে পত্রিকাগুলোকে ট্রাম্প এতদিন গালাগালি করতো, তারা এখন এই ক্যলেংকারির খবর ছাপানোতে লিড দিয়ে উঠে দাড়িয়েছে।

      Comments:
    • Trump's Tweet: "Information is being illegally given to the failing @nytimes & @washingtonpost by the intelligence community (NSA and FBI?). Just like Russia"
    • একেবারে বাংগালি ঘরের চুলাচুলির মত অবস্থা। সবচেয়ে পাওয়ারফুল নেশনের প্রেসিডেন্ট থেকে ডাইরেক্টলি।

      একে ঠান্ডা করার উপায় দেখছি না। The show is getting interesting.

    15-Feb-2017 7:51 pm

    16-Feb-2017 7:08 am


    প্রসংগ : "দলিল দেন"


    সরাসরি হাদিস যদি আমি কোট করি, বা কোরআনের অনুবাদ, বা কোনো বইয়ের কপি-পেষ্ট তবে রেফারেন্স নম্বর দিয়ে বলে দেই কোন কিতাব থেকে নেয়া হয়েছে।

    এর বাইরে নিজস্ব অভিমত, এনালাইসিস, বা সৃতি থেকে "এটা পড়েছি" টাইপের কিছু লিখলে রেফারেন্সটা দেই না।

    আমি ধরে নেই, এটা সবাই অসংখ্য বার পড়েছে এবং দলিল অলরেডি জানে। অথবা সে দলিল খুজে নিতে পারবে যদি তার দরকার হয়।


    এখন দলিল কি করে খুজবেন তার কিছু হিন্ট।

    - মূল হলো গুগুল করা।

  • ফেসবুক স্পেসিফিক কিছু হলে "Search Facebook" ব্যবহার করা।
  • হাদিস খুজার জন্য sunnah.com সাইটের সার্চ ব্যবহার করতে পারেন।
  • কোরআন খুজার জন্য সরাসরি google বা quran.com ব্যবহার করতে পারেন।
  • ফতোয়া খুজার জন্যও google.


    এডভান্সড সার্চ।

    যখন কিছু একটা রেফারেন্স আরবী কিতাবে আছে। যেমন কোনো দোয়া সার্চ করতে হবে। তখন আরবীতে এর একটা শব্দ google এ টাইপ করলেই বাকিটা চলে আসবে। আপনার খুজার কষ্ট বাংলা-ইংরেজির তুলনায় দশ ভাগের এক ভাগে চলে আসবে। আপনার ল্যপটপ বা মোবাইলে আরবী কিবোর্ড চালু করে নিতে হবে এর জন্য।

      Comments:
    • কি বোর্ড বিল্ট ইন থাকে। Settings -> Keyboard -> Add Language -> Arabic. কিছু ইন্সটল করার দরকার নেই।
    • এখন সার্চ দিয়ে খুজতে থাকেন। এর পর আর রেফারেন্স লাগবে না। সত্য মিথ্যা সব কথাই চলে আসবে। এবং নিজেই বের করে নিতে পারবেন কোন কথা কার কাছে কতটুকু ঠিক। মানে কোনো রেওয়ায়েত কতটুকু সহি। কোনটা কোন বই থেকে এসেছে -- এইসব।

    16-Feb-2017 7:08 am

  • 16-Feb-2017 12:27 pm


    প্রসংগ : আরবী পড়ে বুঝা

    কিছু আরবী পারেন কিন্তু খুব ভালো না। কিভাবে বুঝবেন?


    প্রথম হলো ফেসবুকের আরবী টেক্সটের নিচে "See Translation" একটা লিংক থাকে সেটা ক্লিক করে দেখা।

    তবে অধিকাংশ ক্ষেত্রে এটার ট্রেন্সলেশনে বুঝার মত কিছু থাকে না। রেন্ডম ওয়ার্ডস মনে হয়।


    এর থেকে ভালো ট্রেন্সলেশন পাবেন translate.google.com থেকে। আমি টেক্সটটা কপি-পেষ্ট করে ট্রেন্সলেট করি। এটার কোয়ালিটি গত মাস পর্যন্তও বেশ খারাপ ছিলো ফেসবুকের মত, কিন্তু হটাৎ করে এই মাস থেকে দেখছি বেশ চমৎকার অনুবাদ করছে। বুঝা যায়।


    ডিকশনারির জন্য ব্যবহার করি aratools.com এর সফটওয়ারটা। মূল কারন এতে ম্যকের ক্লায়েন্ট আছে।

    হুবহু এই ডিকশনারিটা অনলাইনে দেয়া আছে এখানে।
    https://habibur.com/word/

    মূল ডিকশনারিটা ওপেন সোর্স। এর লিংক দরকার হলে গুগুল করলে পাবেন।

    খুব আন-কমন ওয়ার্ডগুলো এই ডিকশনারিতে পাওয়া যায় না। তখন আরবী-আরবী ডিকশনারি ব্যবহার করতে হবে। তখন এটা ব্যবহার করি।
    https://almaany.com/

    #HabibArabic

    16-Feb-2017 12:27 pm

    16-Feb-2017 2:23 pm


    প্রসংগ : নাস্তিকদের সাথে তর্ক।


    "কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করেছেন যে,
    যখন আল্লাহ তায়ালার আয়াতের প্রতি অবিশ্বাস ও বিদ্রুপ শুনবে,
    তখন তোমরা তাদের সাথে বসবে না,
    যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে যায়।

    তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে।
    আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় একত্রিত করবেন।"

    সুরা নিসা - ১৪০

    ব্যসিক্যলি কেউ যদি ইসলামের কিছুকে গালি দিতে থাকে, বা দোষ ধরতে থাকে তবে তার সাথে তর্ক করে ইসলামকে ডিফেন্ড করার বদলে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।


    এর এক্সেপশন কি আছে। যেমন হাদিসে?

    আছে। যখন মুসলিম কবিদের বলা হয়েছিলো কাফের কবিদের জবাব দিতে। ডিটেলস হাদিসগুলো কোট করছি না, খুজে নিতে পারবেন।

    তবে আমি এটা দেখি এক্সপার্টদের তর্ক করার অনুমতি হিসাবে। আমাদের মত আম-লোকদের না।


    নাস্তিকদের সাথে তর্ক করতে গিয়ে নাস্তিক হয়ে গিয়েছে এরকম বহু উধাহরন আমি নিজে দেখেছি।

    দুটো উদাহরন দিচ্ছি :

    ৫/৭ বছর আগে আরব এক লোক নাস্তিকদের যুক্তি খন্ডন করে ইউটিউবে ভিডিও আপলোড করতো। এই রকম ২০-২৫ টা ভিডিও আপলোড করার পরে শেষ একটা ভিডিও দিয়ে সে ঘোষনা দেয় "...আমি নাস্তিক হয়ে গিয়েছি।"

    মালেয়শিয়ার এক মসজিদের ইমাম। reddit নামে একটা সাইটে নাস্তিকদের গ্রুপে গিয়ে তর্ক করতো। এর পর এক দিন সে ঘোষনা দেয় "আমি আমার বিশ্বাস হারিয়ে নাস্তিক হয়ে গিয়েছি। ইসলামের সব মিথ্যা মনে হচ্ছে। আমি এখন কি করবো?"

    তার সমস্যা আরো ছিলো। সে মসজিদের ইমাম এবং সে চাকরি ছাড়ার জন্য তৈরি ছিলো না।

    শেষে তাকে উপদেশ দেয়া হয়, তুমি তোমার কুফরির কথা লুকিয়ে রেখে ইমামতি করতে থাকো। মুক্তাদিদের নামাজের কি অবস্থা হবে, আল্লাহ জানেন।


    পশ্চিমা স্কলাররা এত "মডারেট" কেন জানেন?

    কারন তাদের ইসলামের প্রতিটা খুটিনাটি জিনিস কোনো অবিশ্বাসির কাছে ডিফেন্ড করতে হয়। যুক্তি দিয়ে বুঝাতে হয় এটাই ঠিক। কিন্তু আমরা যারা মুসলিম প্রধান দেশে থাকি তাদের এটা করতে হয় না।

    এই ডিফেন্স কিছু দূর পর্যন্ত করা যায়। কিন্তু এক সময় আটকিয়ে যেতে থাকে। প্রতিদিন ঘর থেক বাইরে পা দিয়ে যদি অন্যের কাছে নিজের দ্বিন ডিফেন্ড করতে হয় তবে একসময় এর প্রভাব পড়বে।

    "মাছির এক পাখাতে রোগ অন্য পাখাতে শিফা?"
    ডিফেন্ড করতে পারছি না?

    সমাধান: "এটা আল্লাহর কথা না, বরং তোমরা আল্লাহর কথা কোরআনে মনোযোগ দাও।"

    এভাবে "কুরআনিয়ান" আইডোলজির এর দিকে সে এক কদম বাড়লো।

    বা, "আইশা রা: ৯ বছর বয়সে রাসুলুল্লাহ ﷺ কে বিয়ে করেছিলেন?"

    ডিফেন্ড করতে পারছি না?
    সমাধান: হাদিস কম আর যুক্তি বেশি দিয়ে প্রমানের দিকে চলে গেলাম -- উনার বয়স তখন আসলে ১৬ ছিলো।

    এর উপর আছে ইসলামের স্লেইভারি, কিতাল, শাতিমের হুকুম এরকম আরো অনেক।


    এটা মনে রাখতে হবে:

    - কোনো নাস্তিকের কাছে আমার দ্বিনকে ডিফেন্ড করার সামর্থের উপর আখিরাতে আমার মুক্তি নির্ভর করে না। নির্ভর করে: ইসলাম মানা আর পালন করার উপর।

    - ইসলামের সব কিছু সবার কাছে ডিফেন্ডেব্যল হওয়া শর্ত না। এটা চেষ্টা করেছিলো গোড়া ইলমুল কালাম বা ফিলসফির চর্চাকারীরা ৬০০ হিজরির দিকে। আল্লাহ তায়ালা বাগদাদ শহর ধ্বংশ করে দিয়েছিলেন এর peak এ।

    - রাসুলুল্লাহ ﷺ এর দাওয়াতের পদ্ধতি যুক্তি তর্ক স্টাইলে ইনটিলেকচুয়াল ছিলো না। বরং ছিলো একই কথা বার বার রিপিট করে দাওয়া দিয়ে যাওয়া। যেটা সৈয়দ হাসান আলী নদভী উনার কিতাবে বর্ননা করেছেন।


    ইসলামের কিছু জিনিস আছে একেবারে অন্ধের মত বিশ্বাস করতে হয়।

    একই জিনিষ, বিশ্বাসিদের ঈমান এটা শুনার পর বাড়বে, আবার অবিশ্বাসিরা এটা শুনে নিশ্চিৎ হবে এটা মিথ্যা।

    আমি একটা উদাহরন দিতে চাচ্ছিলাম। কিন্তু মানুষ আবার ফিতনায় পড়ে যায় কিনা এই সব শুনে সে আশংকায় চুপ থাকলাম।

    কিন্তু নাস্তিকরা এগুলো জানে। এট লিষ্ট বাংগালি নাস্তিকরা না জানলেও বিদেশি নাস্তিকরা এটা জানে এবং আপনি তাদের সাথে তর্ক করতে গেলে এটা আপনার কাছে এক সময়ে প্রেজেন্ট করবে।

    নিজেকে প্রশ্ন:
    আমার ঈমান কি ঐ থ্রেসহোল্ডের উপরে যে সেটা শুনার পর আমার ঈমান আরো বাড়বে?
    নাকি এত নিচে যে সেটা শুনে আমারও ঈমান চলে যাবে?


    ১ নং পয়েন্টের আয়াতটা আবার পড়ে দেখেন। বলা হচ্ছে নাস্তিকদের সাথে থাকলে তোমরাও নাস্তিক হয়ে যাবে। এজন্য অনেক আলেম তাদের সাথে তর্ক করতে নিষেধ করে সেখান থেকে চলে যেতে বলেন। এটা ঠিক, তাদের জবাব দিতে হবে। কিন্তু সেটা এক্সপার্টদের উপর ছেড়ে দিন।

    And in any case, আমার ঈমান যেন এই সকল যুক্তির উপর নির্ভর না করে।


    "এইভাবে আল্লাহ [একই উক্তি দ্বারা]
    কাউকে বিপথগামী করেন,
    আবার কাউকে সৎ পথ দেখান।" --
    সুরা বাকারায় এই কথা আল্লাহ তায়ালা বলেছেন মাছির উদাহরন দেবার পর।
    সুরা মুদাসসিরে একই কথা বলেছেন জাহান্নামের ফিরিস্তাদের সংখ্যা বলার পর।

    তর্কে জিতাটা আমার জন্য শর্ত না।
    ইসলামের প্রতিটা পয়েন্টের পেছনের যুক্তি জানাও আমার জন্য শর্ত না।

    বরং সাহাবা কিরামদের মত আমরাও এই কথা বলি:

    "আমরা শুনলাম, আমরা মানলাম, আমাদের রব,
    আমরা আপনার কাছে ফিরে আসছি।"

  • সুরা বাকারা।
      Comments:
    • পশ্চিমে এটা আরম্ভ হয়েছে ৫ বছর আগে। এখন এই দেশে এর ধাক্কা পড়লো।

      ইন্টারেস্টিংলি এটা deflation এর লক্ষন। এবং deflation ছিলো প্রথম বিশ্বযুদ্ধের একটা কারন।

    • চ্যনেলের লিংক:
      https://www.youtube.com/channel/UCtnc9OC0h5-Gom_nnPdDLDQ
      https://www.youtube.com/channel/UCtnc9OC0h5-Gom_nnPdDLDQ

    16-Feb-2017 2:23 pm

  • 16-Feb-2017 10:32 pm


    "আকিমুস সালাত বলতে কি রাস্ট্রে সুসাশন প্রতিষ্ঠা করা বুঝায়?"
    "তাগুত বলতে কি বর্তমান সরকার এবং সরকারী লোকদের বুঝায়?"
    "বাশার বলতে কি রাসুলুল্লাহ ﷺ এর চেহারা শুধু মানুষের মত, কিন্তু উনি নূরের তৈরি বুঝায়?"
    "'কুল ইন্নি কারিব' বলতে কি আল্লাহ তায়ালা বুঝিয়েছেন উনি ফিজিক্যলি মানুষের কাছে?"
    "সুরা নজমে রাসুলুল্লাহ ﷺ এর আল্লাহকে দেখার কথা বলা হয়েছে নাকি জিব্রিল আ: কে?"

    16-Feb-2017 10:32 pm

    18-Feb-2017 6:42 am


    লাষ্ট পোষ্টে নাস্তিকদের সাথে তর্কে নিরুৎসাহিত করে যা লিখেছি সেটার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা সময় নিয়ে এবং কষ্ট করে সোয়াবের আশায় তাদের জবাব দিয়ে যাচ্ছেন।

    আপনাদের কাজে খুবই গুরুত্বপূর্ন। এবং সময় বলে দিবে ইনশাল্লাহ কত লোক আপনাদের জবাবগুলো জেনে নাস্তিকতার ধংশের ফাদ থেকে মুক্তি পেয়েছেন।

    বাংলায় এই ধরনের কাজের একটা বড় অভাব ছিলো। যেটা আরিফ আজাদ ভাই এবং আরো অনেক ভাই পূর্ন করছেন। যাদের সবাইকে আমি চিনি না।

    আমরা চাই বা না চাই নাস্তিকদের এই ভুল যুক্তিগুলো আমাদের ইয়ং জেনারেশনের কাছে পৌছছে। এবং তারা এর সঠিক উত্তরের খোজে ছিলো।

    এই শুন্যতা পূর্ন করা উম্মাহর জন্য জরুরী ছিলো।

    এই দায়িত্ব পূরনে আল্লাহ তায়ালা একটা গ্রুপকে নিযুক্ত করে দিয়েছেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটা শুধু আলেমদের দ্বারা সম্ভব ছিলো না, কারন এখানে বিজ্ঞানের অনেক বিষয় আছে যেগুলো বিজ্ঞান যারা পড়েছেন এবং এই লাইনে এক্সপার্ট তারা আরো সঠিক উত্তর দিতে পারবেন।

    আল্লাহ তায়ালা আপনাদের কাজের উত্তম প্রতিদান দান করুন।
    এবং আপনাদের অন্তর ঈমানকে আরো বাড়িয়ে দেন।

    আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা দ্বারা কেউ যদি আপনাদের কাজে ডিমটিভেটেড হয়ে থাকেন তার জন্য। আমার পোষ্টটা আরো স্পেসিফিক ভাবে লিখা উচিৎ ছিলো যে আমি সাধারন জনগনকে বুঝাচ্ছিলাম, যারা এই ব্যপারে জানে না।

    আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।

      Comments:
    • ব্যলেন্সটা জরুরী। এই পোষ্ট দিয়ে আমি আগের পোষ্টটাকে বেলেন্স করছি।
      ঐটা এডিট করলে জিনিসটা আবার এক দিক বা অন্য দিকে আন-ব্যলেন্সড হয়ে যাবে।

      প্লাস, মেসেজটা যায় লিখার টোন আর লিখার ফ্লো দিয়ে, যেটা ফুল রিরাইট ছাড়া পরিবর্তন সম্ভব না।

      আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।

    • কথ্য [মানে কথা বলার] আরবীতে বা ফাতহা অনেক ক্ষেত্রে বে, তে, থে এরকম উচ্চারন করা হয়।

      আমার প্রাইমারি স্কুল জীবনটা কেটেছে এক আরব দেশে এবং তখন আমরা এরকম পড়তাম, বলতাম। ইউটুবে ভেরিফাই করে নিতে পারবেন।

      কিন্তু কোরআন পড়ার সময় সবসময় বা ফাতহা বা উচ্চারন করা হয়। যেই ডায়ালেক্টের লোকই পড়ুক না কেন। হাই স্কুল উঠে যখন আমি কোরআন শিখা আরম্ভ করি তখন আমাকে এই জিনিসটা ঠিক করে নিতে হয়েছিলো।

      Sabrin Jahan

    • Corrected, জাজাকাল্লাহ।
    • ইসলামে কিছু লোক দাওয়াহ দেবে, কিছু লোক জিকির করবে, লোক লোক জিহাদ করবে, কিছু লোক ইলম চর্চা করবে, কিছু লোক বিজ্ঞান চর্চা করবে আবার কিছু লোক দার্শনিকদের কথার জবাব দেবে।

      এভাবেই সমাজ চলে।

    18-Feb-2017 6:42 am

    19-Feb-2017 8:58 pm


    দোয়া : মুসিবতে পড়লে।

    সরকারের জুলুম চলছে অনেক দিন। পরিচিত অনেকে ফাদে পড়ে জেলে।
    অর্থনীতিতে মন্দা চলছে অনেকদিন। চাকরি ছাড়া অনেকে কষ্টে।
    আইনের শাসন নেই অনেক দিন। জালেমের ভয়ে আতংকে রাত কাটাচ্ছে।

    সবার জন্য এই দোয়াটা।
    যাকে আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দেবে সে ইনশাল্লাহ ততটুকু পড়বে।


    হাদিস:
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
    যে দুঃখ বিপদে পড়বে সে এই দোয়া পড়লে আল্লাহ তায়ালা তার বিপদকে দূর করে দেবেন এবং সেটা উল্টিয়ে তাকে আনন্দিত করে দেবেন।

    সাহাবা কিরামগন জিজ্ঞাসা করলেন
    : আমরা কি এই দোয়া মুখস্ত করবো?

    উনি ﷺ জবাব দিলেন,
    : হ্যা, যে এটা শুনে তার উচিৎ দোয়াটা মুখস্ত করে নেয়া।

    দোয়াটা:

    اللِّهُمَّ إنِّي عَبْدُكَ ، ابْنُ عَبْدِكَ ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضِ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أنْزَلْتَهُ فِي كِتَاَبِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَ نُورَ صَدْرِي ، وَ جَلاءَ حُزْنِي ، وَ ذَهَابَ هَمِّي

    হে আল্লাহ!
    আমি আপনার গোলাম,
    আমার আব্বা আপনার গোলাম, আমি উনার সন্তান,
    আমার আম্মা আপনার গোলাম, আমি উনার সন্তান।

    আপনি আমার মাথার চুল ধরে আছেন,
    আপনার হুকুমেই আমার জীবন,
    আপনার বিচারই ন্যয় বিচার।

    আপনার কাছে চাইছি আপনার প্রতিটা নাম দিয়ে,
    যে নাম আপনি নিজে নিজেকে দিয়েছেন,
    যে নাম আপনি কিতাবে নাজিল করেছেন,
    যে নাম আপনার যে কোনো সৃষ্টিকে জানিয়েছেন,
    যে নাম আপনি একান্ত নিজের কাছে গায়বের ইলমে রেখেছেন।

    কুরআনকে আমার অন্তরের ঝর্না করেন,
    হৃদয়ের নূর করেন,
    আমার কষ্টকে সরিয়ে দেন,
    আমার দুঃখকে দূর করেন।।


    মসনদে আহমদ এবং আরো অনেক কিতাবে হাদিসটি এসেছে।
    আলবানীর মতে এটা সহি।

    আরবী বর্ননা এখানে,
    http://library.islamweb.net/hadith/display_hbook.php?hflag=1&bk_no=891&pid=327908

    ইংরেজি অনুবাদ,
    http://dailyhadith.abuaminaelias.com/2011/12/05/hadith-of-supplication-whoever-says-this-allah-will-replace-his-affliction-with-happiness/

    যারা আরবী পড়তে পারেন না, তারা উচ্চারন এখানে পাবেন,
    https://habibur.com/other/article/id.0fd084f9-2162-4f99-b08d-3d6b21e9cb94/

    #HabibDua

      Comments:
    • জানা নেই।
    • ctrl-c,v should do it. Otherwise use any of the links provided at the bottom.
    • try copying from the links provided at the bottom.

    19-Feb-2017 8:58 pm

    20-Feb-2017 10:24 am


    এখন কামরাঙ্গার মৌসুম যেহেতু। যারা জানেন না তাদের জন্য।

    নেটে সার্চ করলে আরো রেফারেন্স পাবেন।


    Core teaching of feminism.

    No offense intended :-)


    Turtles all the way down.


    Extreme hatred খারাপ জিনিস।

    যদি কারো মাঝে এটা দেখেন, তবে পেছনে কাহিনী আছে।


    Schools now a days.

    20-Feb-2017 10:24 am

    20-Feb-2017 2:11 pm


    এই সময়ের জন্য রেলিভেন্ট/
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-Feb-2017 2:11 pm

    20-Feb-2017 2:27 pm


    Metaphor/

    মধ্যপ্রাচ্য ফিরত ভাইটা বলছে,
    "না ভাই! মালিকই সবকিছু দেখে। আমাদের থাকার ব্যবস্থা, খাওয়া সব উনার উপর। আমরা কাজ করি বেতন পাই। এমনকি অসুস্থ হয়ে গেলেও মালিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা ঔষধ হাসপাতাল ফ্রি।"

    মনে পড়ে, আমার মালিকও আমার থাকার ব্যবস্থা করেছেন।
    আমাকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।

      Comments:
    • ছবিটা কালেকটেড।

    20-Feb-2017 2:27 pm

    20-Feb-2017 10:56 pm


    স্বপ্ন:
    দেখলাম আব্বু আমাদের বাসায় বসে আছে সাত দিন ধরে। অথচ আমরা উনাকে কবর দিয়ে এসেছি। লাশ যেমন আস্তে আস্ত ভাঙ্গা আরম্ভ করে সেরকম উনার চেহারা একটু ভাঙ্গা।

    আমি বলছি আব্বুকে না কবর দিয়ে এসেছি? তার পরও উনি এখানে কেন?

    বললাম, আব্বু আপনার কি লাগবে আমাকে আন্তরিক ভাবে বলেন। আমি ইনশাল্লাহ আপনাকে দেবো।

    উনি আমার সাথে বের হলেন। আংগুল তুলে দেখালেন, ঐ যে গির্জা দেখতে পারছো?

    বললাম কই? তার পর বললাম হ্যা ঐ খানে একটা গির্জা আছে।

    অব্বু বললেন, আমি কি করম মধ্যপন্থা ছিলাম।
    টাকা খরচের ব্যপারে বলছেন বুঝতে পারছি।

    এর পর বলবেন কি লাগবে। কিন্তু তার আগে আমার বুকে মাথা দিয়ে নিস্তেজ হয়ে পড়লেন। ঘুম ভেঙ্গে গেলো।

      Comments:
    • হ্যা।

    20-Feb-2017 10:56 pm

    20-Feb-2017 11:50 pm


    Russian ambassador to UN suddenly died today.

    Yesterday North Korean president's half brother died in Malysia after been injected with poisonous substance by two female agents.

    In other news, Tom Clancy's new novel should be ready by now.

    20-Feb-2017 11:50 pm

    21-Feb-2017 7:48 am



    গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
    প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা—
    কবিতা তোমায় আজ দিলাম ছুটি,
    ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
    পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥


    কবিতা আমি নিদারুন অপছন্দ করি। তার পরও পোষ্টটা আরম্ভ করলাম কবিতা দিয়ে। But my choice shouldn't matter. কারন ফুলও আমি অপছন্দ করি।

    By the way, ফুলকে যে অপছন্দ করে সে মানুষ খুন করতে পারে একটা কথা আছে না? Honest to God, আমি খুনি না। :-)

    তার মানে এই উক্তিটাও কবিদের বানোয়াট কথা। বাস্তবতায় যার ভিত্তি নেই। :-)


    : তিন দিন না খেয়ে থাকলে একজন ভিক্ষা করতে পারে। ঠিক?
    : হ্যা।
    : আচ্ছা, তিন দিন পরে ভিক্ষা করা তার জন্য কি জায়েজ? নাকি ওয়াজিব? মানে তিন দিন না খেয়ে থাকার পরও কেউ যদি আত্মমর্যাদার কারনে ভিক্ষা করতে অনিচ্ছুক হয়। এবং শেষে না খেয়ে মারা যায় তবে তার কি আত্মহত্যার গুনাহ হবে?
    : জানা নেই।

      Comments:
    • Right.

    21-Feb-2017 7:48 am

    21-Feb-2017 11:09 pm



    "যে-বই তোমায় দেখায় ভয়
    সেগুলো কোনো বই-ই নয়
    সে-বই তুমি পড়বে না।"

    হেফাজতের দাবির মুখে ছড়াটা কেন বাচ্চাদের পাঠ্য বই থেকে বাদ দেয়া হলো সেটা নিয়ে জাফর ইকবাল স্যারের প্রচন্ড ক্ষোভ। আন্দোলন প্রতিবাদ করেছেন এর জন্য।


    কিন্তু কোন বই মানুষকে ভয় দেখায়?

    হেফাজতের দাবি এখানে কোরআনের কথা বলা হয়েছে। যা কিনা আখিরাত আর জাহান্নামের ভয় মানুষকে দেখায়। ছড়াটার লিখক প্রচন্ড রকম ইসলাম বিদ্বেসি ছিলেন।

    তবে জাফর ইকবাল স্যার এবং উনার দলের মত ভিন্ন। Awkward জায়গায় চ্যলেঞ্জে পড়লে উনারা বলেন: এখানে ভুতের বইয়ের কথা বলা হয়েছে।

    ভালো কথা।


    কচি মনের এই সব শিশুদের ভুতের বই লিখে ভয় দেখানোর বিরুদ্ধে প্রতিবাদ করে এসে, শেষে স্যার একটা বই বের করলেন। সেই বাচ্চাদের জন্য।

    নাম দিলেন "ভুতের বাচ্চা সোলায়মান।"

    21-Feb-2017 11:09 pm

    22-Feb-2017 12:19 pm


    প্রসংগ : তর্ক

    যখন মানুষের বয়স থাকে ২০ থেকে ২৫ তখন মানুষ সত্যকে আবিষ্কার করতে থাকে। আইডোলজি চ্যলেঞ্জ করতে থাকে। তার দৃষ্টিতে মানুষ শুধু দুই রকম হতে পারে, হয় কোনো একজন হক পন্থি হিরো, নচেৎ সে মিথ্যা পন্থি ভিলেইন। মাঝে আর কিছু নেই।

    এর মাঝে কম্প্রোমাইজ মানে হলো সত্যতে ছাড় দেয়া। এই সময়ে মানুষ অনেক তর্কপ্রীয় হয়।

    এই তর্কের ইচ্ছাটা যত না তার বিশ্বাস থেকে আসে তার থেকে বেশি আসে তার সন্দেহ থেকে। "আমি জানি এটা ঠিক। কিন্তু আসলেই কি ঠিক?" একটা সন্দেহ আছে মনের গহিনে। সেই থেকে বাকি সব মতের বিরুদ্ধে তর্ক।

      Comments:
    • চিন্তার কিছু নেই, আমরা আমরাই... মানে, তারা তারাই।

    22-Feb-2017 12:19 pm

    22-Feb-2017 8:32 pm


    প্রসংগ : তর্ক

    বয়স যখন ১০:
    ভালো মন্দ বুঝতাম না। টিভিতে দুই জনের ফাইটিং চলা কালে বড় বোন বা বাপকে জিজ্ঞাসা করতাম "কোনটা ভালো আর কোনটা খারাপ?"। তারা বলে দেবার পর সাপোর্ট।

    বড় বোনও আমার থেকে বেশি বড় ছিলো না। তাই মাঝে মাঝে তর্ক হতো "না এই লোকটা ভালো না, ঐ লোকটাই ভালো।"


    বয়স ২০:
    একটা দল চয়েস করে নিয়েছি। দলের বড় ভাইয়েরা বলে দেন, কে ভালো আর কে মন্দ। তর্ক করি, কিন্তু যুক্তিও বড় ভাইরাই বলে দেন। আমি তাদের কথাই এবসোলুট ধরে নেই। বাকি সবাই পথভ্রষ্ট ও বিভ্রান্তকারী। কারন হক পন্থি শুধু আমাদের দলটাই।

    ফোরটি আপদের সাথে তর্ক করতে গেলে তারা বিরক্ত হতো। বলে "সেই দিনকার পোলা...."। এরা মনে হতো বুড়া ধামড়া। এরা যুক্তি তর্ক বুঝে না। কি একটা পেয়েছে সারা জীবন ঐটা নিয়ে আছে। তারা hopeless। বরং আমরা যুবকরাই হক খুজে পেয়েছি। কারন আমরা অনেক পড়তে পারি, চিন্তা করতে পারি।


    বয়স ৩০:
    হকের গন্ডি এখন অনেক বিস্তৃতি লাভ করেছে। একটা দল শুধু হক এখন আর তা মনে করি না।

    22-Feb-2017 8:32 pm

    23-Feb-2017 2:27 pm



    Uncanny valley বলে Robotics এ একটা জিনিস আছে।

    বৈজ্ঞানিকরা প্রথমে একটা রোবোট বানায়। বাক্সের মত।
    মানুষ এটা পছন্দ করে।

    এর পর এতে চাকা লাগায়, চোখের জায়গায় দুটো লাইট দেয়।
    মানুষ আরো বেশি পছন্দ করে।

    হাত পা দেয় মানুষের মত। মানুষের পছন্দ বাড়ে।

    আর্থাৎ রোবোটটা দেখতে যত বেশি মানুষের মত হয়, মানুষ সেটাকে তত বেশি পছন্দ করে।

    শেষ? না।

    এর পর তারা সেটাতে সিলিকন দিয়ে মানুষের চেহারা দেয়।
    এবং লক্ষ্য করে মানুষের পছন্দ বাড়ে নি বরং হটাৎ করে সেটাকে প্রচন্ড অপছন্দ করা আরম্ভ করেছে।

    কারন কি?
    কারন বের করে, যখন রোবোটটা খুব বেশি মানুষের মত দেখতে হয়ে যায়, তখন মানুষ রোবোটের কাছ থেকে হুবহু মানুষের মত কথা-আচরন আশা করে। এটা না পেলে তারা ভয় পেয়ে যায়।

    হুবহু মানুষের মত কথা-আচরন এটাতে দিতে পারলে, মানুষ আবার তাকে পছন্দ করা আরম্ভ করে। যেমন এক মানুষ অন্য মানুষকে পছন্দ করে।

    কিন্তু হুবহু মানুষের মত আচরন তো একটা রোবোট করতে পারবে না!?

    সেজন্য বৈজ্ঞানিকরা স্বিদ্ধান্ত নেয় রোবোট বানানোর সময় মানুষের আকৃতি দিতে হবে, কিন্তু একটা লিমিট পর্যন্ত। এর বেশি না।

    এর বেশি দিলে মানুষ একে অপছন্দ করা আরম্ভ করবে।


    : মসজিদে ফজরের পরে জিকির হয়। মাঝে মাঝে তাদের সাথে বসতে ইচ্ছে করে। কিন্তু আমার ইচ্ছে নেই তাদের দলে যোগ দেবার।

    : তাহলে বসো না।

    : কেন?

    : যখন তুমি তাদের সাথে কিছু বসা আরম্ভ করবে তারা তোমার কাছে দ্রুত পূর্ন আনুগত্য চাবে। সেটা যদি তুমি তাদের না দাও, তবে তারা তোমাকে প্রচন্ড অপছন্দ করবে।

    সব দলের সাথে সম্পর্ক ভালো রাখবে। প্রতিটা দলের থেকে তাদের ভালোটা নেবে। কিন্তু কোনো দলের এত কাছে যাবে না যে তুমি তাদের uncanny valley তে পড়ে যাও।

    বেশি কাছে গেলে তারা মনে করবে তুমি তাদের দলে, কিন্তু দলের পক্ষে কাজ করছো না। তারা তোমাকে ছুপা মনে করবে, ফিতনাবাজ!

    তুমি দেখতে পাবে, যেই লোক শুধু তাদেরকে সালাম দেয় আর মুসাহাফা করে, ভালো কথা বলে, ঐ লোকের সাথে তারা ভালো ব্যবহার করবে।

    কিন্তু তোমার সাথে তারা খারাপ ব্যবহার করবে।


    : ফেসবুকে অনেক দল। সব দলের কিছু কাজ ভালো কিছু কাজ খারাপ। ভালোগুলোর প্রসংসা করতে পারি?

    : করো কিন্তু এত বেশি না যে তুমি তাদের uncanny valley তে পড়ে যাও।

    : নিউট্রাল থাকতে বলছেন?

    : না। নিউট্রাল থাকবে না। পৃথিবীর অন্যান্য ধর্মের মাঝে তুমি থাকবে মুসলিমদের পক্ষে।

      Comments:
    • see "monkeysphere", which explains it.

    23-Feb-2017 2:27 pm

    23-Feb-2017 8:44 pm


    #পথহারা

    করুন বাশির সুরে আবেগ আছে। কিন্তু সে আবেগ তোমাকে আগুনের দিকে ডাকছে।

    গভীর রাতে কাবার ঈমামদের তিলওয়াত শুনেছো? তাদের কান্না?
    সেখানেও আবেগ আছে, কিন্তু সেই আবেগ হলো আগুন থেকে মুক্তির।

    তোমার রবের সাথে সাক্ষাৎ তুমি পছন্দ কর বা না কর তার সামনে দাড়াতেই হবে।

    বহু দিন অপেক্ষায় ছিলাম আমার রব, বহু রাত।

      Comments:
    • না। এটা বছর খানেক আগের স্টেটাস। Only me করে রেখেছিলাম।

      আর আগের প্রশ্নের জন্য জবাব (শুধু মাত্র গ্রামার পুলিশদের জন্য)
      আরবীতে present tense বলে কিছু নেই। শুধু past and future.
      সে হিসাবে কোনটা বলা ঠিক? "ছিলাম" নাকি "থাকবো"?

    • 👎

    23-Feb-2017 8:44 pm

    24-Feb-2017 3:52 pm


    ইসলাম vs কলোনাইজেশনের মাঝে ছোট্ট আরেকটা পার্থক্য:

    "পরিশেষে ঔপনিবেশিক এবং ইসলামের মধ্যে একটি চমৎকার পার্থক্য ফুটিয়ে তুললেন। ঔপনিবেশিকগণ যে দেশে গেছে সেই দেশের সব ধন-সম্পদ, খনিজ সম্পদ লুটে নিজেরা নিয়ে গেছে দেশকে ফকির বানিয়ে ছেড়েছে। অন্যদিকে ইসলাম যে দেশেই গেছে সে দেশের সম্পদের সৎ ব্যবহার করে সে দেশের মানুষের নিকটেই ফিরিয়ে দিয়েছে। ইতিহাসে এর বিন্দু মাত্র নজির নাই বিভিন্ন দেশের সম্পদ লুটে শুধু মদীনা, বাগদাদ বা দামেশকে জমা করা হয়েছে। যার চাক্ষুস সাক্ষী হয়ে থাকা আমি ভারত উপমহাদেশের মানুষ হিসেবে অনুভব করতে পারলাম।"

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • যে সেনারা যুদ্ধ করে, তাদের পরাজিত করে সেনাদের সব সম্পত্তি লুট করে নিজ সরকারের ফান্ডে জমা দেয়া যায়।

      কিন্তু এর পর বাকি সাধারন নাগরিকদের সাথে যুগ যুগ ধরে কি ব্যবহার করা হয় সেটা হলো প্রশ্ন।

    • কাদেরকে দুর্জন বলা যাবে সেটা আগে ঠিক করতে হবে।

    24-Feb-2017 3:52 pm

    25-Feb-2017 2:30 pm


    দয়ালু দয়াময় আল্লাহর নামে।

    কসম কিয়ামতের দিনের।
    কসম যে নিজেকে ধিক্কার দেয়, তার।

    মানুষ ধারনা করে কি,
    তার হাড়কে আবার জোড়া লাগাতে পারবো না?
    বরং তার আংগুল পর্যন্ত জোড়া লাগাতে পারবো।

    মানুষ সামনের দিনগুলোকে অস্বিকার করতে চায়,
    বলে: কিয়ামত কবে?

    যে দিন আলোর ছটায় চোখ অন্ধকার হবে,
    চাদ অন্ধকার হবে,
    সূর্য মিলে যাবে চাদের সাথে।
    মানুষ বলবে, কোথায় পলাবো?
    না! নিরাপত্তা কোথাও নেই।
    আশ্রয় শুধু আপনার রবের কাছে।

    মানুষকে জানানো হবে,
    কি সে আগে পাঠিয়েছে, কি রেখে এসেছে।
    মানুষের সাক্ষি সে নিজে নিজের।
    যদিও সে অজুহাত দেখাতে চায়।

    মনে রাখার জন্য ওহী দ্রুত মুখে আওড়াবেন না।
    আপনার অন্তরে গেথে দেয়া আর পড়ানোর দায়িত্ব আমার।
    তাই যখন আপনাকে পড়ে শোনানো হয় তখন আপনিও পড়ুন।
    এরপর বিস্তারিত বর্ননা আমার উপর।

    না! তোমরা যা এখনই পাও সেটা ভালোবাসো,
    আর আখিরাতকে ফেলে রাখো।
    অনেক মুখ সেদিন খুশিতে চমকাবে, তাদের রবকে দেখে।
    অনেকে মুখ সেদিন বিষন্ন হবে
    তাদের কোমড় ভেঙ্গে দেয়া হয় কিনা আশংকায়।

    না! প্রান যখন গলার কাছে পৌছে,
    মানুষ বলে, এবার কে তাকে সুস্থ করবে?
    সে বুঝে, এটা চলে যাবার সময়।
    পায়ে পায়ে বাড়ি খেতে থাকে।
    সে দিনের যাত্রা আপনার রবের দিকে।

    এ লোক বিশ্বাস করেনি, নামাজ পড়ে নি,
    মিথ্যা বলেছে, মুখ ঘুরিয়েছে,
    অতি নিশ্চিৎ হয়ে সংসারে ফিরেছে।
    আফসোস তার জন্য, আফসোস।
    আবারো, আফসোস তার জন্য, আফসোস।

    মানুষ কি ধারনা করে, তাকে ভুলে যাবে, তাকে ছেড়ে দিবে?
    সে কি এক বিন্দু মনি ছিলো না, যা বের হয়?
    এর পর জমাট রক্ত হয়।

    তাকে সৃষ্টি করা হয়, তাকে আকৃতি দেয়া হয়।
    এ থেকে জোড়া জোড়ায় ছেলে এবং মেয়ে সৃষ্টি করা হয়।

    এ থেকে কি বুঝা যায় না,
    উনি আবার মৃতকে জীবত করতে পারবেন!

    - সুরা কিয়ামাহ।

    #HabibQuran

    25-Feb-2017 2:30 pm

    25-Feb-2017 8:47 pm


    মদিনা শরিফের সাহাবাদের কবরস্থানের নাম হলো "বাকি"। প্রথম যখন সেখানে জিয়ারতে যাই তখন কবরের সাইডের পাথরের দেয়ালগুলো ভাঙ্গা নজরে পড়ে। কিন্তু ভাঙ্গাগুলো এত মসৃন ছিলো না যে হাজার বছর পুরানো, আবার এত রাফ ছিলো না যে কয়েক বছর পুরানো।

    পরে জেনেছি, এই কবরগুলোর উপর গম্বুজ ছিলো ১৯০০ সাল পর্যন্ত। এর পর সৌদি সরকার ক্ষমতায় এসে গম্বুজগুলো ভেঙ্গে সমান করে দেয়।

    এর পর একদিন একটা হাতে আকা স্কেচ দেখেছিলাম গোরস্থান ভাঙ্গার আগে দৃশ্যের।

    আজকে কয়েকটা ছবি পেলাম। ১৯২৬ সালের দিকে তোলা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ। তুরস্কে মুসলিমদের খিলাফা পরাজিত হয়েছে। খিলাফা শেষ হয়েছে। মুসলিম বিশ্ব রাষ্ট্রে রাষ্ট্রে ভাগ হয়েছে। সৌদি সরকার ক্ষমতায় এসেছে। তার ঠিক আগের ছবি।

    হিষ্টোরিক্যল ইন্টারেস্টের জন্য ছবি গুলো শেয়ার করলাম। পক্ষে বা বিপক্ষে আমার মত দেবার জন্য না।


    ১৩৪৪ হিজরির ছবি, বাকির কবরাস্থানের।


    পূর্বের ছবি। ও বর্তমানের ছবি।



    বাকির কবরস্থানের গম্বুজ ভাঙ্গার ঘটনার খবর। তৎকালিন সৌদি সংবাদপত্রে ছাপানো হয়েছিলো।


    বর্তমান দৃশ্য। এখনো এখানে কবর দেয়া হয়।

      Comments:
    • গম্বুজগুলো সাহাবা কিরামদের যুগে তৈরি হয় নি। পরবর্তি কোনো এক যুগে তৈরি করা হয়েছিলো। যেটা ১৯০০ শতাব্দির প্রথম দিক পর্যন্ত ছিলো। কখন তৈরি করা হয়েছিলো ধারনা নেই। Maksudul Hakim
    • পাইরেসি থাকবে। এর মাঝ থেকে যারা ব্যবসা করে তারা করে যায়।

      কিছু পাইরেসি ভালো কারন এডভারটাইজমেন্ট হয়। আর যারা এই সব পারইরেটেড কন্টেন্ট ব্যবহার করে তারা পয়সা দিয়ে কখনো কিনতো না। তাই এরা আপনার কোনো কাষ্টমার না।

      প্রোবাবেল কাষ্টমাররা যখন পয়সা দিয়ে না কিনে পাইরেসিতে যায় তখন এটা ক্ষতি।

    25-Feb-2017 8:47 pm

    26-Feb-2017 10:43 pm


    প্রসংগ : মূর্তি

    ধরে নেই আদি যুগের মিশর। বা অন্য কোনো সভ্যতা।

    রাজা দেশ চালায়। কিন্তু সে দাবি করে দেবতার হুকুমে সে দেশ চালায়।

    কিন্তু দেবতা কোথায়?

    পাদ্রিদের মাঝে একজন হলো চিফ পাদ্রী। তাদের দাবি, এই চীফ পাদ্রীর মুখ দিয়ে দেবতা কথা বলে। দেবতা আবার সব সময় কথা বলে না। প্রয়োজন হলে পাদ্রির উপর দেবতা ভর করে, এর পর কথা বলে।

    কথা বলার আগে জনগন পাদ্রির সামনে জড়ো হয়। রুকু সিজদা যা করার করতে থাকে। ঘন্টা বাজনা বাজাতে থাকে। পাদ্রির চোখ উল্টিয়ে যায়, মুখ উপরের দিকে উঠে যায়।

    এক সময় পাদ্রির এসিসটেন্ট দাবি করে, পাদ্রির উপর দেবতা ভর করেছে। পাদ্রি বলতে থাকে, "তোমরা এর পুজা কর", "ওর থেকে সাবধান", "সে বিশ্বাসঘাতক", "তাকে কতল করো", "ওদের সাথে যুদ্ধ করো", "তোমাদের উপর আশির্বাদ আছে", "সে দোষি, সে নির্দোষ" এরকম হরেক কিছু।


    তবে মুসলিম হিসাবে আমরা জানি এবং বিশ্বাস করি: পাদ্রির উপর তখন দেবতা না, শয়তান অবতির্ন হয়।

    এই ব্যপারে আরো বলা হয়েছে, শয়তান আর পাদ্রি তখন এক হয় যায়, শয়তান পাদ্রির জিহ্বার উপর অবতির্ন হয়, এবং অন্তরের উপর অবতির্ন হয়।


    বস্তুতঃ শয়তান সবসময় মানুষের উপর অবতির্ন হয়, তাও না। মাঝে মাঝে মূর্তিকে মাধ্যম ধরেও এই ঘটনা ঘটে। অন্য এক হাদিসে আছে প্রতিটা মূর্তির সংগে একটা শয়তান থাকে।

    জাহেলিয়াতের যুগে যে "লাত, উজ্জা, মানাত" এর পুজা করা হতো, এরাও ছিলো শয়তান। যারা মূর্তির সংগে থাকতো। মানুষ যে মূর্তিগুলোর পুজা করতো। শয়তান এই সব মূর্তির পেছনে থেকে মানুষদেরকে নির্দেশ দিতো।

    যারা রেফারেন্স চান তারা key words এর জন্য এই স্টেটাসটা দেখতে পারেন।
    https://www.facebook.com/md.sahalom.79/posts/1748583125380793


    এক হাদিসে আছে কিয়ামত আসবে না যতক্ষন না মানুষ আবার লাত উজ্জার পুজা অরম্ভ করে। মুসলিম শরিফের হাদিস।

    এটা শেষ যুগে হবে। ঈসা আ: এর মৃত্যুর পরে। সমস্ত মু'মিনগন যখন মারা যাবে তার পর।

    But the point is, লাত উজ্জা শেষ হয়ে যায় নি। আবার পূর্ন শক্তি নিয়ে আসবে।


    কিছু দিন আগে তাগুতের অর্থ পুরানো তফসিরের কিতাবে কি আছে সেটা খূজছিলাম। পেয়েছিলাম এর অর্থ সম্পর্কে মতভেদ আছে। তবে মতভেদ চারটা অর্থ নিয়ে: শয়তান, পাদ্রি, মূর্তি আর যাদুকর।

    আরো লিখা ছিলো শয়তান আর পাদ্রি এক হয়ে যেতে পারে। শয়তান পাদ্রির জিহ্বা অন্তরের উপর অবতির্ন হয়। মূর্তির কাছে সাহায্য চাওয়া, বিচার চাওয়া সব তাগুতের ডেফিনিশনে পড়ে।

    রেফারেন্স চাইলে এখানে আছে কিছু:
    https://www.facebook.com/photo.php?fbid=10153361286763176&set=a.10153361286463176.1073741840.552028175&type=3&theater


    : আচ্ছা, মূর্তির কাছে বিচার চাইলে কি সেটা তাগুত হবে?
    : মূর্তির কাছে কেউ বিচার চাচ্ছে না।
    : তাহলে?
    : এখন প্রথমে হাইকোর্টের চত্বরে মূর্তিটা বসানো হয়েছে মাত্র।

    26-Feb-2017 10:43 pm

    27-Feb-2017 4:39 am


    '১৩ উত্তর একটা দাবি ছিলো আওয়ামিলিগের নেতারা যেন মসজিদ মাদ্রাসার দখল নিয়ে নেন, এগুলোর সভাপতি এবং কমিটির সদস্য পদগুলো দখল করে।

    এটা বেশ অনেকটাই সাকসেসফুল। By hook or by crook. এখন এর aftermath:

    Copy pasted news _____
    শামীম ওসমান একটি ওয়াজ মাহফিলে ওয়াজ করেছেন। মাহফিল শেষে ১০ হাজার টাকা হাদিয়াও জুটেছে।

    শামীম ওসমান রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরার আয়াত বাংলায় তরজমা করে বক্তব্য রাখেন। কয়েক হাজার মুসুল্লী মাহফিলে শরীক ছিলেন।

    বক্তব্য শেষ করার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার শামীম ওসমানের হাতে ১০ হাজার টাকা হাদিয়া তুলে দেন।

    আব্দুল মতিন মাস্টার বলেন, ওয়াজ মাহফিলে বক্তাদের হাদিয়া দিতে হয়। পবিত্র কোরআন হাসিদের আলোকে বক্তব্য দেয়ায় শামীম ওসমানকে এ হাদিয়া দেয়া হয়েছে।

    27-Feb-2017 4:39 am

    27-Feb-2017 5:05 pm


    আজকে বাড্ডা কিতাব মেলায় গেলাম। "ঘর ডেকোরেশনের" প্রয়োজন ছাড়া আমি সাধারনতঃ বই কিনি না :-P । তবে এবার টার্গেট করে গিয়েছিলাম দুটো বই কিনবো বলে।

    ১। ফতোয়ায়ে আলমগিরি।
    ২। প্যরাডক্সিক্যল সাজিদ।

    মেলা খুজে পেতে একটু সমস্যা হলো। কারন মেইন রোড দিয়ে গলিতে ঢুকে আবার মসজিদের সাইড গলি নিতে হয় জায়গা মত।

    বইয়ের দোকানগুলো পাবার পর, প্রথম দোকানে জিজ্ঞাসা করলাম ফতোয়ায়ে আলমগিরি আছে কিনা? বললো আছে ১২ খন্ডে। ১২০০ টাকা। আমি রাজি। বই হাতে দেবার পর নিয়ে দেখি বাংলা অনুবাদ না, বরং এটা আরবী বই। :-)

    মনে মনে বললাম, "কোথায় এই ফুলের সুবাস, আর কোথায় আমরা"। ফিরত দিলাম।

    এনি ওয়ে। বুঝলাম এখানে হাই লেভেলের বই পত্র বিক্রি হয়। আমাদের মত আম পাবলিকের জন্য এই মার্কেট না।

    এর পর প্যরাডক্সিক্যলে সাজিদ কেনার জন্য পাশের "সাজিদ ইলেক্ট্রনিক্সে" ঢুকতে গিয়ে মনে হলো, থাক দরকার কি আরেকবার ডস খাবার? যদি সেখানেও না থাকে? :-P

    মিশন ফেইল। সেখান থেকে গেলাম বাইতুল মুকাররমে। ফতোয়ায়ে আলমগিরি তাজের ১০ খন্ডেরটা কিনার ইচ্ছে ছিলো। বললো সেটা নেই। ইসলামিক ফাউন্ডেশনেরটা আছে, ৬ খন্ডে।

    আমি খুশি। কিনে আনলাম আড়াই হাজার টাকা দিয়ে।

    আর প্যরাডক্সিকেল সাজিদের জন্য অনলাইনে অর্ডার দিতে হবে। এটা ছাড়া উপায় নেই। :-)

      Comments:
    • ইফাতে সবগুলো খন্ড একসাথে পাওয়া যায় না।
    • এটা ভালো খবর। তিলপাপাড়া আমাদের এখান থেকে ৫ মিনিটের হাটা। কিন্তু "ইসলামকে জানুন লাইব্রেরি" কোথায় সেটা হলো প্রশ্ন। চোখে পড়েছে বলে মনে পড়ে না।
    • ঢাকার পোলা হয়ে ঢাকার রাস্তা চিনতে যদি কুমিল্লায় ফোন করি তবে ইজ্জত থাকে না। এই জন্য করি নাই। :-P
    • দোকানটা পেয়েছি। অমি যে মসজিদে নামাজ পড়ি তার কাছে। কিন্তু দোকানটা বন্ধ ছিলো।
    • ভুইয়া মসজিদ।

    27-Feb-2017 5:05 pm

    27-Feb-2017 9:03 pm


    দোয়া - ১
    رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ❊
    رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ❊
    رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ ❊
    رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ ❊

    আমাদের রব!
    আপনি এই সৃষ্টি অনর্থক সৃষ্টি করেন নি!
    আপনি পবিত্র,
    আমাদেরকে আগুন থেকে বাচান।

    আমাদের রব!
    আপনি যাকে আগুনে ফেললেন তাকে অপমানিত করলেন,
    জালেমদের কোনো সাহায্য নেই।

    আমাদের রব!
    আমরা শুনেছি একজন ঈমানের দিক ডাকছে,
    "তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো!" -- আমরা ঈমান এনেছি।

    আমাদের রব!
    আমাদের গুনাহ মাফ করেন,
    আমাদের দোষ দূর করেন।
    নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করেন।

    আমাদের রব!
    আমাদের সেগুলো দেন,
    যেগুলোর ওয়াদা আপনার রসুলকে দিয়ে করেছেন।
    কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না।
    আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না।

    - সুরা আল ইমরান

    #HabibDua

    27-Feb-2017 9:03 pm

    28-Feb-2017 5:35 am


    দোয়া - ২
    رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ❊
    رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ❊

    রব! আপনার উপর নির্ভর করেছি,
    আপনার দিকে ফিরেছি,
    আপনার কাছে ফিরে আসা।

    রব! আমাদেরকে কাফেরদের ফিতনার কারনা করবেন না,
    মাফ করেন, রব!
    আপনি মহান, জ্ঞানি।

    - সুরা মুমতাহিনা।

    #HabibDua

    28-Feb-2017 5:35 am

    28-Feb-2017 11:52 am


    Food for conspiracy theorists out there.

    Russian diplomats are dying suddenly all over the world. 6 have died in the last few months. Two from gun shots, and four from heart attacks, looking strikingly similar.

    8 November 2016, US Election Day. Morning. New York.

    Russian diplomat Sergei Krivov, 63, was found lying unconscious on the floor of the Russian Consulate in New York with a head injury. Initial reports said Mr Krivov fell from the roof and had blunt force injuries, but Russian officials quickly changed their story and said he died from a heart attack.

    Three months later medical examiners are still unsure how he died.

    19 December 2016, Turkey

    Russia's Ambassador Andrei Karlov, 62, was assassinated at a photography exhibition in Ankara.

    Same day. Moscow, Russia.

    Petr Polshikov, 56, was found dead from gunshot wounds in his Moscow apartment.

    26 December 2016, Moscow, Boxing Day.

    Ex-KGB chief Oleg Erovinkin, 61, who helped compile a dossier on Mr Trump, was found dead in the back of his black Lexus car in Moscow

    Media reported he had almost certainly been murder, but was later claimed he had died of a heart attack.

    9 January 2017, Athens, Greece

    The Russian Consul, Andrei Malanin, 55, was found dead on the bathroom floor in his apartment by another member of embassy staff.

    Further investigations are ongoing.

    27 January 2017, India

    Russia's Ambassador Alexander Kadakin, 67, died after a “brief illness" media says. Reuters reports Mr Kadakin died from heart failure, but few further details are known.

    20 February 2017, New York

    Russia's Ambassador Vitaly Churkin died suddenly of suspected heart failure. A medical examiner suggested the need to carry out toxicology tests.

      Comments:
    • আমি এমেচার, এই লাইনে প্রফেশনাল না।

    28-Feb-2017 11:52 am

    28-Feb-2017 1:58 pm


    জামাতের সাথে।


    অন্য খবরে প্রকাশ, বাশের ব্যবহার বেড়ে যাওয়ায় রডের দাম বাজারে পড়ে গিয়েছে।


    অকাট্য যুক্তি. :-)


    মনে করেছিলাম নেভিতে জয়েন করার জন্য সাতার শিখবো।
    কিন্তু এটা পড়ে মনে হলো: বেশি জরুরী কি? :-P


    লক্ষ প্রানের বিনিময়ে ২১শে ফেব্রুয়ারি।

      Comments:
    • ... while their mother films, as in this video.

    28-Feb-2017 1:58 pm

    28-Feb-2017 2:53 pm


    Boston Dynamics' latest invention.
    Or maybe the predictions of a Skynet weren't all fiction. :-)

    https://www.youtube.com/watch?v=-7xvqQeoA8c

    28-Feb-2017 2:53 pm

    28-Feb-2017 7:09 pm


    আমাদের মাঝের উদিয়মান বুদ্ধিজিবিদের জ্ঞাতার্থে ইহা একটা public service announcement.


    প্রথম কথা: consumerism আর capitalism এক জিনিস না।

    consumerism: মানে বেশি বেশি খাবো, ভোগ করবো। এটা খারাপ জিনিস।

    capitalism: মানে আমার ব্যবসা করার আর প্রফিট করার পূর্ন স্বাধিনতা আছে। এটা ভালো জিনিস।

    আমি consumerist না, তবে আমি capitalist.

    প্রায় সব ক্ষেত্রে দেখি ছেলেপেলেরা consumerism কে গালি দিতে গিয়ে capitalism কে গালি দিয়ে বসে।

    capitalism এর বিপরিত হলো socialism বা communism. যার শিক্ষা হলো কেউ লাভ করতে পারবে না, বা ব্যবসা করতে পারবে না। কিন্তু সবাইকে পরিশ্রম করতে হবে। সরকার যার যা প্রয়োজন প্রত্যেককে শুধু ততটুকু খাবার-পানি দেবে।

    তাই capitalism কে গালাগালি করলে আমার মনে হয় সে communism এর পক্ষে বলছে। নিজের মাঝে ৮০র চেতনা জেগে উঠে, যখন communist দের শত্রু জ্ঞান করতাম। Blame it on my up bring. :-)


    দ্বিতীয়তঃ moderate আর secular এক জিনিস না।

    moderate: মধ্যপন্থি। ইসলামের মাঝে যে মধ্য রাস্তায় চলতে পছন্দ করে। এটা ভালো।

    secular: ধর্মনিরপেক্ষ। যারা বলে "ইসলাম কর ঘরের ভিতরে কর, বাহিরে না। কারন মনের ইসলামই হলো বড় ইসলাম।" এটা খারাপ।

    অধিকাংশ ক্ষেত্রে উদিয়মান বুদ্ধিজিবি ছেলেপেলেরা secular দের গালি দিতে গিয়ে moderate দের গালি দিয়ে বসে।

    moderate এর বিপরিতে এক প্রান্তে secularism অন্য প্রান্তে extremism.

    তবে মধ্যপন্থায় চলার উৎসাহ দিয়ে হাদিস আছে। এবং আমি extremist দের কাছে নিজেকে moderate বলে পরিচয় দেই। আবার secular দের কাছে নিজেকে extremist হিসাবে প্রেজেন্ট করি।

    কিন্তু কখনো নিজেকে secular বলি না।

    এখন কোন দাগটাকে মাঝখানের দাগ বলা যায় এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। এবং এ ক্ষেত্রে contrast effect বলে একটা bias ও আছে। কিন্তু moderate হওয়াকে বাই ডেফিনিশন খারাপ মনে করি না।


    : ভাই আমি সহজ সরল মানুষ, আল্লাহর ইবাদত করি। আমার কি এগুলো বুঝার দরকার আছে?
    : না, নেই।

    : তবে জানলে ভালো, ঠিক?
    : না, ভুল।

      Comments:
    • উদিয়মান বুদ্ধিজিবি কাউকে ট্যগ করিয়া লজ্জা দিতে চাই না। Mohammad Zahidul Alam
    • এদেরকে আমরা "মডার্ন" মুসলিম বলতাম। "মডারেট" মুসলিম না।
    • //কিছু দিন পর কারখানা বিক্রি বা বন্ধ করে// অর্থাৎ সিন্ডিকেট এত কম দামে মাল বিক্রি করছে যে অন্যরা প্রতোযোগিতায় টিকতে পারছে না। এটাকে বলে Open market, competitive market. এটা ভালো। আপত্তির কিছু দেখি না।

      "তারা এত কমে বিক্রি করে কিভাবে? যেটা আমরা পারি না" -- এটা কোনো যুক্তি না।
      Ashraful Alam

    • //মোডারেটরা কিন্তু সেকুলার দের কাছে মডার্ন হওয়ার জন্যই মোডারেট পরিচয় দেয়//

      আমার ধারনা সবাই নিজেকে মধ্যপন্থি পরিচয় দেয়। যে যেই পথ মতে থাকুক। ভুল হলে ঠিক করে দিবেন। Ashraful Alam

    • মিথ্যা বিজ্ঞাপন করা পাপ এটা জানি। কিন্তু রং চং বিজ্ঞাপন করা পাপ কিনা সেই প্রশ্ন রয়ে যায়।

      কারন আগেও হই হুল্লোর করে সওদাগর তার মাল বিক্রি করতো। এতে নিষেধাজ্ঞা আছে?

    • //মিথ্যা আর রঙচঙ্গে বিজ্ঞাপনের পার্থক্য কোথায়?//

      মিথ্যা: "চলে আসেন ভাই, এটা সর্ব রোগের মহৌষধ।"
      রং চং: "বিশেষ ঘোষনা!!!! সোলমেটের জুতা এখন বাজারে!!!! পিউর লেদার!!! চলে আসেন ভাই!!!!"

    • In case you use Jet or MS-SQL as backend DB, it probably won't run on anything besides Win. Right?
    • আপনার যুক্তিগুলো দুর্বল হয়ে এসেছে উস্তাদ। তাই আমি "খ্যেমা দিলাম" :-)
    • আপনার সাথে একদিন কড়া তর্ক যেতে হবে। টপিক সিলেক্ট করেন। সেদিন খ্যামা দিবো না ইনশাল্লাহ।
    • তর্ক করতে করতে এক্সপেরিয়েন্স বাড়বে। খ্যমা দিলে বাড়বে না। <-- Bro Advice.

      আমি খ্যমা দেই অন্য কারনে। :-)

    • The same is true for Jet DB, right?
    • So how do you store data on say Mac or iOS platforms, if you can't call native DB APIs?

    28-Feb-2017 7:09 pm