Post# 1487080140

14-Feb-2017 7:49 pm


সংক্ষেপে শেষ যুগের ঘটনাবলী।

খৃষ্টানদের কাছে যে কিতাব আছে সেখানে এত ডিটেলস করে শেষ যুগের ঘটনাবলীর বর্ননা নেই যত ডিটেলস ইসলামে আছে। তাদের বর্ননা সংক্ষিপ্ত, যেমন নিউজের টাইটেল যেরকম সংক্ষিপ্ত। এবং একটার সাথে আন্যটা মিলিয়ে বিকৃত।

ইহুদিদের কাছে আখিরুজ্জামানের কোনো বর্ননাই নেই। এমন কি কিয়ামত, জান্নাত-জাহান্নামের কথাও তারা তাদের কিতাব থেকে কোনো কারনে মুছে দিয়েছে, এবং এখন ভুলে গিয়েছে। তারা বর্তমান নিয়ে থাকে এবং সেটা নিয়েই তারা সন্তুষ্ট। তাদের কাছে আখিরাত বলে কিছু নেই।

আখিরুজ্জামান বা শেষ যুগের ঘটনাবলীর বর্ননা আল্লাহ তায়ালা হিফাজত করেছেন ইসলামের মাঝে।

আরো ডিটেলস জানার, বা রেফারেন্সের জন্য নেটে সার্চ দিন বা গুগুল করেন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • মৃত্যুের পরে কি হবে সেটা নিয়েও ইহুদিদের মাঝে ভিন্ন ভিন্ন মত আছে। তবে সর্বোচ্চ যেটা আমি পড়েছি সেটাতে হিসাবের দিন পর্যন্ত বিশ্বাস আছে শুধু। তার পরের কোনো কথা নেই। কারো কারো মতে একটা শুন্যতায় আত্মাগুলো ভাসতে থাকবে, এটাইপের কিছু।
  • দেখি নি।
  • এর অনেক ব্যখ্যা আছে, যেগুলো এই সংক্ষিপ্ত স্টেটাসে দেয়া সম্ভব হয় নি।
  • হিন্দের সর্বশেষ যে যুদ্ধের কথা হাদিসে পেয়েছি সেটা লিখেছি। এর আগের হিন্দের যুদ্ধগুলোর কথা লিখি নি কারন আমি আরম্ভ করেছি জেরুজালেম জয় থেকে।
  • Cheese তৈরি করে যদি বাজারে ছাড়তেন, তবে আপনাদের রেগুলার কাষ্টমার হয়ে যেতাম, ইনশাল্লাহ।
  • "আরব" দের কথা বলা হয়েছে।

14-Feb-2017 7:49 pm

Published
14-Feb-2017