এক লোক ঘরে ঢুকে দেখে স্ত্রী কান্না করছে।
: কারন কি?
জবাব দেয়,
: বাসার পাশের গাছের উপর যে চড়ুই পাখিগুলো বসে! সেগুলো হিজাব ছাড়া আমাকে দেখে ফেলেছে। আল্লাহর অবাধ্য হলাম কিনা ভয়ে কান্না করছি!
স্ত্রীর দুই চোখের মাঝে চুমু খায় তার পরহেজাগারিতা ও আল্লাহ ভীতি দেখে।
একটা কুড়াল এনে গাছটা কেটে ফেলে।
এক সপ্তাহ পর।
কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে।
দেখে তার স্ত্রী, তার আশেকের হাতের উপর ঘুমিয়ে!
লোকটা কিছু করে না। নিজের প্রয়োজনীয় জিনিস নেয়।
সবকিছু ছেড়ে শহর ছেড়ে পলায়।
দূরের এক শহরে পৌছে।
দেখে মানুষেরা সবাই রাজার প্রাসাদের কাছে জড়ো।
: কারন কি?
উত্তর দেয়,
: রাজার ভান্ডার চুরি হয়েছে!
এ সময়ে পাশে দেখে এক লোক পায়ের আংগুলের উপর ভর দিয়ে দিয়ে চলছে।
: উনি কে?
: উনি এই শহরের শায়েখ। পায়ের আংগুলের উপর ভর দিয়ে চলেন। কোনো পিপড়া মড়িয়ে দিয়ে আল্লাহর অবাধ্য হন কিনা, সেই ভয়ে!
লোকটা বলে,
: ওয়াল্লাহ! আমি চোরকে পেয়েছি। আমাকে রাজার কাছে নিয়ে চলো।
রাজাকে বলে,
: আপনার রাজ ভান্ডার চুরি করেছে শহরের শায়েখ। যদি না হয় তবে আমার কল্লা কেটে ফেলবেন।
রাজার প্রহরীরা শায়েখকে ধরে আনে।
জিজ্ঞাসাবাদের পর চুরির কথা স্বিকার করে।
রাজা জিজ্ঞাসা করে,
: কিভাবে বুঝেছিলে সে চোর?
জাবাব দেয়,
: যখন দেখবেন,
যে কেউ গুনাহ থেকে বাচার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করছে,
বা সোয়াবের কথায় অতিরিক্তি বাড়াবাড়ি বলছে,
তখন জেনে নিবেন, সে নিজের কোনো বড় পাপকে ঢাকছে।
______
গল্পটা সম্ভবতঃ আগে শায়েখ আতিকুল্লাহ ভাই একটা স্টেটাসে শেয়ার করেছিলেন।
তার পরও অনুবাদ করলাম কারন আমার উদ্যেশ্য ছিলো আরবী প্রেকটিস।
[ মূল ]
https://www.facebook.com/qsas.3br/posts/776035339210824
#HabibTranslation
- Comments:
- হ্যা।