দোয়া - ১
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ❊
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ❊
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ ❊
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ ❊
আমাদের রব!
আপনি এই সৃষ্টি অনর্থক সৃষ্টি করেন নি!
আপনি পবিত্র,
আমাদেরকে আগুন থেকে বাচান।
আমাদের রব!
আপনি যাকে আগুনে ফেললেন তাকে অপমানিত করলেন,
জালেমদের কোনো সাহায্য নেই।
আমাদের রব!
আমরা শুনেছি একজন ঈমানের দিক ডাকছে,
"তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো!"
-- আমরা ঈমান এনেছি।
আমাদের রব!
আমাদের গুনাহ মাফ করেন,
আমাদের দোষ দূর করেন।
নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করেন।
আমাদের রব!
আমাদের সেগুলো দেন,
যেগুলোর ওয়াদা আপনার রসুলকে দিয়ে করেছেন।
কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না।
আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
- সুরা আল ইমরান
#HabibDua