Post# 1486046761

2-Feb-2017 8:46 pm


প্রসংগ: "মুখস্ত করার বদলে কোরআন শরিফের অর্থ বুঝা বরং বেশি জরুরী"


"আপনি মুখস্তের উপর এত জোর দিচ্ছেন কেন? বরং এর অর্থ বুঝে জীবনে প্রতিষ্ঠা করাটা হলো বেশি জরুরী"

ঠিক। কিন্তু আপনি অর্থ বুঝবেন কিভাবে?

"কেন? প্রচুর বাংলা অনুবাদ আছে।"

রাইট। তবে পড়ে সব ভুলে গেলে হবে না, কথাগুলো মনে রাখতে হবে। এবং জীবনে যখন যেখানে আটকাবেন স্বরন করতে হবে "ঐ কথা কোরআনে আছে তাই আমি এই করবো।"

এবং স্বরন করাটাও আপনার ইমপারফেক্ট হবে যদি না ঐ কথাগুলো আপনার মুখস্ত করা থাকে। তাই বাংলাটা প্রায় মুখস্তের মত করে ফেলতে হবে বার বার পড়ে। এবং এরকম যারা করেন তাদের অনেককে বাংলা/ইংরেজি মুখস্ত বলতে শুনেছি।

কিন্তু মুখস্ত যখন করবেনই তখন বাংলা অনুবাদ কেন? সরাসরি আরবীটা মুখস্ত করা আরো সহজ, এবং অনেক বেশি উপকারি। প্লাস আরবী ভাষাটাও আপনার শিখা হয়ে যাবে, ইনশাল্লাহ।


"কিন্তু পড়তে গিয়ে যদি কেউ ভুল বুঝে তবে তো সে গোমরাহ হয়ে যাবে!"

অর্থ বুঝা, আর ব্যখ্যা করা -- দুটো দুই জিনিস। মুখস্ত করার সময় শুধু অর্থটার দিকে লক্ষ্য রাখবেন। এর ব্যখ্যা এখনই খুজার দরকার নেই। এটা পরে করতে পারবেন। এবং জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতের ব্যখ্যা পেয়ে যাবেন।

কিন্তু সবচেয়ে বড় উপকার হলো কোরআনের আয়াত যদি আপনার অন্তরে থাকে তবে ইনশাল্লাহ আপনাকে কারো উল্টো কথা শুনিয়ে গোমরাহ করা কঠিন হবে। "আমি কোরআনের এটা পড়েছি তাই আপনার কথা আমার কাছে পুরো সঠিক মনে হচ্ছে না। আরো জেনে নেই।"


"কিন্তু অন্য আলেমদের এই বিষয়ে মত কি? তারাও কি একই কথা বলেন?"

সবাই না। আমি যখন ছাত্র ছিলাম ৮০র দিকে তখন কিছু আলেমদের মত ছিলো সাধারন মানুষদের কোরআনের অনুবাদ পড়া অনুচিৎ কারন তারা গোমরাহ হয়ে যেতে পারে।

কিন্তু এখন এই বিশ্বাসটা বদলিয়েছে। এবং অনেকে এটার ব্যপারে উৎসাহ দেয়। বিশেষ করে তবলিগে এখন বুঝে পড়ার ব্যপারে উৎসাহ দেয়া হচ্ছে বলে জেনেছি।

"না বুঝে পড়লে কি গুনাহ হবে?"

দেওবন্দি এবং অন্যান্য অধিকাংশ আলেমদের মতে গুনাহ হবে না। বরং সোয়াব হবে। আল্লাহ তায়ালার নৈকট্য পাবেন। প্রতি অক্ষরে ১০ নেকি করে পাবেন।

আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে দেখেছি যে ছেলেরা প্রতিদিন না বুঝ শুধু আরবীটা রেগুলার তিলওয়াত করে, তাদের খুব কমই পথভ্রষ্ট হয়। আল্লাহ তায়ালা তাদের হিফাজত করেন।

আল্লাহ তায়ালা আমাদের সরল পথ চালান।

#MemorizeQuran
#হিফজ_টিপস

    Comments:
  • যারা ব্যংক থেকে সুদে টাকা ধার করে ব্যবসা চালায় তারা এটা বেশি করে। দুই মাস দেরিতে বেতন দিলে দুই মাসের সুদের টাকার বাচলো।

2-Feb-2017 8:46 pm

Published
2-Feb-2017