সফটওয়ার ডেভালেপমেন্ট আর মারকেটিং দুটো আলাদা কাজ আলাদা মেজাজ।
মারকেটিং করতে হলে:
by the way, মার্কেটীং এর পোলাপান ফেসবুকে হাই থটের স্টেটাস লিখে না। শুধু এচিভমেন্ট আর সাকসেস এর ছবি পোষ্ট করে। এটা নেচারেলি আসে, প্লেন করে না।
- খুব বেশি সেলফ কনসাশ হওয়া যাবে না: "মানুষ আমাকে কি মনে করলো?", "সে আমাকে বোকা ভাবছে কিনা?", "আমার কথা ঠিক মত বলছি কিনা?" এই সব চিন্তা যারা করে না।
- সোশিয়ালি ইন্টিলেক্ট হতে হবে, মেথমেটিক্যলি এর বদলে : পড়া লেখায় সে হয়তো ভালো না। কিন্তু পাড়া চষে বেড়ায় এরকম ছেলে।
- এক্টট্রোভার্ট হতে হবে, ইন্ট্রোভার্ট এর বদলে : যারা একা একা কাজ করার বদলে বাহিরে গিয়ে মানুষের সাথে আনন্দ করতে পছন্দ করে বেশি।
দুটোর পার্সোনেলিটি আলাদা। অধিকাংশ সফটওয়ার ডেভালাপার বাজে মার্কেটার। এ জন্য আমেরিকাতে দুই মেজাজের দুইজনকে নিয়ে একটা স্টার্টআপ আরম্ভ হয়। একজন খুব ভালো ডেভালেপার। অন্যজন খুব ভালো মার্কেটার।
- Comments:
- Right.
- None of these are lags.
You are good in one things and they are in another. - That's more like moving against the tide. It's possible, but not efficient. But has to be done when there aren't options.