Post# 1486014593

2-Feb-2017 11:49 am


সফটওয়ার ডেভালেপমেন্ট আর মারকেটিং দুটো আলাদা কাজ আলাদা মেজাজ।

মারকেটিং করতে হলে:

  • চামড়া মোটা হতে হবে: কেউ খারাপ কথা বললেও যারা গায়ে লাগায় না। ফেসবুকে গালি খেলে যদি আমার আতে লাগে তবে আমি খারাপ মার্কেটার।

    by the way, মার্কেটীং এর পোলাপান ফেসবুকে হাই থটের স্টেটাস লিখে না। শুধু এচিভমেন্ট আর সাকসেস এর ছবি পোষ্ট করে। এটা নেচারেলি আসে, প্লেন করে না।

    - খুব বেশি সেলফ কনসাশ হওয়া যাবে না: "মানুষ আমাকে কি মনে করলো?", "সে আমাকে বোকা ভাবছে কিনা?", "আমার কথা ঠিক মত বলছি কিনা?" এই সব চিন্তা যারা করে না।

    - সোশিয়ালি ইন্টিলেক্ট হতে হবে, মেথমেটিক্যলি এর বদলে : পড়া লেখায় সে হয়তো ভালো না। কিন্তু পাড়া চষে বেড়ায় এরকম ছেলে।

    - এক্টট্রোভার্ট হতে হবে, ইন্ট্রোভার্ট এর বদলে : যারা একা একা কাজ করার বদলে বাহিরে গিয়ে মানুষের সাথে আনন্দ করতে পছন্দ করে বেশি।

    দুটোর পার্সোনেলিটি আলাদা। অধিকাংশ সফটওয়ার ডেভালাপার বাজে মার্কেটার। এ জন্য আমেরিকাতে দুই মেজাজের দুইজনকে নিয়ে একটা স্টার্টআপ আরম্ভ হয়। একজন খুব ভালো ডেভালেপার। অন্যজন খুব ভালো মার্কেটার।

      Comments:
    • Right.
    • None of these are lags.
      You are good in one things and they are in another.
    • That's more like moving against the tide. It's possible, but not efficient. But has to be done when there aren't options.

    2-Feb-2017 11:49 am

  • Published
    2-Feb-2017