স্বপ্ন:
দেখলাম আব্বু আমাদের বাসায় বসে আছে সাত দিন ধরে। অথচ আমরা উনাকে কবর দিয়ে এসেছি। লাশ যেমন আস্তে আস্ত ভাঙ্গা আরম্ভ করে সেরকম উনার চেহারা একটু ভাঙ্গা।
আমি বলছি আব্বুকে না কবর দিয়ে এসেছি? তার পরও উনি এখানে কেন?
বললাম, আব্বু আপনার কি লাগবে আমাকে আন্তরিক ভাবে বলেন। আমি ইনশাল্লাহ আপনাকে দেবো।
উনি আমার সাথে বের হলেন। আংগুল তুলে দেখালেন, ঐ যে গির্জা দেখতে পারছো?
বললাম কই? তার পর বললাম হ্যা ঐ খানে একটা গির্জা আছে।
অব্বু বললেন, আমি কি করম মধ্যপন্থা ছিলাম।
টাকা খরচের ব্যপারে বলছেন বুঝতে পারছি।
এর পর বলবেন কি লাগবে। কিন্তু তার আগে আমার বুকে মাথা দিয়ে নিস্তেজ হয়ে পড়লেন। ঘুম ভেঙ্গে গেলো।
- Comments:
- হ্যা।