Post# 1486791050

11-Feb-2017 11:30 am


২০১৩ এর শিক্ষা:

চেতনাবাদী তারা যাদের অন্তর জুড়ে থাকে চেতনা। ইসলাম থাকে খুব সামান্য।

মুসলিম তারা যাদের অন্তরের পুরোটা জুড়ে ইসলাম থাকে। চেতনা থাকে খুব সামান্য।

কোনো চেতনাবাদী যদি এসে বলে "আমারাও ইসলাম", তবে তাকে বলতে হবে, "তোমাদের অন্তর ইসলাম শুন্য বলছি না। তবে অন্তর জুড়ে আছে চেতনা, ইসলামের জায়গা খুব কম।"

'১৩ এর আগে আমরা দুই পক্ষ মিলে মিশে থাকতাম। '১৩ দুটোকে আলাদা করে দিয়েছে।

এখন "তারা" বনাম "আমরা"। ঐক্যের কথা এখানে আনবে মুনাফিকরা।

আমরা যেভাবে ১ আল্লাহর সাক্ষ্য দেই, তারা সেই ভাবে ৩০ লক্ষের সাক্ষ্য দেয়।

আমরা যে পবিত্রতা দেখিয়ে মসজিদে যাই, তারা সেই পবিত্রতা দেখিয়ে শহিদ মিনারে যায়।

আমরা যত বেশি নাস্তিকদের ঘৃনা করি, তারা ঐ রকম রাজাকারদের ঘৃনা করে।

আমরা মৃত্যুর আগে "লা ইলাহা ইল্লাল্লাহ" বলে মরার ইচ্ছা রাখি।
তারা "জয় বাংলা" বলে মরার ইচ্ছার কথা বলে।

দুটো দুই ধর্ম। কিপ দেট ইন মাইন্ড।

এর পরও যারা ২১শে মেলায় গিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন তাদের পরিনতি ঐ ৯ ভাইয়ের মত হবে যারা আজ তিন দিন ধরে পুলিশ হেফাজতে।

11-Feb-2017 11:30 am

Published
11-Feb-2017