Post# 1487861056

23-Feb-2017 8:44 pm


#পথহারা

করুন বাশির সুরে আবেগ আছে। কিন্তু সে আবেগ তোমাকে আগুনের দিকে ডাকছে।

গভীর রাতে কাবার ঈমামদের তিলওয়াত শুনেছো? তাদের কান্না?
সেখানেও আবেগ আছে, কিন্তু সেই আবেগ হলো আগুন থেকে মুক্তির।

তোমার রবের সাথে সাক্ষাৎ তুমি পছন্দ কর বা না কর তার সামনে দাড়াতেই হবে।

বহু দিন অপেক্ষায় ছিলাম আমার রব, বহু রাত।

    Comments:
  • না। এটা বছর খানেক আগের স্টেটাস। Only me করে রেখেছিলাম।

    আর আগের প্রশ্নের জন্য জবাব (শুধু মাত্র গ্রামার পুলিশদের জন্য)
    আরবীতে present tense বলে কিছু নেই। শুধু past and future.
    সে হিসাবে কোনটা বলা ঠিক? "ছিলাম" নাকি "থাকবো"?

  • 👎

23-Feb-2017 8:44 pm

Published
23-Feb-2017