Post# 1486998560

13-Feb-2017 9:09 pm


প্রশ্নোত্তর:
যেগুলো কমেন্টে ইনবক্স/কমেন্টে প্রায়ই পাই।

"আপনার এই পোষ্ট পড়ে মানুষ ভুল বুঝতে পারে"

আমার পোষ্ট সবগুলোই আমার আত্মিয়-বন্ধুদের মাঝের কোনো না কোনো গ্রুপকে টার্গেট করে দেই। তারা ঠিক বুঝবে এরকম করে লিখে।

"এটা যে লিখলেন, এটা কি জায়েজ?"

কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে আপনাকে জেনে নিতে হবে।

"কিন্তু আমি জানি যে এই এই।"

হ্যা। (এটা মাজহার ভাইয়ের জবাব :-) )

"এই বিষয়ে নেটে এইখানে ফতোয়া আছে ____"

ভাই আমি হানাফি/দেওবন্দি/অধিকাংশের ফতোয়া অনুসরন করি ভাই। এই ফতোয়া যদি এই ক্রাইটেরিয়াতে না পড়ে তবে সেটা আমার অনুসরন করার কোনো কারন নেই।

তবে আপনাকে এই ফতোয়া অনুসরন করতে হবে, নয়তো ফতোয়া মার্কেটিয়ে পড়ে যাবেন। :-)

"আপনি দলিল দিলে সেটা গ্রহন করেন না কেন?"

বয়সের দোষে। আমার বয়স প্রায় ৫০।

তাই আপনি যে দলিলগুলো দিয়েছেন এগুলো আমার কাছে নতুন না। বহু বছর ধরে এগুলোর বহু ব্যখ্যা, বিপরিত ব্যখ্যা, জবাবের-পাল্টা-জবাব এসব পড়ে এসেছি।

নতুন কিছু পেলে শেয়ার করি। সেটাও বছরে একটা দুটোর বেশি পাই না। এবং এগুলো অনুবাদ করা হয় নি, এরকম বই পড়ে পাই।

ফেসবুকের কারো কমেন্ট থেকে এমন নতুন কিছু পাই না যেটা আগে শুনিনি, বা সেটা নিয়ে লম্বা আলোচনা-তর্ক আপনার আগের দুই তিন জেনারেশনের সাথে করে আসি নি।

"কিন্তু আগের জেনারেশন তো ভুল ছিলো।"

আপনার পরের জেনারেশনও আপনাকে ভুল বলবে।

"তাই বলে দলিল অগ্রাহ্য করবেন?"

ভাই বয়সের দোষ, এবং অন্য কোনো কাজ না পেয়ে, বহু সময় নষ্ট করে আমি শিয়াদের দলিল পড়েছি। নাস্তিকদের দলিল পড়েছি। কোরআনিয়ানদের দলিল পড়েছি। রাফেজিদের দলিল পড়েছি। কাদিয়ানিদের দলিল পড়েছি। রিযভি-বেরলভিদের দলিল পড়েছি। খাওয়ারিজদের দলিলও পড়েছি।

তাই শুধু দলিল থাকলেই যদি আমি ঐ দলিল অনুসরনে বাধ্য হতাম, তবে এদের কোনো এক গ্রুপের অনুসারী হয়ে যেতাম আল্লাহ না করুন।

আল্লাহ তায়ালা আমাকে রক্ষা করেছেন।

"না দলিল পেলেই যে অনুসরন করতে হবে তা বলছি না। আপনার বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে হবে।"

ওয়েল, সেটাই করছি।

কিন্তু আমি যেটাকে সঠিক হিসাবে বুঝেছি সেটা আপনাকে সন্তুষ্ট করতে পারছে না। তাই থেকে সমস্যা।

কিন্তু এটা আমার সমস্যা না, আপনার সমস্যা।

13-Feb-2017 9:09 pm

Published
13-Feb-2017