তোমরা যারা ফেসবুকে বিশাল তর্কবাগিশ, কিন্তু রিয়েল লাইফে একটা ঘুষিও মারতে পারো না, তাদের জন্য। :-P
Master Wong at your rescue.
https://www.youtube.com/watch?v=QW7wIwPgYfA
- Comments:
- সারা জীবনে যদি শুধু একটা ঘুষি মারার রেকর্ড থাকে -- তবে বুঝতে হবে জীবনের প্রায়োরিটি ভুল জায়গায় পড়ছে। এখন কোর্স কারেকশনের সময়। :-)
- //বাই দা ওয়ে JKD তে...// চিনতে পারি নাই উস্তাদ। মাফ কইরা দিয়েন।
বাই দা ওয়ে, আমার পোলাপাইনগুলোরে ফাইটিং শিখাতে হবে। এখন যেই স্টাইলে তারা ভাই-বোনেরা ফাইট করে সেটা খুব একটা এফিসিয়েন্ট না।
টেকনিকের কোনো প্রিফারেন্স আছে? আমি এই মুহুর্তে শুধু বক্সিংয়ের কথা চিন্তা করছি।
- আত্মিয়-স্বজনেরা আমাকে ফেসবুকে বয়কট করেছে। প্রথমে বলেছিলো "এই সমস্ত জিনিস লিখবে না।" আমি শুনি নি। এর পর সবাই একজোট হয়ে "তাহলে তার কোনো পোষ্টে আমরা লাইক দেবো না।"
এ জন্য গড়ের মাঠ। Ashraful Alam :-)
- আমি শিখানো আরম্ভ করি নি। এখনো পরিকল্পানা স্টেইজে বস। Ashraful Alam
- এটা উপর লিখতে হলে সেপারেট পোষ্ট দিতে হবে। তবে in the mean time নেটে খুজলে এর উপর অনেক লেকচার, লিখা পাবেন।
- "ছাত্রলীগের ভালো কাজগুলোর খবর আমরা রাখি না।" ~ মাজহার ভাই।
- "ছাত্রলীগকে সাধুবাদ জানালেন মাজহার ভাই"