Post# 1487641734

21-Feb-2017 7:48 am



গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা—
কবিতা তোমায় আজ দিলাম ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥


কবিতা আমি নিদারুন অপছন্দ করি। তার পরও পোষ্টটা আরম্ভ করলাম কবিতা দিয়ে। But my choice shouldn't matter. কারন ফুলও আমি অপছন্দ করি।

By the way, ফুলকে যে অপছন্দ করে সে মানুষ খুন করতে পারে একটা কথা আছে না? Honest to God, আমি খুনি না। :-)

তার মানে এই উক্তিটাও কবিদের বানোয়াট কথা। বাস্তবতায় যার ভিত্তি নেই। :-)


: তিন দিন না খেয়ে থাকলে একজন ভিক্ষা করতে পারে। ঠিক?
: হ্যা।
: আচ্ছা, তিন দিন পরে ভিক্ষা করা তার জন্য কি জায়েজ? নাকি ওয়াজিব? মানে তিন দিন না খেয়ে থাকার পরও কেউ যদি আত্মমর্যাদার কারনে ভিক্ষা করতে অনিচ্ছুক হয়। এবং শেষে না খেয়ে মারা যায় তবে তার কি আত্মহত্যার গুনাহ হবে?
: জানা নেই।

    Comments:
  • Right.

21-Feb-2017 7:48 am

Published
21-Feb-2017