Post# 1488034024

25-Feb-2017 8:47 pm


মদিনা শরিফের সাহাবাদের কবরস্থানের নাম হলো "বাকি"। প্রথম যখন সেখানে জিয়ারতে যাই তখন কবরের সাইডের পাথরের দেয়ালগুলো ভাঙ্গা নজরে পড়ে। কিন্তু ভাঙ্গাগুলো এত মসৃন ছিলো না যে হাজার বছর পুরানো, আবার এত রাফ ছিলো না যে কয়েক বছর পুরানো।

পরে জেনেছি, এই কবরগুলোর উপর গম্বুজ ছিলো ১৯০০ সাল পর্যন্ত। এর পর সৌদি সরকার ক্ষমতায় এসে গম্বুজগুলো ভেঙ্গে সমান করে দেয়।

এর পর একদিন একটা হাতে আকা স্কেচ দেখেছিলাম গোরস্থান ভাঙ্গার আগে দৃশ্যের।

আজকে কয়েকটা ছবি পেলাম। ১৯২৬ সালের দিকে তোলা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ। তুরস্কে মুসলিমদের খিলাফা পরাজিত হয়েছে। খিলাফা শেষ হয়েছে। মুসলিম বিশ্ব রাষ্ট্রে রাষ্ট্রে ভাগ হয়েছে। সৌদি সরকার ক্ষমতায় এসেছে। তার ঠিক আগের ছবি।

হিষ্টোরিক্যল ইন্টারেস্টের জন্য ছবি গুলো শেয়ার করলাম। পক্ষে বা বিপক্ষে আমার মত দেবার জন্য না।


১৩৪৪ হিজরির ছবি, বাকির কবরাস্থানের।


পূর্বের ছবি। ও বর্তমানের ছবি।



বাকির কবরস্থানের গম্বুজ ভাঙ্গার ঘটনার খবর। তৎকালিন সৌদি সংবাদপত্রে ছাপানো হয়েছিলো।


বর্তমান দৃশ্য। এখনো এখানে কবর দেয়া হয়।

    Comments:
  • গম্বুজগুলো সাহাবা কিরামদের যুগে তৈরি হয় নি। পরবর্তি কোনো এক যুগে তৈরি করা হয়েছিলো। যেটা ১৯০০ শতাব্দির প্রথম দিক পর্যন্ত ছিলো। কখন তৈরি করা হয়েছিলো ধারনা নেই। Maksudul Hakim
  • পাইরেসি থাকবে। এর মাঝ থেকে যারা ব্যবসা করে তারা করে যায়।

    কিছু পাইরেসি ভালো কারন এডভারটাইজমেন্ট হয়। আর যারা এই সব পারইরেটেড কন্টেন্ট ব্যবহার করে তারা পয়সা দিয়ে কখনো কিনতো না। তাই এরা আপনার কোনো কাষ্টমার না।

    প্রোবাবেল কাষ্টমাররা যখন পয়সা দিয়ে না কিনে পাইরেসিতে যায় তখন এটা ক্ষতি।

25-Feb-2017 8:47 pm

Published
25-Feb-2017