Post# 1488287375

28-Feb-2017 7:09 pm


আমাদের মাঝের উদিয়মান বুদ্ধিজিবিদের জ্ঞাতার্থে ইহা একটা public service announcement.


প্রথম কথা: consumerism আর capitalism এক জিনিস না।

consumerism: মানে বেশি বেশি খাবো, ভোগ করবো। এটা খারাপ জিনিস।

capitalism: মানে আমার ব্যবসা করার আর প্রফিট করার পূর্ন স্বাধিনতা আছে। এটা ভালো জিনিস।

আমি consumerist না, তবে আমি capitalist.

প্রায় সব ক্ষেত্রে দেখি ছেলেপেলেরা consumerism কে গালি দিতে গিয়ে capitalism কে গালি দিয়ে বসে।

capitalism এর বিপরিত হলো socialism বা communism. যার শিক্ষা হলো কেউ লাভ করতে পারবে না, বা ব্যবসা করতে পারবে না। কিন্তু সবাইকে পরিশ্রম করতে হবে। সরকার যার যা প্রয়োজন প্রত্যেককে শুধু ততটুকু খাবার-পানি দেবে।

তাই capitalism কে গালাগালি করলে আমার মনে হয় সে communism এর পক্ষে বলছে। নিজের মাঝে ৮০র চেতনা জেগে উঠে, যখন communist দের শত্রু জ্ঞান করতাম। Blame it on my up bring. :-)


দ্বিতীয়তঃ moderate আর secular এক জিনিস না।

moderate: মধ্যপন্থি। ইসলামের মাঝে যে মধ্য রাস্তায় চলতে পছন্দ করে। এটা ভালো।

secular: ধর্মনিরপেক্ষ। যারা বলে "ইসলাম কর ঘরের ভিতরে কর, বাহিরে না। কারন মনের ইসলামই হলো বড় ইসলাম।" এটা খারাপ।

অধিকাংশ ক্ষেত্রে উদিয়মান বুদ্ধিজিবি ছেলেপেলেরা secular দের গালি দিতে গিয়ে moderate দের গালি দিয়ে বসে।

moderate এর বিপরিতে এক প্রান্তে secularism অন্য প্রান্তে extremism.

তবে মধ্যপন্থায় চলার উৎসাহ দিয়ে হাদিস আছে। এবং আমি extremist দের কাছে নিজেকে moderate বলে পরিচয় দেই। আবার secular দের কাছে নিজেকে extremist হিসাবে প্রেজেন্ট করি।

কিন্তু কখনো নিজেকে secular বলি না।

এখন কোন দাগটাকে মাঝখানের দাগ বলা যায় এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। এবং এ ক্ষেত্রে contrast effect বলে একটা bias ও আছে। কিন্তু moderate হওয়াকে বাই ডেফিনিশন খারাপ মনে করি না।


: ভাই আমি সহজ সরল মানুষ, আল্লাহর ইবাদত করি। আমার কি এগুলো বুঝার দরকার আছে?
: না, নেই।

: তবে জানলে ভালো, ঠিক?
: না, ভুল।

    Comments:
  • উদিয়মান বুদ্ধিজিবি কাউকে ট্যগ করিয়া লজ্জা দিতে চাই না। Mohammad Zahidul Alam
  • এদেরকে আমরা "মডার্ন" মুসলিম বলতাম। "মডারেট" মুসলিম না।
  • //কিছু দিন পর কারখানা বিক্রি বা বন্ধ করে// অর্থাৎ সিন্ডিকেট এত কম দামে মাল বিক্রি করছে যে অন্যরা প্রতোযোগিতায় টিকতে পারছে না। এটাকে বলে Open market, competitive market. এটা ভালো। আপত্তির কিছু দেখি না।

    "তারা এত কমে বিক্রি করে কিভাবে? যেটা আমরা পারি না" -- এটা কোনো যুক্তি না।
    Ashraful Alam

  • //মোডারেটরা কিন্তু সেকুলার দের কাছে মডার্ন হওয়ার জন্যই মোডারেট পরিচয় দেয়//

    আমার ধারনা সবাই নিজেকে মধ্যপন্থি পরিচয় দেয়। যে যেই পথ মতে থাকুক। ভুল হলে ঠিক করে দিবেন। Ashraful Alam

  • মিথ্যা বিজ্ঞাপন করা পাপ এটা জানি। কিন্তু রং চং বিজ্ঞাপন করা পাপ কিনা সেই প্রশ্ন রয়ে যায়।

    কারন আগেও হই হুল্লোর করে সওদাগর তার মাল বিক্রি করতো। এতে নিষেধাজ্ঞা আছে?

  • //মিথ্যা আর রঙচঙ্গে বিজ্ঞাপনের পার্থক্য কোথায়?//

    মিথ্যা: "চলে আসেন ভাই, এটা সর্ব রোগের মহৌষধ।"
    রং চং: "বিশেষ ঘোষনা!!!! সোলমেটের জুতা এখন বাজারে!!!! পিউর লেদার!!! চলে আসেন ভাই!!!!"

  • In case you use Jet or MS-SQL as backend DB, it probably won't run on anything besides Win. Right?
  • আপনার যুক্তিগুলো দুর্বল হয়ে এসেছে উস্তাদ। তাই আমি "খ্যেমা দিলাম" :-)
  • আপনার সাথে একদিন কড়া তর্ক যেতে হবে। টপিক সিলেক্ট করেন। সেদিন খ্যামা দিবো না ইনশাল্লাহ।
  • তর্ক করতে করতে এক্সপেরিয়েন্স বাড়বে। খ্যমা দিলে বাড়বে না। <-- Bro Advice.

    আমি খ্যমা দেই অন্য কারনে। :-)

  • The same is true for Jet DB, right?
  • So how do you store data on say Mac or iOS platforms, if you can't call native DB APIs?

28-Feb-2017 7:09 pm

Published
28-Feb-2017