Post# 1487226422

16-Feb-2017 12:27 pm


প্রসংগ : আরবী পড়ে বুঝা

কিছু আরবী পারেন কিন্তু খুব ভালো না। কিভাবে বুঝবেন?


প্রথম হলো ফেসবুকের আরবী টেক্সটের নিচে "See Translation" একটা লিংক থাকে সেটা ক্লিক করে দেখা।

তবে অধিকাংশ ক্ষেত্রে এটার ট্রেন্সলেশনে বুঝার মত কিছু থাকে না। রেন্ডম ওয়ার্ডস মনে হয়।


এর থেকে ভালো ট্রেন্সলেশন পাবেন translate.google.com থেকে। আমি টেক্সটটা কপি-পেষ্ট করে ট্রেন্সলেট করি। এটার কোয়ালিটি গত মাস পর্যন্তও বেশ খারাপ ছিলো ফেসবুকের মত, কিন্তু হটাৎ করে এই মাস থেকে দেখছি বেশ চমৎকার অনুবাদ করছে। বুঝা যায়।


ডিকশনারির জন্য ব্যবহার করি aratools.com এর সফটওয়ারটা। মূল কারন এতে ম্যকের ক্লায়েন্ট আছে।

হুবহু এই ডিকশনারিটা অনলাইনে দেয়া আছে এখানে।
https://habibur.com/word/

মূল ডিকশনারিটা ওপেন সোর্স। এর লিংক দরকার হলে গুগুল করলে পাবেন।

খুব আন-কমন ওয়ার্ডগুলো এই ডিকশনারিতে পাওয়া যায় না। তখন আরবী-আরবী ডিকশনারি ব্যবহার করতে হবে। তখন এটা ব্যবহার করি।
https://almaany.com/

#HabibArabic

16-Feb-2017 12:27 pm

Published
16-Feb-2017