প্রসংগ : আরবী পড়ে বুঝা
কিছু আরবী পারেন কিন্তু খুব ভালো না। কিভাবে বুঝবেন?
১
প্রথম হলো ফেসবুকের আরবী টেক্সটের নিচে "See Translation" একটা লিংক থাকে সেটা ক্লিক করে দেখা।
তবে অধিকাংশ ক্ষেত্রে এটার ট্রেন্সলেশনে বুঝার মত কিছু থাকে না। রেন্ডম ওয়ার্ডস মনে হয়।
২
এর থেকে ভালো ট্রেন্সলেশন পাবেন translate.google.com থেকে। আমি টেক্সটটা কপি-পেষ্ট করে ট্রেন্সলেট করি। এটার কোয়ালিটি গত মাস পর্যন্তও বেশ খারাপ ছিলো ফেসবুকের মত, কিন্তু হটাৎ করে এই মাস থেকে দেখছি বেশ চমৎকার অনুবাদ করছে। বুঝা যায়।
৩
ডিকশনারির জন্য ব্যবহার করি aratools.com এর সফটওয়ারটা। মূল কারন এতে ম্যকের ক্লায়েন্ট আছে।
হুবহু এই ডিকশনারিটা অনলাইনে দেয়া আছে এখানে।
https://habibur.com/word/
মূল ডিকশনারিটা ওপেন সোর্স। এর লিংক দরকার হলে গুগুল করলে পাবেন।
খুব আন-কমন ওয়ার্ডগুলো এই ডিকশনারিতে পাওয়া যায় না। তখন আরবী-আরবী ডিকশনারি ব্যবহার করতে হবে। তখন এটা ব্যবহার করি।
https://almaany.com/
#HabibArabic