খবর পর্যালোচনা:
১। খবর: "নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেওয়ানবাগী পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।"
রিমাইন্ডার: সুরঞ্জিত দার পরে বিতর্ক আরম্ভ হয়েছিলো আমাদের প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে। Get ready?
২। ২১শে বই মেলা থেকে ৯ জন দাড়িওয়ালাকে ধরে পুলিশ হেফাজতে আজকে দুই দিন। ধারনা ছিলো ১৩ সালেই "তারা" বনাম "আমরা" ভাগটা আল্লাহ তায়ালা দেখিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন।
এর পর এখনো যারা পাল ছাড়া আছেন, এটা তাদের জন্য।
৩। আমেরিকাতে সরকার একটু ব্রেকে পড়েছে আদালতের কারনে। এর পরে কি সরকার-আদালত কনফ্রেন্টেশন দেখার সুযোগ হবে? :-)
৪। এত দিন পর্যন্ত আমেরিকার পলিটিক্সের একটা অংশ ছিলো সবাইকে শত্রু না করে কিছু শত্রুর সংগে বন্ধুত্ব করে শত্রুর ছাউনিতে ভাংগন ধরানো। প্লাস কিছুটা carrot & stick পলিসি।
এটা পলিটিশিয়ানরা বুঝে। না বুঝলে এডভাইজারদের কাছ থেকে শুনে নেয়।
কিন্তু ট্রাম্প বাবাজি বুঝেন না, শুনেনও না। এ জন্য ওবামার পলিসি ইরানকে বন্ধুত্বে এনে রাশিয়া-ইরান-চীন কোয়ালিশনে ভাঙ্গন ধরানো এখন উল্টে গিয়েছে।
বাবাজি এখন ইরানের সাথে শত্রুতা আরম্ভ করেছে, ইজরাইলের পক্ষ নিয়ে। এর উপর অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রির ফোন কথার মাঝখানে ধুম করে কেটে দিয়েছে।
এর পর কি? watching.
৫। আজকে বিশেষ দিন ছিলো এস্ট্রোনোমিক্যলি।
আজকে শুক্রবার
আজকে পূর্নিমা
অজকে চন্দ্রের উপগ্রহন
আজকে একটা ধুমকেতু পৃথিবীর কাছ দিয়ে যাচ্ছে।
তবে কাছ দিয়ে মানে চাদ-পৃথিবীর দূরত্বের ৩০ গুন দূর দিয়ে।