Post# 1486620657

9-Feb-2017 12:10 pm


আবারো রিমাইন্ডার: কেউ তালাক প্রদান করতে চাইলে শুধু মাত্র এক তালাক দিতে হবে। আর কোনো তালাক দিবে না। এবং এর তিন মাস পর বিয়ে ভেঙ্গে যাবে। মেয়ে অন্য জায়গায় বিয়ে করতে পারবে। এটাই নিয়ম।

এর বাইরে বাংলা ফিল্মের স্টাইলে "এক...দুই...তিন" গুনে তালাক দেয়া:
১। নিয়ম না
২। দরকার নেই
৩। দেয়া গুনাহ
৪। এই রকম করার পরে সবাই আফসোস করে ফতোয়া খুজতে মুফতিদের কাছে দৌড়াতে থাকে।
৫। এর পর "যা হবার হবে", "কোনো সাক্ষি নেই", "রাগের মাথায় দিলে...." এ রকম কিছু একটা বুঝ নিজেকে বুঝিয়ে নেয়।

জীবন একটাই। মুত্যুর সময় কালেমা নসিব না হবার কারনগুলোর মাঝে আলেমগন একটা বড় কারন লিখেছেন এই স্টাইলে তিন তালাক দেবার পরও স্ত্রীর সাথে সংসার করা।

এর উপর আগের লিখা:
https://www.facebook.com/habib.dhaka/posts/10153173361353176

আল্লাহ তায়ালা আমাদের জানা, বুঝা আর হকের উপর থাকার তৌফিক দিন।
আল্লাহ তায়ালা আমাদের এবং আমাদের সকল মুসলিম ভাই-বোনদের মাফ করুন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • এই খানে যে নিয়ম বলা আছে সেই মত চললে "হিল্লা কি?" সেই প্রশ্নটাও ইনশাল্লাহ আসবে না।

9-Feb-2017 12:10 pm

Published
9-Feb-2017