১
দু দিন আগে তালতলায় গেলাম পারফিউমেন্স আর সোলমেইট থেকে কিছু কিনার ইচ্ছায়। ভাইদের দোকান বাসার পাশে। কিন্তু কোনো দিন যাওয়া হয় নি।
পারফিউমেন্সে এর আগেও অনেকবার ঢু মারা চেষ্টা করেছিলাম। কিন্তু গিয়ে কেন যেন সবসময় দোকান খোলা কিন্তু কোনো সেলসম্যন নেই - এ অবস্থায় পেতাম। তবে এবার পেলাম চালু অবস্থায়।
খুবই ফ্রেন্ডলি সেলসম্যন তিন চারটা আতর দেখালেন। যদিও আমার কাছে সবগুলোর গন্ধ কাছা কাছি মনে হলো। তবে গন্ধের জাজমেন্টের জন্য আমি নির্ভরযোগ্য কেউ নই।
এর পর রেন্ডম একটা নাম ধরে কিনলাম এক শিশি। ১৯০ টাকায় ৮ মিলি।
কেনার সময় উদ্যশ্যে ছিলো কাউকে হাদিয়া দেয়া। তাই তোমরা যারা আমার আশে পাশে পীর আছো, আমাকে মুরিদ করতে চাইলে নক করতে পরো। :-)
২
এর পর সোলমেট খুজতে বেরুলাম। আতরজীর পাশের দোকানটাই। কিন্তু সেখানে ঐ সময়ে কোনো সেলসম্যন পাই নি। তবে দোকান খোলা ছিলো।
৩
কয়েক মাস আগে সরোবরে গিয়েছিলাম। এটাও খিলগাও। কয়েকটা জিনিস কিনেছিলাম দুইজন পীরকে হাদিয়া দেবার জন্য। তাই প্রোডাক্ট রিভিউ উনারা দিতে পারবেন। :-)
৪
পরে জানলাম "কাবাব ইন্ডাষ্ট্রি" রেষ্টুরেন্টটা আমাদের আরেক ভাইয়ের। সেখানে আমার খাওয়া হয় নি। একজনকে পাঠিয়েছিলাম, এসে বললো প্রচন্ড ভীড়।
তার পরও সাহস করে একদিন যাবার ইচ্ছে আছে।
ঘুরে আসার পর রিভিউ দেবো ইনশাল্লাহ। :-)
- Comments:
- ভালো কথা মনে করেছেন। পরের পোষ্টে এর উপর কভার করবো ইনশাল্লাহ।
- ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। :-)
- আপনাকে লিষ্টে আনা হলো। তবে এটা দিতে হবে দূরত্বের দিক থেকে সবচেয়ে নিকটবর্তি জনকে। :-)
- বাটার ৯ নম্বর দিয়ে আমি এখন চালই। তবে আপনার মনে হয় ১১ নম্বর লাগবে।
- অধিক পীর মানে আরো খুশির খবর।
- ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। :-)
- মানে আমার বাসা থেকে তার বাসার দূরত্ব। :-)
- (Y)
- "old" as in -- they have got a newer version?