Post# 1486313537

5-Feb-2017 10:52 pm



প্রথমে কুকুর রক্ষা আন্দোলন নিয়ে তর্ক।
পক্ষে বিপক্ষে অনেক মত।
তবে সবাই একমত -- কালো কুকুর মারার হুকুম আছে। এখানে বিতর্ক নেই।


"কালো বিড়াল যদি সামনে দিয়ে হেটে যায় তবে এর কি অর্থ?"
অর্থ বিড়ালটা রাস্তা পার হতে চাচ্ছে, এই।
এর বাইরে জাহেলিয়াতের যুগের কুসংস্কারে বিশ্বাস করবেন না।

কয়েকদিন আগে এটা ছিলো ভাইরাল পোষ্ট।


কালো বিড়ালের মৃত্যু!
তর্ক শেষ?
না শুরু: "খুশি হবো নাকি দুঃখিত?"

মত সমুহ:
"কারো মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে হয় না। তার পরিনতিতে সে চলে গিয়েছে।"
"শাহবাগীরা মৃত্যুর পরে দুটো ছাগল জবাই করে উৎসব করেছিলো। তখন?"
"তাকে দ্বিনের দাওয়াহ দিতে পারি নি বলে বরং দুঃখ করা দরকার।"
"আবু জেহেলের মৃত্যুর পরে রাসুলুল্লাহ ﷺ শুকরিয়া আদায় করেছিলেন।"
"হত্যার পরে বিজয়ের আনন্দ ছিলো ওগুলো। স্বাভাবিক মৃত্যুতে আনন্দের কোনো বর্ননা নেই।"
"বর্ননা আছে, কাফের মারলে জমি, গাছ, পশু সবাই শান্তি পায়।"


আমার মত?
কারো মৃত্যুতে ইসলাম ও মুসলিমদের যতটুকু উপকার, তার মৃত্যুতে ততটুকু আনন্দ।

এর বেশি করার দরকার নেই।
আমরা ভালো মানুষ :-P


শেষে একটা কৌতুক,

: তো...জানাযা কয়টায়?

- ভাবালেন মশায়! উনি তো সনাতনধর্মাবলম্বী ছিলেন।

: ও আচ্ছা। না মানে এত ধরনের মানুষের জানাযা হতে দেখেছি গত কয়েক বছর ধরে, যে ভুলেই গিয়েছিলাম জানাযা শুধু মুসলিমদেরই হয়।

- ভাবিয়ে তোলে

5-Feb-2017 10:52 pm

Published
5-Feb-2017