Post# 1486478258

7-Feb-2017 8:37 pm


কিসের উপর লিখবো কোনো টপিক নেই।
তাই এটা ফিলার।
    Comments:
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10153726814183176
  • united for peace বা এই ধরনের যে পেইজগুলো আছে, এগুলো আমার মনে হয় বিদেশি ফান্ডে চলছে। লিখকরা মুসলিম, কিন্তু টপিক আর ফান্ড আসছে পশ্চিমা দেশগুলো থেকে। তাদের কোনো প্রোজেক্টের আন্ডারে। আমি যতটুকু বুঝতে পারি।
  • http://www.benarnews.org/english/news/bengali/catholic-cardinal-10112016153721.html
  • বা একটিভিটি বেড়ে গিয়েছে বলে এখন পদ দেয়া হয়েছে।
  • মিশনারীদের নবীদের কাহিনীতে রাসুলুল্লাহ ﷺ এর কাহিনী থাকবে না। উনার আগের সব নবীদের থাকবে। এবং এরা কোরআন থেকে উদৃতি দেবে। বাইবেল থেকে না। এরকম আমি বহু দেখে এসেছি। সেই ৮০ থেকে।
  • বরাদ্দ বাড়িয়েছে কারন খৃষ্টানদের সংখ্যা অনেক বাড়ছে। রেজাল্ট আসছে তাই। খবরও তাই বলে।
  • তবে জমিয়তুল উলামার শান্তির ফতোয়া মিশনারীদের কাজ না। এটা পলিটিক্যল ইসলামিক কোনো দলের কাজ। তবে নিজেদের খরচে না। কোনো ফান্ড তারা পাচ্ছে। কে দিচ্ছে, কোন দেশ থেকে, আমাদের সরকার দিচ্ছে কিনা এর উপর কোনো ধারনা নেই।
  • দ্বীনি প্রতিষ্ঠান ৩০ বছর আগেও ছিলো না। কিন্তু এর পরও এত মানুষ ধর্মান্তরিত হয় নি যত মানুষ গত ৫-৭ বছরে হয়েছে।
  • মাসুদ সাহেবের ফতোয়ার জন্য ১ লক্ষ আলেম জাবাব দিবেন।
  • ভালো বুদ্ধি। :-) (Y)
  • সব কিছু মিলিয়ে ফিতনা। এখন যদি কেউ যুদ্ধে যায় সেও ফিতনায় পড়বে। কেউ যদি এই গুলো পড়ে সংগা পাল্টিয়ে ফেলে সেও ফিতনায় পড়বে।
  • সোনালী ব্যংকের অবস্থা বেশি খারাপ। আমার মনে হচ্ছে এটার চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। বা ব্যংকটা কোনো ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে। কলাপ্স করে কিনা এই আশংকায় আছি। গত ৭ বছরের যত করাপশনের নিউজ এসেছে, তার মূল উৎস ছিলো সোনালী ব্যংক।
  • এখানে লিখেছিলাম। মোহাম্মদ শামীম হোসেন
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154266436138176
  • সব শহরে সার্বক্ষনিক জিহাদ থাকবে, সেটাও না।
    যে হাদিসে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে বলা আছে, সেই হাদিসে ঐ মুজাহিদরা কোথায় থাকবে সেটাও বলে দেয়া আছে।

    মুসলিমরা আশে পাশে অনেক দিন কোনো কাফের না দেখলে মুসলিমদের এক দল অন্য দলকে কাফের ডেকে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করার একটা ট্রেন্ড চলে আসে। এটা ফিতনা।

  • বড় কোনো খবর নেই। তাই wait and see. ধর্য ধরে পর্যবেক্ষন করা।
  • গুগুল করেন।

7-Feb-2017 8:37 pm

Published
7-Feb-2017