Post# 1487696947

21-Feb-2017 11:09 pm



"যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোনো বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।"

হেফাজতের দাবির মুখে ছড়াটা কেন বাচ্চাদের পাঠ্য বই থেকে বাদ দেয়া হলো সেটা নিয়ে জাফর ইকবাল স্যারের প্রচন্ড ক্ষোভ। আন্দোলন প্রতিবাদ করেছেন এর জন্য।


কিন্তু কোন বই মানুষকে ভয় দেখায়?

হেফাজতের দাবি এখানে কোরআনের কথা বলা হয়েছে। যা কিনা আখিরাত আর জাহান্নামের ভয় মানুষকে দেখায়। ছড়াটার লিখক প্রচন্ড রকম ইসলাম বিদ্বেসি ছিলেন।

তবে জাফর ইকবাল স্যার এবং উনার দলের মত ভিন্ন। Awkward জায়গায় চ্যলেঞ্জে পড়লে উনারা বলেন: এখানে ভুতের বইয়ের কথা বলা হয়েছে।

ভালো কথা।


কচি মনের এই সব শিশুদের ভুতের বই লিখে ভয় দেখানোর বিরুদ্ধে প্রতিবাদ করে এসে, শেষে স্যার একটা বই বের করলেন। সেই বাচ্চাদের জন্য।

নাম দিলেন "ভুতের বাচ্চা সোলায়মান।"

21-Feb-2017 11:09 pm

Published
21-Feb-2017