Post# 1488011427

25-Feb-2017 2:30 pm


দয়ালু দয়াময় আল্লাহর নামে।

কসম কিয়ামতের দিনের।
কসম যে নিজেকে ধিক্কার দেয়, তার।

মানুষ ধারনা করে কি,
তার হাড়কে আবার জোড়া লাগাতে পারবো না?
বরং তার আংগুল পর্যন্ত জোড়া লাগাতে পারবো।

মানুষ সামনের দিনগুলোকে অস্বিকার করতে চায়,
বলে: কিয়ামত কবে?

যে দিন আলোর ছটায় চোখ অন্ধকার হবে,
চাদ অন্ধকার হবে,
সূর্য মিলে যাবে চাদের সাথে।
মানুষ বলবে, কোথায় পলাবো?
না! নিরাপত্তা কোথাও নেই।
আশ্রয় শুধু আপনার রবের কাছে।

মানুষকে জানানো হবে,
কি সে আগে পাঠিয়েছে, কি রেখে এসেছে।
মানুষের সাক্ষি সে নিজে নিজের।
যদিও সে অজুহাত দেখাতে চায়।

মনে রাখার জন্য ওহী দ্রুত মুখে আওড়াবেন না।
আপনার অন্তরে গেথে দেয়া আর পড়ানোর দায়িত্ব আমার।
তাই যখন আপনাকে পড়ে শোনানো হয় তখন আপনিও পড়ুন।
এরপর বিস্তারিত বর্ননা আমার উপর।

না! তোমরা যা এখনই পাও সেটা ভালোবাসো,
আর আখিরাতকে ফেলে রাখো।
অনেক মুখ সেদিন খুশিতে চমকাবে, তাদের রবকে দেখে।
অনেকে মুখ সেদিন বিষন্ন হবে
তাদের কোমড় ভেঙ্গে দেয়া হয় কিনা আশংকায়।

না! প্রান যখন গলার কাছে পৌছে,
মানুষ বলে, এবার কে তাকে সুস্থ করবে?
সে বুঝে, এটা চলে যাবার সময়।
পায়ে পায়ে বাড়ি খেতে থাকে।
সে দিনের যাত্রা আপনার রবের দিকে।

এ লোক বিশ্বাস করেনি, নামাজ পড়ে নি,
মিথ্যা বলেছে, মুখ ঘুরিয়েছে,
অতি নিশ্চিৎ হয়ে সংসারে ফিরেছে।
আফসোস তার জন্য, আফসোস।
আবারো, আফসোস তার জন্য, আফসোস।

মানুষ কি ধারনা করে, তাকে ভুলে যাবে, তাকে ছেড়ে দিবে?
সে কি এক বিন্দু মনি ছিলো না, যা বের হয়?
এর পর জমাট রক্ত হয়।

তাকে সৃষ্টি করা হয়, তাকে আকৃতি দেয়া হয়।
এ থেকে জোড়া জোড়ায় ছেলে এবং মেয়ে সৃষ্টি করা হয়।

এ থেকে কি বুঝা যায় না,
উনি আবার মৃতকে জীবত করতে পারবেন!

- সুরা কিয়ামাহ।

#HabibQuran

25-Feb-2017 2:30 pm

Published
25-Feb-2017