Post# 1485912676

1-Feb-2017 7:31 am


"ফেক্টস" আর "ব্যক্তিগত মত" এ দুটিকে পার্থক্য করার চেষ্টা করি।

"কতটুকু সহি করে পড়া শিখতে হবে কোরআন মুখস্ত করার জন্য" এই টপিকে আগের যে পোষ্টটা দিয়েছি সেখানে ফেক্ট গুলোর শুধু উল্লেখ করেছি। মত দেই নি।

যারা এই ব্যপারে আমার ব্যক্তিগত মত জানতে চাচ্ছেন, তাদের জন্য এই পোষ্ট। এইখানে দলিল নেই। দলিলের জন্য আগের পোষ্ট।

ব্যসিক্যলি আমি বলতে চাচ্ছিলাম,

  • কোরআন শরিফ সহি করা একটা লম্বা প্রোসেস।

    - এক মাদ্রাসা থেকে সহি করে শিখে আসার পরে অন্য মাদ্রাসায় বলছে সহি না -- এটা খুব কমন ঘটনা।

    - খুব বেশি সহি করার জন্য চেষ্টা করতে থাকাকে নিরুৎসাহিত করা হয়েছে হাদিসে। বরং যতটুকু সহি আছে সেটা ধরেই পড়ে যাবার ব্যপারে উৎসাহিত করা হয়েছে।

    - হাদিসে বলা আছে যাদের কমার্শিয়াল ইন্টারেষ্ট থাকবে তারা সহি করার জন্য আপ্রান চেষ্টা করে যাবে।

    - কিন্তু শুধু মাত্র আখিরাতের জন্য হলে যতটুকু আছে সেটাতে যদি মেজর ভুল না থাকে তবে পড়ে যাওয়া এবং মুখস্ত করার আমি পক্ষে।

    - একবার মুখস্ত করে ফেলার পরে, এর পর সময়ের সাথে সাথে সহি করার সুযোগ আছে।

    - এমন কি একদম যে কোরআন পড়তে পারে না, তারাও মুখস্ত করতে পারে উস্তাদ থেকে যেমন কিনা অন্ধ পিতার থেকে শিখছিলো তার সন্তানরা।

    - তাই সন্তানের পড়া একেবারে সহি হবার আগেও মুখস্ত করানো আরম্ভ করা যায়। উস্তাদ মুখে মুখে শিখাবে।

    এখানে অনেক বিতর্কিত ব্যক্তিগত মত আছে। তাই এটা সেপারেট পোষ্ট।

    #হিফজ_টিপস

      Comments:
    • জাজাকাল্লাহ। গুরুত্বপূর্ন।

    1-Feb-2017 7:31 am

  • Published
    1-Feb-2017