প্রশ্নোত্তর:
১
একটা প্রশ্ন ফ্রিকুয়েন্টলি পাই, ইনবক্সে বা কমেন্টে: "আপনার লিখা পড়ে মানুষ ভুল বুঝতে পারে।"
আমার প্রায় সব স্টেটাসগুলো লিখা হয় কোনো আত্মিয়, বন্ধুকে লক্ষ্য করে। তার উপকারের জন্য। গ্লোবার শেয়ার দেই যেন অন্য কেউ উপকার পেলে পায়।
তাই না বুঝলে বা ভুল বুঝলে, আমাকে এটা মুছতে না বলে বরং বেস্ট হলো স্কিপ করে যাওয়া।
২
দ্বিতীয় কমন প্রশ্ন, "এটা লিখলেন যে, এটা জায়েজ হবে কিনা জানেন?"
যে বিষয়গুলোতে এই প্রশ্ন করা হয় সেই বিষয়গুলোতে সাধারনতঃ স্পষ্ট এবং সর্বজনগ্রাহ্য কোনো ফতোয়া নেই। তাই যেই আলেমকে জিজ্ঞাসা করবেন, সে তার মন মত দলিল দিয়ে যেটাকে সে উত্তম ও নিরাপদ মনে করে সেটা উত্তর দেবে।
এ কারনে যে যেই দলের বা আলেমদের অনুসরন করেন, সে সেখান থেকে তার উত্তর জেনে নিয়ে সেইটা ফলো করবে -- এটাকে আমি ভালো মনে করি।
তবে তার পাওয়া উত্তর আমার উপর প্রযোজ্য হবে না। কারন হয়তো আমি ঐ দলের আদর্শে বিশ্বাসি না। বা ঐ আলেমের কথাকে ঐ বিষয়ে শেষ কথা হিসাবে বিশ্বাস করি না।
তবে যে ব্যক্তি ফতোয়াটা জিজ্ঞাসা করেছে তার জন্য এর বাইরে যাওয়ার স্কোপ নেই। কারন সেটা করলে ফতোয়া মার্কেটিং হয়ে যাবে।
এ জন্য আমি বলে দেই: "আপনি যেহেতু এটা জানেন সেহেতু আপনাকে এটা করতে হবে।"
তবে তার অর্থ এই না যে আমাকেও করতে হবে।
৩
তৃতীয়তঃ যে প্রশ্নটা পাই, "আপনি দলিল দিলে গ্রহন করেন না কেন?"
প্রথম কারন হলো আমি হানাফি/দেওবন্দি/অধিকাংশের মত অনুসরন করি। অর্থাৎ হানাফিদের মাঝে যদি দ্বিমত থাকে তখন দেওবন্দি মত অনুসরন করি। আবার দেওবন্দিদের মাঝে দ্বিমত থাকলে তাদের অধিকাংশের মত অনুসরন করি।
এ কারনে আমার কাছে সবচেয়ে গ্রহনযোগ্য দলিল হলো উনাদের মত। আর যে সব বিষয়ে উনাদের স্পষ্ট মত নেই, সে সব বিষয়ে কোরআন হাদিস থেকে নিজে পথ বের করার চেষ্টা করতে থাকি।
আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।