Post# 1486820561

11-Feb-2017 7:42 pm



ছোটকালে Lego ছিলো প্রিয় খেলনা। ১ হাজার পিসের একটা ক্যসেল সেট ছিলো যেটা দিয়ে বহু বছর খেলা চালিয়েছিলাম।

বড় হবার পরে একটা কিনবো বলে নেটে সার্চ দিয়ে দেখি এখন ব্লকগুলোতে সার্ভো মটর মাইক্রোকন্ট্রোলার লাগিয়ে প্রোগ্রামাবেল রোবোটিকস কিটের মত করে ফেলেছে। Lego Mindstorm NXT.

কয়েক বছর আগে একটা কেনার জন্য দোকান পর্যন্ত গিয়েছিলাম। কিনার আগে ভাবলাম আমার পোলাপানগুলো এটার দাম বুঝবে না। খেলনা মনে করে ভেঙ্গে চুরে শেষ করে ফেলবে।

এখানে আছে এর কিছু রোবোট
https://www.youtube.com/watch?v=85kI6oBSXHY


রুবিকস কিউব আমাদের দেশে জনপ্রীয় ৮০র দশক থেকে। তখনকার জনপ্রীয় টিভি শো "যদি কিছু মনে না করেন"-এ এটা নিয়ে একটা কম্পিটিশনের পরে আরো জনপ্রীয় হয়।

ঐ সময়ে এ দেশে মিলানোর জনপ্রীয় নিয়ম ছিলো layered method. প্রথমে নিচের দিক। এর পর মাঝের লেয়ার। শেষে সবচেয়ে উপরের লেয়ার। এতে আড়াই মিনিটের মত সময় লাগে। এবং অনেকগুলো টার্ন মুখস্ত করতে হয়।

আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় key hole method. এটাতে শুধু একটা টার্ন R+ T+ R- T-. বাকি সব হলো কোন এংগেল থেকে এই টার্নটা দিতে হবে তার উপর। এটার আরেক নাম 8355 method. নেটে এর উপর অনেক মেনুয়েল ভিডিও আছে। যদি কেউ ইন্টারেস্টেড হয়।

এছাড়া আছে corner first method. প্রথমে ৮ টা কোনা মিলিয়ে এর পর মাঝের ব্লকগুলো মিলাতে হয়।

এই তিনটা মেথড আমি পারি। মেথড আছে আরো অনেক।


এই দুই খেলনাকে এক করে Lego Mindstorms দিয়ে Rubik's cube solver বানিয়েছে আমেরিকাতে একজন। এখানে আছে সেটা in action.

https://www.youtube.com/watch?v=dreTvumjNyw

    Comments:
  • Fixed জাজাকাল্লাহ। "সর্বস্তরে ই-কার চালু কর" শিক্ষা থেকে যখনই আমি বিচ্যুত হয়েছি, তখনই ধরা খেয়েছি।
  • Layer method এ এই রকম সময় লাগে। অন্য সব মেথডে এর থেকে কম সময় লাগে।

11-Feb-2017 7:42 pm

Published
11-Feb-2017