Post# 1487929965

24-Feb-2017 3:52 pm


ইসলাম vs কলোনাইজেশনের মাঝে ছোট্ট আরেকটা পার্থক্য:

"পরিশেষে ঔপনিবেশিক এবং ইসলামের মধ্যে একটি চমৎকার পার্থক্য ফুটিয়ে তুললেন। ঔপনিবেশিকগণ যে দেশে গেছে সেই দেশের সব ধন-সম্পদ, খনিজ সম্পদ লুটে নিজেরা নিয়ে গেছে দেশকে ফকির বানিয়ে ছেড়েছে। অন্যদিকে ইসলাম যে দেশেই গেছে সে দেশের সম্পদের সৎ ব্যবহার করে সে দেশের মানুষের নিকটেই ফিরিয়ে দিয়েছে। ইতিহাসে এর বিন্দু মাত্র নজির নাই বিভিন্ন দেশের সম্পদ লুটে শুধু মদীনা, বাগদাদ বা দামেশকে জমা করা হয়েছে। যার চাক্ষুস সাক্ষী হয়ে থাকা আমি ভারত উপমহাদেশের মানুষ হিসেবে অনুভব করতে পারলাম।"

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • যে সেনারা যুদ্ধ করে, তাদের পরাজিত করে সেনাদের সব সম্পত্তি লুট করে নিজ সরকারের ফান্ডে জমা দেয়া যায়।

    কিন্তু এর পর বাকি সাধারন নাগরিকদের সাথে যুগ যুগ ধরে কি ব্যবহার করা হয় সেটা হলো প্রশ্ন।

  • কাদেরকে দুর্জন বলা যাবে সেটা আগে ঠিক করতে হবে।

24-Feb-2017 3:52 pm

Published
24-Feb-2017