প্রসংগ : "দলিল দেন"
১
সরাসরি হাদিস যদি আমি কোট করি, বা কোরআনের অনুবাদ, বা কোনো বইয়ের কপি-পেষ্ট তবে রেফারেন্স নম্বর দিয়ে বলে দেই কোন কিতাব থেকে নেয়া হয়েছে।
এর বাইরে নিজস্ব অভিমত, এনালাইসিস, বা সৃতি থেকে "এটা পড়েছি" টাইপের কিছু লিখলে রেফারেন্সটা দেই না।
আমি ধরে নেই, এটা সবাই অসংখ্য বার পড়েছে এবং দলিল অলরেডি জানে। অথবা সে দলিল খুজে নিতে পারবে যদি তার দরকার হয়।
২
এখন দলিল কি করে খুজবেন তার কিছু হিন্ট।
- মূল হলো গুগুল করা।
৩
এডভান্সড সার্চ।
যখন কিছু একটা রেফারেন্স আরবী কিতাবে আছে। যেমন কোনো দোয়া সার্চ করতে হবে। তখন আরবীতে এর একটা শব্দ google এ টাইপ করলেই বাকিটা চলে আসবে। আপনার খুজার কষ্ট বাংলা-ইংরেজির তুলনায় দশ ভাগের এক ভাগে চলে আসবে। আপনার ল্যপটপ বা মোবাইলে আরবী কিবোর্ড চালু করে নিতে হবে এর জন্য।
- Comments:
- কি বোর্ড বিল্ট ইন থাকে। Settings -> Keyboard -> Add Language -> Arabic. কিছু ইন্সটল করার দরকার নেই।
- এখন সার্চ দিয়ে খুজতে থাকেন। এর পর আর রেফারেন্স লাগবে না। সত্য মিথ্যা সব কথাই চলে আসবে। এবং নিজেই বের করে নিতে পারবেন কোন কথা কার কাছে কতটুকু ঠিক। মানে কোনো রেওয়ায়েত কতটুকু সহি। কোনটা কোন বই থেকে এসেছে -- এইসব।