প্রসংগ : তর্ক
১
বয়স যখন ১০:
ভালো মন্দ বুঝতাম না। টিভিতে দুই জনের ফাইটিং চলা কালে বড় বোন বা বাপকে জিজ্ঞাসা করতাম "কোনটা ভালো আর কোনটা খারাপ?"। তারা বলে দেবার পর সাপোর্ট।
বড় বোনও আমার থেকে বেশি বড় ছিলো না। তাই মাঝে মাঝে তর্ক হতো "না এই লোকটা ভালো না, ঐ লোকটাই ভালো।"
২
বয়স ২০:
একটা দল চয়েস করে নিয়েছি। দলের বড় ভাইয়েরা বলে দেন, কে ভালো আর কে মন্দ। তর্ক করি, কিন্তু যুক্তিও বড় ভাইরাই বলে দেন। আমি তাদের কথাই এবসোলুট ধরে নেই। বাকি সবাই পথভ্রষ্ট ও বিভ্রান্তকারী। কারন হক পন্থি শুধু আমাদের দলটাই।
ফোরটি আপদের সাথে তর্ক করতে গেলে তারা বিরক্ত হতো। বলে "সেই দিনকার পোলা...."। এরা মনে হতো বুড়া ধামড়া। এরা যুক্তি তর্ক বুঝে না। কি একটা পেয়েছে সারা জীবন ঐটা নিয়ে আছে। তারা hopeless। বরং আমরা যুবকরাই হক খুজে পেয়েছি। কারন আমরা অনেক পড়তে পারি, চিন্তা করতে পারি।
৩
বয়স ৩০:
হকের গন্ডি এখন অনেক বিস্তৃতি লাভ করেছে। একটা দল শুধু হক এখন আর তা মনে করি না।