আজকে বাড্ডা কিতাব মেলায় গেলাম। "ঘর ডেকোরেশনের" প্রয়োজন ছাড়া আমি সাধারনতঃ বই কিনি না :-P । তবে এবার টার্গেট করে গিয়েছিলাম দুটো বই কিনবো বলে।
১। ফতোয়ায়ে আলমগিরি।
২। প্যরাডক্সিক্যল সাজিদ।
মেলা খুজে পেতে একটু সমস্যা হলো। কারন মেইন রোড দিয়ে গলিতে ঢুকে আবার মসজিদের সাইড গলি নিতে হয় জায়গা মত।
বইয়ের দোকানগুলো পাবার পর, প্রথম দোকানে জিজ্ঞাসা করলাম ফতোয়ায়ে আলমগিরি আছে কিনা? বললো আছে ১২ খন্ডে। ১২০০ টাকা। আমি রাজি। বই হাতে দেবার পর নিয়ে দেখি বাংলা অনুবাদ না, বরং এটা আরবী বই। :-)
মনে মনে বললাম, "কোথায় এই ফুলের সুবাস, আর কোথায় আমরা"। ফিরত দিলাম।
এনি ওয়ে। বুঝলাম এখানে হাই লেভেলের বই পত্র বিক্রি হয়। আমাদের মত আম পাবলিকের জন্য এই মার্কেট না।
এর পর প্যরাডক্সিক্যলে সাজিদ কেনার জন্য পাশের "সাজিদ ইলেক্ট্রনিক্সে" ঢুকতে গিয়ে মনে হলো, থাক দরকার কি আরেকবার ডস খাবার? যদি সেখানেও না থাকে? :-P
মিশন ফেইল। সেখান থেকে গেলাম বাইতুল মুকাররমে। ফতোয়ায়ে আলমগিরি তাজের ১০ খন্ডেরটা কিনার ইচ্ছে ছিলো। বললো সেটা নেই। ইসলামিক ফাউন্ডেশনেরটা আছে, ৬ খন্ডে।
আমি খুশি। কিনে আনলাম আড়াই হাজার টাকা দিয়ে।
আর প্যরাডক্সিকেল সাজিদের জন্য অনলাইনে অর্ডার দিতে হবে। এটা ছাড়া উপায় নেই। :-)
- Comments:
- ইফাতে সবগুলো খন্ড একসাথে পাওয়া যায় না।
- এটা ভালো খবর। তিলপাপাড়া আমাদের এখান থেকে ৫ মিনিটের হাটা। কিন্তু "ইসলামকে জানুন লাইব্রেরি" কোথায় সেটা হলো প্রশ্ন। চোখে পড়েছে বলে মনে পড়ে না।
- ঢাকার পোলা হয়ে ঢাকার রাস্তা চিনতে যদি কুমিল্লায় ফোন করি তবে ইজ্জত থাকে না। এই জন্য করি নাই। :-P
- দোকানটা পেয়েছি। অমি যে মসজিদে নামাজ পড়ি তার কাছে। কিন্তু দোকানটা বন্ধ ছিলো।
- ভুইয়া মসজিদ।