প্রসংগ : তর্ক
১
যখন মানুষের বয়স থাকে ২০ থেকে ২৫ তখন মানুষ সত্যকে আবিষ্কার করতে থাকে। আইডোলজি চ্যলেঞ্জ করতে থাকে। তার দৃষ্টিতে মানুষ শুধু দুই রকম হতে পারে, হয় কোনো একজন হক পন্থি হিরো, নচেৎ সে মিথ্যা পন্থি ভিলেইন। মাঝে আর কিছু নেই।
এর মাঝে কম্প্রোমাইজ মানে হলো সত্যতে ছাড় দেয়া। এই সময়ে মানুষ অনেক তর্কপ্রীয় হয়।
এই তর্কের ইচ্ছাটা যত না তার বিশ্বাস থেকে আসে তার থেকে বেশি আসে তার সন্দেহ থেকে। "আমি জানি এটা ঠিক। কিন্তু আসলেই কি ঠিক?" একটা সন্দেহ আছে মনের গহিনে। সেই থেকে বাকি সব মতের বিরুদ্ধে তর্ক।
- Comments:
- চিন্তার কিছু নেই, আমরা আমরাই... মানে, তারা তারাই।