Post# 1486879003

12-Feb-2017 11:56 am


To পোলাপাইন these days:


তোমাদের যাদের Low blood pressure.

Low blood pressure কোনো রোগ না। আনন্দের বিষয়। তাই সবাইকে নিয়ে দাওয়াত দিয়ে ফুর্তি করতে হবে।

এত লো যে অজ্ঞান হয়ে যায়, তখন শুধু ডাক্তার দেখাতে হবে। অধিকাংশের এই রকম হয় না। তারা মেপে দেখে ৫০-১০০ তাতেই আপসেট।


তোমাদের যাদের Type 2 diabetes. [এ দেশে সবারই type 2]

এর সাইন্টিফিক চিকিৎসা হলো দুই মাস রোজা রাখতে হবে শুধু ইফতার করে। সলভড। পুরান ডাক্তাররা এই ট্রিটমেন্ট জানে না। তাই এর উপর তাদের ফতোয়া আমাকে শুনিয়ে লাভ নেই। ইন্টারনেট পড়ে আমরা এর থেকে ভালো ডাক্তারী পারি। :-P

"দলিল দেন" পার্টির জন্য লিংক:
https://well.blogs.nytimes.com/2016/04/18/hope-for-reversing-type-2-diabetes/

পাচ বছর আগে এই রকম একটা কন্ট্রোলড গ্রুপের চিকিৎসা করা হয়েছিলো যাদের ডাইবেটিকস সেরে গিয়েছিলো। এর পর কিছুদিন আগে মেইনস্ট্রিম মিডিয়াতে খবর এসেছে তাদের ডায়েবেটিকস আবার রিলাপস করে নি, মানে ফিরে আসে করে নি। এখনো সুস্থ।


যাদের গায়ে চর্বি জমে গিয়েছে।

বাপের এসি করা গাড়িটা দূরে সরিয়ে রেখে হেটে স্কুল কলেজে আসা-যাবার প্রেকটিশ করতে হবে।

টাকা খরচ করে ফাষ্ট ফুডে খেলাম।
এর পর আবার টাকা খরচ করে জিমে গেলাম সেটা হজম করতে।
এর পর আবার টাকা খরচ করে গাড়ি দিয়ে বাসায় ফিরে এলাম।
None of these makes sense.

হাটা হাটির সময় নেই?

ফেসবুক আর ইন্টারনেটে ব্যবহার অর্ধেকে নিয়ে অসলেই দেখবেন অফুরন্ত সময়।

    Comments:
  • ইস্টার্ন টাইম ওয়ালাদের স্বাস্থ আমাদের দেশের থেকে কম্পারেটিভলি ভালো থাকে। সেই দেশে রিকশা নেই বলে একটা ডিস্টেন্স পর্যন্ত তারা হেটে চলতে বাধ্য হয়।

    এক জ্ঞানি বলেছিলেন, "রিকশাই আমাদের খাইলো।" Sayed Tanzid

  • দেশে অবস্থা আরো খারাপ, ১০০ গজ সামনে যেতে হলেও রিকশা ডাক দেয়।
  • উবার ডাকলে কি ঢাকাতে আসলেই আসে? ট্রাই করি নি এখনো।

12-Feb-2017 11:56 am

Published
12-Feb-2017