Post# 1485962092

1-Feb-2017 9:14 pm


News:
আজকে শুধু পজিটিভ নিউজ লিখবো, ইনশাল্লাহ।

- ট্রাম্প আইন করেছে এখন থেকে প্রতিটা নতুন আইন করার আগে দুটো পুরানো আইন বাতিল করতে হবে। এটা একটা ভালো কাজ। নয়তো আইনের পাহাড় জমে যায় যেগুলো কেউ জানে না, মানে না। কিন্তু যে কাউকে চাইলে ঐগুলো দিয়ে শত্রুকে হেরেছ করতে পারে।

- ভারত খুব সুন্দর ভাবে নোটবাতিলের ধাক্কা সামলিয়ে উঠেছে। জনগন এত আন্তরিক ছিলো যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতো কোনো অভিযোগ ছাড়া। তাদের কষ্টের দৃশ্য কেউ ভিডিও করতে আসলে উল্টো বরং ভিডিওম্যনকে ধরে পিটাতো। এই ঐক্যটা পজিটিভ। তবে যদিও তাদের GDP ১% পড়ে গিয়েছে এই সময়ে। এবং সমস্যা এখনো ৫০% রয়ে গিয়েছে।

তবে এক চাই ওয়ালার হাতে ভারতের পতনের যে স্বপ্ন দেখছিলাম সেটা এখনো স্বপ্নই রয়ে গিয়েছে। বাস্তবায়িত হয় নি।

- জর্জ সারোস, আমেরিকার বিলিয়নিয়ার ফান্ড মেনেজার, বেট করেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকার শেয়ার মার্কেট কলাপ্স করবে। উল্টো হয়েছে। হু হু করে বেড়ে গিয়েছে কল্পনাতিত লেভেলে। ১ বিলিয়ন ডলার লস বেচারার।

#FitnaNews

    Comments:
  • "বিশ্বের শান্তি ও সমৃদ্ধির" জন্য পজিটিভ।
  • দেশের আমদানি রপ্তানির উপর ভিত্তি করে এটা হয়।
  • সরকার যদি জনগনকে খুব বেশি টাকা হটাৎ করে দিয়ে দেয়। তবে সবাই ঐ টাকা নিয়ে মাল কিনতে বাজারে ছুটে। তখন জিনিস পত্রের দাম বেড়ে যায়। এটা মুদ্রাস্ফিতি।
  • যত ইচ্ছা বানাতে পারে। যত বানাবে জিনিস পত্রের দাম তত বাড়বে।
  • I was one of those speculators. False hope. Didn't materialize.
  • কারেন্সি নিয়ে এটা হবার সম্ভাবনা কম। অন্য কোনো ইশুর উঠার জন্য এখন অপেক্ষা করতে হবে।
  • রিকোয়ারমেন্টে মেনশন না থাকলে বাই ডিফল্ট আমি হানাফি ধরে নেই।

1-Feb-2017 9:14 pm

Published
1-Feb-2017