Post# 1486395422

6-Feb-2017 9:37 pm


দয়ালু দয়াময় আল্লার নামে।

হে কাপড় ঢাকা!
দাড়িয়ে যান! সাবধান করেন।
আপনার রবকে বড় বলেন।
কাপড় পবিত্র করেন, ময়লা দূর করেন।
বেশি পাবার আশায় সাহায্য করবেন না।
আপনার রবের জন্য ধর্য্য ধরেন।

যখন শিংগায় ফু দিবে, সেই দিনটা কঠিন হবে।
কাফেরদের জন্য সহজ হবে না।

আমাকে ছেড়ে দিন তার জন্য -
যাকে সৃষ্টি করেছিলাম, একা।
তাকে সম্পদ দিয়েছি, অনেক।
তাকে সন্তান দিয়েছি, ঘিরে রাখার।
তার জন্য সহজ করেছি, জীবন যাপন।

এর পরও সে আরো চায়।
না! সে আমার আয়াতের কঠিন বিরোধি।
তাকে কঠিন শাস্তি দিতে যাচ্ছি।

সে চিন্তা করেছে, সে স্বিদ্ধান্ত নিয়েছে।
সে ধ্বংশ হোক, কি করে এমন স্বিদ্ধান্ত নেয়?
আবার,
সে ধ্বংশ হোক, কি করে এমন স্বিদ্ধান্ত নেয়?

সে তাকায়, ভ্রুকুটি করে, মুখ বাকা করে।
সে পিছে হটে, নিজেকে বড় বলে।

সে বলে,
এসব যাদু, পুরানো জিনিস।
এসব মানুষের কথা, এ ছাড়া আর কিছু না।

আমি তাকে "সাকার"-এ নিয়ে যাবো।
জানেন সাকার কি?
না এটা কিছু ছাড়ে, না কিছু বাকি রাখে।
এটা মানুষকে পুড়িয়ে দেয়।
এর উপর আছে উনিশ।

আগুনের পাহারায় রেখেছি ফিরিস্তাদের।
তাদের সংখ্যাকে করেছি কাফেরদের জন্য ফিতনা।
যেন কিতাবীদের বিশ্বাস পোক্ত হয়।
যেন ঈমানদারদের ঈমান বাড়ে।
কিতাবী বা ঈমানদারদের মনে কোনো সন্দেহ যেন না থাকে।

যাদের অন্তরে রোগ আর যারা কাফের,
তারা যেন বলে,
কি বুঝিয়েছিলেন আল্লাহ, এই কথা দিয়ে?

এভাবে আল্লাহ হেদায়েত দেন, যাকে চান।
পথভ্রষ্ট করেন, যাকে চান।
আল্লাহর বাহিনী নিয়ে আল্লাহ জানেন, আর কেউ না।
এটা মানুষকে আবার জানানোর জন্য।

বরং না! চাদের নামে!
যখন রাত শেষ হয়! যখন সকাল আলোকিত হয়!

এ এক বিশাল ঘটনা। মানুষের জন্য হুশিয়ারি!

যে চায় সে সামনে বাড়ুক।
যে চায় সে পিছে থাকুক।
প্রত্যেকের কামাই তার নিজের জন্য।

ডান দিকের দল ছাড়া।
জান্নাত থেকে তারা পাপীদেরকে জিজ্ঞাসা করবে,
কি তোমদের "সাকারে" নিলো?

তারা বলবে,
আমরা নামাজী ছিলাম না।
আমরা গরিবদের খাওয়াতাম না।
আমরা তর্ককারীদের সাথে তর্ক করতাম।
আমরা কিয়ামতের দিনকে মিথ্যা বলতাম।
আমাদের মৃত্যু পর্যন্ত।
সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না।

তাদের কি হলো?
তারা আমার জিকির থেকে মুখ ঘুরায়!
যেন ভীত গাধা, পালায় সিংহ থেকে।

বরং তারা প্রত্যেকে চায়, তাকেই একটা বই দেয়া হোক,
খুলে দিয়ে।

না! তারা আখিরাতে বিশ্বাস করে না।
না! মনে করিয়ে দেয়া দেবার জন্য।

যে চায় সে যেন জিকির করে।
জিকির তারা করতে পারব না, যদি না আল্লাহ চান।
উনি ভয়ের যোগ্য, উনি ক্ষমার যোগ্য।

- সুরা মুদাসসির।

#HabibQuran

6-Feb-2017 9:37 pm

Published
6-Feb-2017