প্রসংগ : মূর্তি
১
ধরে নেই আদি যুগের মিশর। বা অন্য কোনো সভ্যতা।
রাজা দেশ চালায়। কিন্তু সে দাবি করে দেবতার হুকুমে সে দেশ চালায়।
কিন্তু দেবতা কোথায়?
পাদ্রিদের মাঝে একজন হলো চিফ পাদ্রী। তাদের দাবি, এই চীফ পাদ্রীর মুখ দিয়ে দেবতা কথা বলে। দেবতা আবার সব সময় কথা বলে না। প্রয়োজন হলে পাদ্রির উপর দেবতা ভর করে, এর পর কথা বলে।
কথা বলার আগে জনগন পাদ্রির সামনে জড়ো হয়। রুকু সিজদা যা করার করতে থাকে। ঘন্টা বাজনা বাজাতে থাকে। পাদ্রির চোখ উল্টিয়ে যায়, মুখ উপরের দিকে উঠে যায়।
এক সময় পাদ্রির এসিসটেন্ট দাবি করে, পাদ্রির উপর দেবতা ভর করেছে। পাদ্রি বলতে থাকে, "তোমরা এর পুজা কর", "ওর থেকে সাবধান", "সে বিশ্বাসঘাতক", "তাকে কতল করো", "ওদের সাথে যুদ্ধ করো", "তোমাদের উপর আশির্বাদ আছে", "সে দোষি, সে নির্দোষ" এরকম হরেক কিছু।
২
তবে মুসলিম হিসাবে আমরা জানি এবং বিশ্বাস করি: পাদ্রির উপর তখন দেবতা না, শয়তান অবতির্ন হয়।
এই ব্যপারে আরো বলা হয়েছে, শয়তান আর পাদ্রি তখন এক হয় যায়, শয়তান পাদ্রির জিহ্বার উপর অবতির্ন হয়, এবং অন্তরের উপর অবতির্ন হয়।
৩
বস্তুতঃ শয়তান সবসময় মানুষের উপর অবতির্ন হয়, তাও না। মাঝে মাঝে মূর্তিকে মাধ্যম ধরেও এই ঘটনা ঘটে। অন্য এক হাদিসে আছে প্রতিটা মূর্তির সংগে একটা শয়তান থাকে।
জাহেলিয়াতের যুগে যে "লাত, উজ্জা, মানাত" এর পুজা করা হতো, এরাও ছিলো শয়তান। যারা মূর্তির সংগে থাকতো। মানুষ যে মূর্তিগুলোর পুজা করতো। শয়তান এই সব মূর্তির পেছনে থেকে মানুষদেরকে নির্দেশ দিতো।
যারা রেফারেন্স চান তারা key words এর জন্য এই স্টেটাসটা দেখতে পারেন।
https://www.facebook.com/md.sahalom.79/posts/1748583125380793
৪
এক হাদিসে আছে কিয়ামত আসবে না যতক্ষন না মানুষ আবার লাত উজ্জার পুজা অরম্ভ করে। মুসলিম শরিফের হাদিস।
এটা শেষ যুগে হবে। ঈসা আ: এর মৃত্যুর পরে। সমস্ত মু'মিনগন যখন মারা যাবে তার পর।
But the point is, লাত উজ্জা শেষ হয়ে যায় নি। আবার পূর্ন শক্তি নিয়ে আসবে।
৫
কিছু দিন আগে তাগুতের অর্থ পুরানো তফসিরের কিতাবে কি আছে সেটা খূজছিলাম। পেয়েছিলাম এর অর্থ সম্পর্কে মতভেদ আছে। তবে মতভেদ চারটা অর্থ নিয়ে: শয়তান, পাদ্রি, মূর্তি আর যাদুকর।
আরো লিখা ছিলো শয়তান আর পাদ্রি এক হয়ে যেতে পারে। শয়তান পাদ্রির জিহ্বা অন্তরের উপর অবতির্ন হয়। মূর্তির কাছে সাহায্য চাওয়া, বিচার চাওয়া সব তাগুতের ডেফিনিশনে পড়ে।
রেফারেন্স চাইলে এখানে আছে কিছু:
https://www.facebook.com/photo.php?fbid=10153361286763176&set=a.10153361286463176.1073741840.552028175&type=3&theater
৬
: আচ্ছা, মূর্তির কাছে বিচার চাইলে কি সেটা তাগুত হবে?
: মূর্তির কাছে কেউ বিচার চাচ্ছে না।
: তাহলে?
: এখন প্রথমে হাইকোর্টের চত্বরে মূর্তিটা বসানো হয়েছে মাত্র।