আমেরিকা গরম হয়ে উঠছে। এই মুহুর্তে ট্রাম্প মার খাচ্ছে চার দিক থেকে। কিন্তু এটা যদি "ফিতনা"-এর দিকে গড়ায় তবে দুই পক্ষই সমান শক্তিশালি হয়ে উঠবে।
Time should say.
১। ট্রাম্পের সিকিউরিটি এডভাইজার পদত্যগ করেছে।
২। সরকারের কেলেংকারির গোপন খবর বিদ্রোহিরা পত্রিকার কাছে ফাস করে দিচ্ছে। সরকার ঠেকাতে পারছে না। বা বের করতে পারছে না কে করছে।
৩। বলা হচ্ছে ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পর্কে আরো অনেক গভীর। ঐ এডভাইজর ছিলো এক কোনা মাত্র।
৪। আজকে ট্রাম্পের বিরুদ্ধে আরো তিনটা ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছে।
৫। যে পত্রিকাগুলোকে ট্রাম্প এতদিন গালাগালি করতো, তারা এখন এই ক্যলেংকারির খবর ছাপানোতে লিড দিয়ে উঠে দাড়িয়েছে।
- Comments:
- Trump's Tweet: "Information is being illegally given to the failing @nytimes & @washingtonpost by the intelligence community (NSA and FBI?). Just like Russia"
- একেবারে বাংগালি ঘরের চুলাচুলির মত অবস্থা। সবচেয়ে পাওয়ারফুল নেশনের প্রেসিডেন্ট থেকে ডাইরেক্টলি।
একে ঠান্ডা করার উপায় দেখছি না। The show is getting interesting.