Post# 1486282750

5-Feb-2017 2:19 pm



মসজিদে ইশার পর তালিম হয়। বসতে ইচ্ছে করে কিন্তু পারি না। তালিমে বসলে অন্যান্য সময়ের অন্যান্য কাজের সাথেও থাকতে হবে। নয়তো এটা হবে ঝামেলা সৃষ্টি করা।

এখানে সিলেকটেড "কিছু" করার সুযোগ নেই।
করলে সম্পূর্ন, নয়তো কিছু না।


মসজিদে ফজরের পর জিকির হয়। বসতে ইচ্ছে করে, কিন্তু পারি না। বসলে তাদের দলের পক্ষে থাকতে হবে। তাদের বন্ধুদের বন্ধু ভাবতে হবে, তাদের শত্রুদের শত্রু।

এখানে পছন্দনীয় কাজটা শুধু করার সুযোগ নেই।
করলে সম্পূর্ন, নয়তো কিছু না।


ফেসবুকে কোনো দলের ভালো কাজের প্রশংসা আর মন্দ কাজের নিন্দা করতে ইচ্ছে করে। কিন্তু উপায় নেই।

করলে কোনো এক দল সিলেক্ট করে তাদের সব কাজের প্রশংসা করতে হবে, সংগে তাদের বিরোধী দলের সব কাজের নিন্দা করতে হবে।

এখানে সিলেকশনের কোনো সুযোগ নেই।

হয় আমি কোনো দলের আদর্শে বিশ্বাসি এবং তাদের পক্ষে।
নয়তো আমি তাদের শত্রু।


ওস্তাদ বললো,
: মুনাফিকের জায়গা কোনো দিকেই নেই। যারা দুই দলের আছে, আবার কোনো দলেই নেই।"

: কিন্তু মুনাফিক বলতে তো জানতাম যারা কুফর আর ঈমানের মাঝে দোল খায় তারা!

: Time has changed. কুফর আর ঈমান এখন এখন দলের পক্ষে আর বিপক্ষ দিয়ে সংগায়িত হয়।"

: এটা কি ভালো হলো নাকি মন্দ?

: That doesn't matter. সময় সে দিকে যাবে মানুষ চাক বা না চাক। এত দল থাকবে না। তারা মত্র দুই দলে বিভক্ত হয়ে যাবে, এক দলে মুনাফি অন্য দলে মুসলিম।

: বর্তমানের কোন দল মুনাফিক? কোন দল মুসলিমদের?

: That you need to figure out over time.

: তার পূর্ব পর্যন্ত?

: Keep watching. But don't guess. লক্ষ লক্ষ মুসলিম পথ ভ্রষ্ট হয়েছে তাদের দলকে হক মনে করে।

5-Feb-2017 2:19 pm

Published
5-Feb-2017