Metaphor/
মধ্যপ্রাচ্য ফিরত ভাইটা বলছে,
"না ভাই! মালিকই সবকিছু দেখে। আমাদের থাকার ব্যবস্থা, খাওয়া সব উনার উপর। আমরা কাজ করি বেতন পাই। এমনকি অসুস্থ হয়ে গেলেও মালিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা ঔষধ হাসপাতাল ফ্রি।"
মনে পড়ে, আমার মালিকও আমার থাকার ব্যবস্থা করেছেন।
আমাকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।
- Comments:
- ছবিটা কালেকটেড।