Facebook Posts - July 2018

1-Jul-2018 8:57 am


চল্লিশ বছর আগে আমি ছিলাম স্কুলে।
এই ভদ্রলোক ছিলেন আংকেল বয়সি।

এখন আমি হয়ে গিয়েছি দাদা।
এই ভদ্রলোক এখনো সেই আংকেল বয়সি। :-)

Time flies. But not for everyone.

    Comments:
  • ৮০র দশকে "যদি কিছু মনে না করেন" নামে একটা ম্যগাজিন অনুষ্ঠান ছিলো। সেখান থেকে উনার যাত্রা শুধু। সেখানে উনি ছিলেন এক্সট্রা একটা রোল নিয়ে। উপস্থাপক না।

1-Jul-2018 8:57 am

2-Jul-2018 5:44 am


Tesla manufactured 7000 cars in 7 days.
It's almost 1 car per minute. (Y)

2-Jul-2018 5:44 am

2-Jul-2018 5:51 am


আজকে খবর :"যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত"

বিমান বাহিনীর ট্রেনিং প্লেইন ক্রাশ করার খবর নিয়মিত পত্রিকায় আসে। কিছুদিন আগের খবর ছিলো "কক্সবাজারের বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত", মুখো মুখি সংঘর্ষে।

2-Jul-2018 5:51 am

2-Jul-2018 7:01 am


বাজারে কারেন্টের তার বিক্রি করে তার নম্বর দিয়ে। কিন্তু আমাদের প্রয়োজন হয় এম্পেয়ারেজ দিয়ে।

এখানে বাজারে প্রচলিত তারের নম্বর আর তার এম্পেরেজ রেটিং।

উল্লেখ্যে ৭/২২ তারে - ২২ গ্যাজের ৭ টা তার থাকবে।

২২ গ্যাজ [gauge] বলতে বুঝায় ২২ টা তার পাশাপাশি ধরলে ১ ইঞ্চি হবে। তাই gauge যত বেশি তার তত চিকন।

এম্পেরেজ থেকে কত লোডে কি রকম তার লাগবে বের করা যায়।

2-Jul-2018 7:01 am

2-Jul-2018 6:06 pm


বহু ত্যগ তিতিক্ষার পরে অবশেষে পানির মটর দুটো অটোমেটিক করা গেলো।

5V relay module 250/= [techshopbd তে পাওয়া যায়]
2 float switches 700/= [নবাবপুর পাওয়া যায়]
5V adapter 100/= [মোবাইলের চার্জার কেটে]
Wire, connector and boxes.

#HabibAutomation

2-Jul-2018 6:06 pm

3-Jul-2018 1:48 pm


রিমান্ডে মৃত্যু।

মনে করেছিলাম যাকে টর্চার করে মেরে ফেলেছি সে শেষ। এই কেইস ক্লোজড।

হাশরের ময়দানে সে কি করে যেন আবার জীবিত হয়ে উঠলো। আমি তার থেকে পলাতে চাচ্ছি। তার চোখের দিকে তাকানোর সাহস এখন নেই।

যদি সে আমার টর্চারের কথা ফাস করে দেয়!!!

3-Jul-2018 1:48 pm

5-Jul-2018 1:11 am


সমস্যা : একটা arduino দিয়ে ২০-৩০ পিস 5V relay কন্ট্রোল করা যাবে না। রিলে অন থাকলে রিলেগুলো অনেক কারেন্ট টানে। আরডুইনো বোর্ডের পিনগুলো এত কারেন্ট দিতে পারবে না।

সমাধান : Optocoupler ব্যবহার করা। এটা কি চিজ? একটা IC, যার এক দিকের দুই পিনে ভোলটেজ দিলে অন্যদিকের দুই পিন শর্ট হয়ে on হয়ে যাবে। Transistor এর মতো। এটা লাগাতে হবে আর্ডুইনো আর রিলের মাঝে।

Arduino এর পিন অন করবে optocoupler কে।
optocoupler অন করবে রিলে কে।
Relay অন করবে বাতি-মটর-ফেন এর সুইচ কে।

তাহলে দেখা যাচ্ছে Transistor, Optocoupler, Magnetic Relay সবগুলোর কাজের ধরন মোটামুটি এক। তবে এক কাজের জন্য এত চিজ কেন?

Whatever, ২০ টা Optocoupler অর্ডার দিলাম ৫/= পার পিসে ১০০/= টাকায়। কাজ হলে ভালো। :-)

5-Jul-2018 1:11 am

6-Jul-2018 2:10 pm


Water motor dry run হলে -- মানে পানি ছাড়া খালি বাতাসে চলতে থাকলে অনেক সমস্যা :

১। বাজে কারেন্ট খরচ হয়। যেটার বিল দিতে হয়।
২। পানির মিটার ঘুরতে থাকে আর পানির বিল উঠে। যদিও পাচ্ছি বাতাস।
৩। পানি যে উঠছে না সেটা বুঝতে দেরি হয়।
৪। মটরে লোড নেই বলে প্রচন্ড জোরে ঘুরতে থাকে। এক সময় বিয়ারিং গুলো গরম হয়ে পুড়ে যায়।

সমাধান হলো dry run হলে মটর বন্ধ হয়ে যাবে এমন কোনো সিসটেম তৈরি করা।

Dry run detection এর sure fire system হলো power factor মাপা। এটা একটু জটিল পদ্ধতি। তিনটা AC volt-meter লাগাতে হবে তিনটা পয়েন্টে। মটরের live wire এ একটা ছোট resistance দিয়ে দুটো পয়েন্ট। আর neutral wire হলো তৃতীয় পয়েন্ট। এই voltage গুলো নিয়ে কিছু calculation করলে power factor পাওয়া যাবে।

দ্বিতীয় পদ্ধতি হলো current মাপা। current নরমালের থেকে কম হলে dry run. কিন্তু তাতে normal current কত সেটা আগে থেকে মেপে জানা থাকতে হবে। এবং মটরের load, condition বদলালে বা অন্য মটর লাগালে নতুন করে calculation করে নিতে হবে।

হয়তো দ্বিতীয়টা প্রথমে করে এর পর সময় পেলে প্রথম পদ্ধতিতে যাবো ইনশাল্লাহ।

#HabibAutomation

    Comments:
  • ^ WASA র পানি টানার জন্য আলাদা মটোর লাগে। এটায় আবার সব সময় পানি আসে না।

6-Jul-2018 2:10 pm

10-Jul-2018 5:41 am


একটা pi দিয়ে home automation এর জন্য এখন পর্যন্ত যে যে ingredients গুলো লাগছে :

১। Opto-isolator : pi এর 3V pin দিয়ে 5V, 12V circuit সুইচ অন-অফ করার জন্য। ৫/= পার পিস।

২। Shift-register : pi এর ৪ টা পিন দিয়ে ২৫-৩০ টা সুইচ অনঅফ করার জন্য। ২৫/= পার পিস।

৩। Triac : 5V বা 12V সুইচ দিয়ে 220V সুইচ অন করার জন্য। ৩০/= পার পিস।

৪। 1k resistor : পাই এর পিনগুলো যেন অন অবস্থায় short হয়ে না যায় তার জন্য। ১/= পার পিস।

#HabibAutomation.

    Comments:
  • আপাততঃ BTA26
  • ওয়ালাইকুমুস সালাম।
  • যেগুলো কিনেছি সেগুলোতে max 20 amps যাবে। মানে অত amps switch over করা হবে।
  • //We will provide// <-- should be "we provide". Even if you are not providing now.

10-Jul-2018 5:41 am

12-Jul-2018 12:44 pm


ATS : Automatic Transfer Switch.


: মনে করেন কারেন্ট চলে গেলো। জেনারেটর এর লাইন দেবো। বিল্ডিংয়ে ২০ টা ফ্লাট ২০ টা মিটার। কোন জায়গা থেকে জেনারেটেরের কারেন্ট দেয়া আরম্ভ করবো?

: অবশ্যই মিটারের পর থেকে। কারন জেনারেটরের কারেন্ট মিটারে উঠুক এটা আমি চাই না।

: কিন্তু প্রতিটা ফ্লাটের আলাদা আলাদা করে ২০ টা লাইন। সবগুলোতে আলাদা আলাদা করে জেনারেটরের লাইন দিতে হবে?

: হ্যা। ছোট ছোট চেইঞ্জ অভার সুইচ দিয়ে।

: তবে ATS এর কাজ কি হবে?

জানা নেই।


জেনারেটেরের দাম ১ লক্ষ টাকা। এর ATS সুইচ? সুইচের দাম ১ লক্ষ টাকা। একটা সুইচের দাম কি করে জেনারেটরের সমান হয়? এটা রহস্য।

অনলাইনের এক কম্পানিকে ফোন দিলাম। বলে ৩৫ হাজার টাকা। লাগাতে আরো ৫ হাজার মোট ৪০ হাজার। নবাবপুর গিয়ে জিজ্ঞাসা করলাম। বলে ৫ হাজার টাকা। Ali-express? দেড় হাজার টাকা।

মাল সবগুলো এক না। পার্থক্য আছে।

কিন্তু সেই পুরানো প্রশ্ন। প্রতিটা লাইনে যদি আমাকে আলাদা চেইঞ্জ অভার লাগাতেই হয় তবে একটা central ATS দিয়ে আমি কি করবো?


Still wondering.

হয়তোবা "লাগবে, আপনি কিছু জানেন না" টাইপের কথাও শুনিয়ে দেবে।

    Comments:
  • ^ indeed. একটু বেশি লাগবে।
  • putting your head where your mouth is.

12-Jul-2018 12:44 pm

14-Jul-2018 10:30 am



ছাত্রদেরকে শুধু তাদের বাপ পিটাতে পারবে, উস্তাদ না।

"কিন্তু উস্তাদ তো বাপের মতো"

তার পরও না।


"পীর যদি হুকুম দেয় তবে জায়নমাজে শরাব ঢেলে ভিজিয়ে দাও" -- প্রচলিত প্রবাদ। কিন্তু এর দ্বারা জান্নাতের নিশ্চয়তা নেই। বিশেষ করে পীর যদি বিপথগামী হয়।

"বাপ যদি হুকুম দেয় তবে জায়নমাজ শরাব দিয়ে ভিজিয়ে দাও" -- এতে জান্নাতের নিশ্চয়তা আছে। বাপ সুপথগামী না হলেও।

পীরের জায়গায় বাপ বসিয়ে দেন, বেশির ভাগ প্রবাদ will then make sense. "পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে" vs "বাপ তোমাকে জান্নাতে নিয়ে যাবে", "পীরের জুতা সোজা করা দ্বারা খোদা মিলবে..." এই ধরনের অনেক কিছু।

By the way, জায়নামাজ শরাব দিয়ে ভেজানো হারাম কোনো কাজ না। just, "কেমন যেন মনে হয়"। এ থেকেই এই প্রবাদ। সম্ভবতঃ।


বাপের জায়গায় পীর আসলো কি করে?

"পীর তো বাপের মতই"

Bad logic.

14-Jul-2018 10:30 am

14-Jul-2018 6:01 pm


অবশেষে বহু ত্যগ তিতিক্ষার পরে প্রথম ধাপে সিড়ির তিনটা লাইট আল্লাহর রহমতে অটোমেটিক হলো। অটোমেটিক মানে মানুষ চলতে থাকলে জ্বলবে, চলে গেলে নিভে যাবে।

সেন্সর এর জন্য মানুষ ব্যবহার করে পীর সেন্সর [এখানেও তাসাউফ?]

PIR বা passive infrared sensor মানুষ চিনে শরিরের গরম দেখে। বিদেশের night vision যেভাবে কাজ করে।

এর পর বর্তমানে জনপ্রীয় radar sensor. রাডার যে ভাবে কাজ করে সেই টেক। পীর বা রাডার সেন্সর একেকটার দাম ৩০০ থেকে ৬০০ টাকা।

তবে আমি এর কোনোটাই ব্যবহার করি নি। বাসায় CC-Cam আগে লাগানো ছিলো। এর motion detection output নিয়েছি। এটা parse করে বুঝে নিতে হয় কোন তলায় এখন মানুষ হাটছে।

ingredients :

  • raspberry pi.
  • 5V relay.
  • opto-isolator.
  • 1K resistor.
  • lots of software.

    আরো কেয়েকদিন দেখলে বুঝা যাবে কেমন চলে। ভালো হলে বাকি সব তলায় বসাতে হবে। নয়তো সবখুলে গার্বেজে। :-)

    #HabibAutomation

    14-Jul-2018 6:01 pm

  • 15-Jul-2018 12:18 am


    এই সব "পুরানো আমলের" relay বাদ দিয়ে, "আধুনিক যুগের" Triac দিয়ে on test একটা 40 watt এর বাল্ব switch on করার চেষ্টা করলাম।

    Result : সুইচ অন হয়। কিন্তু...

    কিন্তুগুলো:

    ১। তার লাগানোর সাথে সাথে লাইটটা একটু ফ্লিকার করে এর পর বন্ধ হয়। সম্ভবতঃ Triac Rate Effect. এটা suppress করতে চাইলে এক্সট্রা সার্কিট লাগাতে হবে।

    ২। প্রচন্ড Interference. Radio Frequency তে। এত বেশি যে দূরের স্পিকার শব্দ করতে থাকে। cc-cam গুলো সাদা হয়ে ভুত দেখা যেতে থাকে। Interference টা আমার কাছে সবচেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে।

    এটা suppress করতেও আলাদা সার্কিট লাগবে। সব মিলিয়ে বেশ অনেকগুলো resistor, capacitor, isolator. এর পর দেখতে হবে কতটুকু suppress হয়।

    তাই খরচ আছে। শুধু ২০ টাকার একটা Triac কিনলেই হচ্ছে না।

    15-Jul-2018 12:18 am

    15-Jul-2018 8:01 pm


    "মাদ্রাসার ছাত্রদের সংগে শয়তান বেশি থাকে তাই উস্তাদদের পিটাতে হয়।"
    প্রশ্ন জাগে, মাদ্রাসার উস্তাদদের সংগে শয়তান বেশি থাকে নাকি কম?


    মাঝে মাঝে google search দেই মাদ্রাসার পিটানির নতুন কোনো কাহিনি আছে কিনা জানতে। আজকেও দিলাম "মাদ্রাসার ছাত্র" দিয়ে। লিমিট করলাম "Last 30 days" এ। মানে গত ৩০ দিনের খবর শুধু। এর আগের খবর যেন না আসে।

    দেখলাম পিটানির কোনো খবর নেই। মানে অবস্থা উন্নতি হচ্ছে।

    কিন্ত অন্য খবর আছে। শয়তান এখন উস্তাদদের ধরছে। ডিটেলস শেয়ার করলাম না, কারন এগুলো শেয়ার করার মত না। যারা জানেন তারা জানেন। এর উপর আমাদের গতবছরের প্রখ্যাত হাফেজ-মাওলানা-মুফতি নাস্তিক সাহেব হাইলাইট করেছিলেন।

    এর খবর এখন বিস্তীর্ন। এই না যে এটা কন্সপাইরেসি - কেউ বেছে বেছে এই খবরগুলোকে হাইলাইট করছে। ছোট খবর, ছোট পত্রিকায়।

    মাদ্রাসার নামগুলো শুধু কপি করে নিলাম। খবর ডিটেলস পড়লাম না। রুচি নেই।

    ময়মনসিংহে দারুল কোরআন রহমানিয়া মাদ্রাসা
    রামগঞ্জ ওমর ফারুক (রাঃ) মাদ্রাসা
    ঝিনাইদহ হুসোর খালি কওমিয়া মাদ্রাসা
    ব্রাহ্মণবাড়িয়া আকতার উলুম ইসলামিয়া মাদ্রাসা
    রাজশাহী মাদ্রাসাতুল মদিনা দাওয়াতে ইসলাম মাদ্রাসা

    গত ৩০ দিনের খবর।


    মাদ্রাসায় পিটাবে নাকি কি করবে এটা মাদ্রাসার ছাত্র উস্তাদ শিক্ষকদের ব্যপার। আমার এখানে বলার কিছু নেই। তাই এই পোষ্টটা কেবল মাত্র আমার আত্মিয় পরিচিতদের জন্য। নিজের সন্তানের জন্য কোনো মাদ্রাসা চয়েস করার আগে একটু সাবধান থাকেন।

    "ইসালমের জন্য" "দ্বিনের জন্য" আবেগে পড়ে কিছু করে পরে পস্তিয়ে বলেন না "আমি তো ইসলামের জন্যই করেছিলাম! এই হলো কেন?"


    কিছু না বলে চেপে গেলে এই সব ঘটনা শুধু বাড়তে থাকবে। শিয়াদের ইমামরা যেমন বাই ডেফিনিশন নিস্পাপ, যে যত খারাপ কাজ করুক না কেন। সুন্নিদের কেউ নিস্পাপ না। নবী-রসুলগন ছাড়া।

    বেশি বললে, আমি হবো "RAND এর এজেন্ট"। তাদের guide line এ লিখা আছে মাদ্রাসার বিরুদ্ধে propaganda করার জন্য। আমিও তাদের সাথে সুর মিলাচ্ছি।

    সাধু সাবধান।

    15-Jul-2018 8:01 pm

    16-Jul-2018 3:19 pm


    তো বৌয়ের দেয়া বাজারের লিষ্ট নিয়ে বাজারে গেলাম। হরেক আইটেমের পরে আছে "....কিসমিস, জামরুল"

    দোকানদার বলে "কি কইলেন? জামরুল?"
    বললাম "হ। জামরুল"
    "জামরুল তো এইখানে বিক্রি করে না। ফলের দোকানে যান।"

    16-Jul-2018 3:19 pm

    17-Jul-2018 12:36 am


    Pi এ analog input pin নেই। শুধু ডিজিটাল। analog pin লাগে যে কোনো sensor reading পড়ার জন্য। Digital pin দিয়ে শুধু সুইচ on-off করা যায়।

    এজন্য arduino লাগবে। এজন্য pi দিয়ে arduino control করার চেষ্টা করছি। সমস্যা হলো arduino এর সাথে USB communication আরম্ভ করলেই arduino by design restart করার পর communication আরম্ভ করে।

    তাই পাই এর command line থেকে arduino তে command পাঠিয়ে লাভ নেই। প্রতি কমান্ডে restart করবে।

    সমাধান হলো pi এ একটা background-service চালু রাখা। এটা arduino এর সাথে সবসময় connected থাকবে। একই সার্ভিস TCP/socket connection দিয়ে সকল ক্লায়েন্টকে সার্ভ করবে যারা Arduino এর সাথে যোগাযোগ করতে চায়।

    এই কাজটা করলাম।

    প্রথম test project হলো একটা light sensor দিয়ে দিনের আলো মাপা। এটার feed নিয়ে সিড়ির লাইট জ্বলবে দিনের বেলায় যদি ঝড়-বৃষ্টি-মেঘের জন্য আলো কমে যায়।

    ইনশাল্লাহ, real project হবে এটা দিয়ে generator এর জন্য অনেকগুলো electric meter তৈরি করা।

    17-Jul-2018 12:36 am

    17-Jul-2018 10:41 pm


    গতকাল থেকে আব্দুল মালেক সাহেবের ফতোয়া ভাইরাল। লিংক কমেন্টে। বলেছেন মাওলানা সা'দ সাহেবের এতায়াত এখন জায়েজ নয়। আরবীতে, কিন্তু বাংলা অনুবাদ দেয়া আছে।


    কথা হলো :

    এর দ্বারা এখনই কিছু বদলাচ্ছে না। অপর পক্ষে ফতোয়া দেবার জন্যও অনেক আলেম আছেন।

    মনে রাখতে হবে তবলিগের সবচেয়ে বড় বড় সাথিরা সবাই সা'দ সাহেবের পক্ষে। সেই সেন্সে ৯০% তবলিগওয়ালা সা'দ সাহেবের পক্ষে। এবং উনারাই নিজেদের সন্তানদের মাদ্রাসায় পড়াচ্ছেন বেশি। রিসেন্ট একটা স্টেটিসটিকস : এক মাদ্রাসায় ২৫% ছাত্র আলেমদের সন্তান, বাকি ৭৫% তবলিগওয়ালাদের।

    এই ৭৫% তবলিগওয়ালা অভিবাবকদের একটা প্রেশার পড়বে মাদ্রাসাগুলোর উপর। সা'দ সাহেবের পক্ষে আসার জন্য। যেমন "যে মাদ্রাসার উস্তাদ সা'দ সাহেবের পক্ষে না সেই মাদ্রাসায় আমরা সন্তান দেবো না"

    কিছু মাদ্রাসা দাড়িয়ে যাবে যারা সাদ সাহেবের পক্ষে, সেখানে সবাই ভিড় করবে। সেই থেকে অন্যান্য মাদ্রাসাও আস্তে আস্তে পক্ষে আসতে থাকবে।

    হয়তো বা। Lets watch.


    হক কোনটা সেটা নিয়ে কারো সন্দেহে পড়লে ইস্তেখারা করেন। রাতে আল্লাহর কাছে দোয়া করেন।

    তর্ক করে এটা বুঝতে পাবেন না।
    আপনার বুঝ আর অন্যের বুঝ এক হওয়াও শর্ত না।
    "নিজের বুঝই ঠিক" ধরে প্রপাগান্ডায় নেমে যেয়েন না। আপনার নিজের মতও বদলাতে পারে সময়ের সাথে।

      Comments:
    • https://www.youtube.com/watch?v=8INAS-TAvbs
    • ^ দলিলের বাইরে ইসলামে কিছু নেই। সব কিছুরই দলিল আছে। বা দলিল দেয়া যায়।
      এর পরও ইস্তেখারা আছে।
    • ^ পাত্রি চয়েসের ব্যপারে কুফু খুফু মিলে বিযে করা, অধিক সন্তান দাতা মেয়ে বিয়ে করা, দ্বিনদ্বার মেয়ে বিযে করা -- এরকম অনেক দলিল আছে। জাজাকাল্লাহ।
    • OK. So BD is the cheapest country in the world. Got it.
    • ^ /নিজের বানানো না আন্দাজে বললেন// আন্দাজে বলেছি। আপনি যেমন ৩০-৩৫% এর হিসাব আপনার আন্দাজে দিয়েছেন।

      //রসম জিন্দা করার জন্য মেহনত করেছে, দ্বীন জিন্দা করার জন্য নয়// এই রকম কে ভালো কে মন্দ সেই এনালাইসিস এখানে করা হয় নি। এবং এ বিষয়ে বিভিন্ন জনের ব্যক্তিগত মত জানায় আমার কোনো উৎসাহ নেই।

      //এস্তেখারা কখন করতে হয় একটু জেনে নিয়েন// কোরআন তিলওয়াত সহি করতে জানাটা আমার জন্য আরো বেশি জরুরী। সেটা আগে জানবো ইনশাল্লাহ। তবে আপনার অযাজিত উপদেশের জন্য ধন্যবাদ। যদিও বহু জন বহু উপদেশ দেয়ার জন্য আছে। উপদেশ কোনোটাই খারাপ না। সবই ভালো। আমাকে ভালোর মধ্যে বাছাই করতে হয়।

    • //আপনিও যে আন্দাজে বলেছেন সেটাই শুনতে চাচ্ছিলাম// আমার পোষ্ট পড়েই বুঝা যায় এটা আমার ব্যক্তিগত মত। নয়তো বলে দিতাম কে এই পরিসংখ্যান করে বের করেছে। এটা বুঝলেন না কেন এবং জিজ্ঞাসা করার দরকার হলো কেন সেটা অবাক বিষয়।

      //বলা আমার ব্যাক্তিগত মতামত// সবকিছুই সবার ব্যক্তিগত মত। এতটুকু বুঝলে তর্ক করার স্পৃহা আপনার কমে আসবে। এটাও আমার ব্যক্তিগত মত।

      // ইস্তিখারা করে কি দুইটা জায়েয জিনিসের মধ্যে একটা চুজ করতে হয় না হক আর বাতিল এর মধ্যে একটা চুজ করা যায় সেটা আগে জানা দরকার।// আম আর আমলকির মাঝে পার্থক্যও আমার আগে জানা দরকার। জানা নেই। ব্যসিক্যলি বহু কিছু জানা দরকার। কার কি জানা দরকার সেই উপদেশ আমি গায়ে পড়ে কাউকে বিতরন করে বেড়াই না। আপনি বেড়ান।

      //হক হকই। মানতে কষ্ট হলেও// আপনার বোধ বুদ্ধি বিচার বিশ্লেষনে কোনোটা হক। তার অর্থ এই না যে সবাইকে সেটা হক বুঝতে হবে। পোষ্টে সেটা বলা হয়েছে শেষে।

      জাজাকাল্লাহ।

    • এই পোষ্টটা যাদের গায়ে লাগছে এবং বড় বড় কমেন্ট করছেন তাদের সবাইকে ব্লক করে দিতে হচ্ছে বলে দুঃখিত। এই ব্লক আপনার ভালোর জন্য এবং আমার ভালোর জন্য।

      আপনার পথের উপর চলতে আমি আপনাকে বাধা দিচ্ছি না। আমাকে বুঝাতে এসে লাভ নেই। ফেসবুকের অপরিচিত রেন্ডম লোকদের থেকে আমি উপদেশ গ্রহন করি না। বরং ব্লক করে দেই। নিজের পথের উপর থাকার জন্য।

      আপনাকে আমার সাথে এগ্রিমেন্টে আসার দরকার নেই। জাজাকাল্লাহ।

    17-Jul-2018 10:41 pm

    18-Jul-2018 10:44 pm


    Current sensor module [ACS712] একটা পাওয়া যায় বাজারে। ২০০/= দাম। আজকে ট্রাই করলাম এটা দিয়ে সত্যি সত্যি AC Current মাপা যায় কিনা।

    দেখি রেন্ডম নম্বর আসে। বুঝলাম AC current এর sinusoidal wave এর এর জন্য current বাড়ে কমে, সেন্সরও একেকটা দেখায়। 50Hz, সেকেন্ড ৫০ বার বাড়ে কমে।

    সমাধান পেলাম নেটে এর average নেয়ার বদলে RMS নেয়া [root mean square]। Pure sinusoidal wave এর জন্য RMS formula 0.707(max-min). এটা দিযে ট্রাই করলাম। দেখি আমার ক্লেম্প মিটার যা দেখায় তার থেকে ১০% বেশি রিডিং পাই।

    এর পর wave sinusoidal না ধরে নিয়ে একটা cycle এর যত বেশি পারি reading নিয়ে এগুলো square করে mean করে root বের করলাম Brute force calculation.

    এবার আমার ক্লেম্প মিটার আর সেন্সর রিডিং সমান। ১% difference না।

    Project successful. :-)

    18-Jul-2018 10:44 pm

    19-Jul-2018 5:47 am


    News 1 : Amazon now dominates the online market place taking 50% of online share. Which is 5% of total US retail share.

    News 2: Amazon owner Jeff Bezos currently is the richest man in the world having a fortune of 150 billion dollars, crossing Bill Gates.

    But that has more to do with Bill Gates giving away his assets in charity. If he hadn't then his net worth would have been almost equal to 150 billion too.

    Currently the second richest man lags far behind at 30 billion.

    News 3: Facing stiff competition from Amazon, eBay is mass laying off employees from its California office. তোমরা যারা eBay তে চাকরি করো, keep safe. :-)

    19-Jul-2018 5:47 am

    20-Jul-2018 3:29 pm


    "যত মানুষ পথভ্রষ্ট হবে এর সব দায়িত্ব আপনার"


    উপরেরটা একটা কমন ডায়লগ নেটে। এদেরকে আমি বলি "দায়িত্ব বিতরন পার্টি"। এদের আরেকটা ডায়লগ "...এর দায়িত্ব কে নেবে?" কমেন্ট। সরাসরি "দায়িত্ব আপনার ঘাড়ে" না বলে বুঝিয়ে দিচ্ছে।


    মনে করেন আদি যুগে এক লোক বাজারে ছুরি বিক্রি করতো। আমাদের ফেসবুকিয় "দায়িত্ব বিতরন পার্টি" ঐ যুগেও ছিলো। এসে বললো :

    : আপনি যত ছুরি বিক্রি করছেন। এই ছুরি দিয়ে যত লোককে খুন করা হবে। এর সব দায়িত্ব আপনার। এর সব গুনাহর বোঝা আপনার ঘাড়ে দেয়া হবে....

    লোকটা বললো : আইচ্ছা।
    এর পর মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত।


    বাসার প্রতি ফ্লাটে ফ্রি ওয়াইফাই দিয়েছি।

    একজন এসে বলছে : "এই ইন্টারনেট দিয়ে যত গুনাহ করবে সব দায়িত্ব..." আমাদের দায়িত্ব বিতরন পার্টির কমন ডায়লগ।

    বললাম : যে বাসা ভাড়া দিয়েছি সেগুলোতে বসে যে যত গুনাহ করবে তার দায়িত্বও কি আমার ঘাড়ে আসবে? আমার দেয়া ভাড়া বাসায় যেহেতু গুনাহ করছে?

      Comments:
    • ইচ্ছাকৃত ভাবে এই বিষয়ে মাসলা বা ফিকাহগত আলোচনা এড়িয়ে গিয়েছে। এগুলো জানার জন্য কোনো আলেম বা বই পড়ে জেনে নিতে পারবেন।

    20-Jul-2018 3:29 pm

    20-Jul-2018 4:00 pm


    ইচ্ছাকৃত বা অলসতার কারনে টুপি ছাড়া নামাজ পড়া হানাফি মাজহাবে মাকরুহ। সালাফিতে জায়েজ।


    আমাদের যুগে কোনো ছাত্রকে যদি বলতেন "আসেন নামাজ পড়ি" তবে "প্যন্ট খারাপ" এর বদলে বলতো "টুপি নেই"। টুপি নেই এখন আর চলে না। কারন নামাজ পড়ার জন্য টুপি শর্ত না এটা আমার আপনার থেকে ছাত্ররা আরো ভালো জানে। এরা এখন টুপি ছাড়াই নামাজ পড়ে।


    বাসায় নিজের মাথায় সব সময় টুপি থাকে না। নামাজের সময় দৌড়া দৌড়ি করে টুপি সময় মত পাওয়া যায় না। তাই টুপির জন্য অনেক সময় নামাজ যোগ দিতে আমার দেরি হয়। কিছু করার নেই। কোনো মুরুব্বি বয়সি টুপি ছাড়া নামাজ পড়ছে -- দেখতেই কেমন অড। বাচ্চা পোলাপান হলে কথা ছিলো।


    গতকাল ইশার নামাজ এক মার্কেটে পড়ি। পোনে নয়টার জামাত দেখি সাড়ে আটটাতেই আরম্ভ হয়ে যায়। তাড়াহুড়া করে ওজু করে টুপি ব্যগে রেখেছি নাকি পকেটে সেটা না খুজেই টুপি ছাড়াই নামাজে দাড়াই। সম্ভবতঃ প্রথম নামাজ পড়লাম টুপি ছাড়া। ধারনা করি এর জন্য না কোনো পানিসমেন্ট আসে।


    বাসায় ফিরি।

    প্রচন্ড গরম।
    এর উপর কারেন্ট চলে যায়।
    জেনারেটরটা ছাড়লাম, কিছুক্ষন চলে জেনারেটর সার্কিট পুড়ে যায়।
    কারেন্ট আসার কিছুক্ষন পরে শর্ট সার্কিট হয়ে বাসার ফিউজ পুড়ে যায়।
    এর ধুয়ায় আশে পাশে সবাই পেরশান।
    এর উপর রেকর্ড গরম, শুধু আমাদের কারেন্ট নেই।


    এত ঝামেলা এত কষ্ট? কেন?
    ইশার নামাজ টুপি ছাড়া পড়েছিলাম তাই।

    20-Jul-2018 4:00 pm

    20-Jul-2018 11:00 pm



    সেকেন্ড লার্জেষ্ট যদি চরমোনাই ধরি তবে তবলিগ কমে গেলে চরমোনাই হয়ে উঠবে সবচেয়ে বড়। চরমোনাইয়ে ফিতনা লাগবে না? মনে হয় লাগছে।

    কিছু বছর আগে মিরাস উত্তরাধিকার নিয়ে লেগেছিলো, এটা আবার অন্য দিক থেকে মাথা চাড়া দিয়ে উঠছে।


    মুসলিমদের উপর জুলুম আসার থেকেও বেশি বিপদজনক হলো দ্বীনে বিকৃতি আসা। আমরা এর কিছু পালন না করতে পারি, কিন্তু আমাদের পরবর্তি বহু জেনারেশনের জন্য এই দ্বিনকে অবিকৃত অবস্থায় পৌছে দিয়ে যাওয়া একটা বড় দায়িত্ব আমাদের উপর।

    আশার কথা হলো দ্বিনে বিকৃতি আসে না। আল্লাহ তায়ালা অবিকৃতি অবস্থায় এই দ্বিনকে টিকিয়ে রাখেন যুগের পর যুগ। যদিও দ্বিন বহনকারী মানুষদের বহু জেনারেশন আগে ধ্বংশ হয়ে গিয়েছে। সেই ইহুদি খৃষ্টানদের থেকে যদি হিসাব করি। যারা ঐ সময়ে ছিলো সত্য দ্বিনের বহনকারী।


    ব্যখ্যা মানুষ মনগড়া দিতে পারে। কিন্তু কোরআন অবিকৃত থাকে। এটা পরিবর্তিত করার উপায় নেই। এর বহনকারীদের এর কিছু কথা পছন্দ না হলেও।


    zen moment হলো যখন বোধে আসে উম্মাহর পরিনতি আল্লাহর হাতে।
    কিন্তু দিনের শেষে আমার পরিনতি কি সেটাই ছিলো আমার জন্য মূল বিষয়।

      Comments:
    • ^ //দায়ভার বিতরণ হলে ভাল হতো// the point was, পাপের দায়ভার অন্যকে বিতরনের দায়িত্ব আল্লাহ তায়ালা আমাকে দেন নি।

      //যদি নিশ্চিত জানে// অনেকগুলো "যদি" লাগিয়ে দিয়ে হালালকে হারাম বা হারামকে হালাল করে দেয়া যায়। কোনো স্পেসিফিক কেইসে "যদি" লাগবে কিনা সেটা হলো ফতোয়া।

      এই ব্যপারে হানাফি-দেওবন্দি অবস্থান আমি জানি। তাই অন্যের এজামপশন শোনার দরকার নেই। সমস্যা হলো এই সব দায়ভার বিতরন পার্টির অন্যের উপর দায়ভার চাপানোর অতি উৎদাহ প্রদর্শন। এটার উপর হাইলাইট করা হয়েছে এই পোষ্ট যদি বুঝে থাকেন।

    20-Jul-2018 11:00 pm

    21-Jul-2018 8:21 pm



    কারেন্ট চলে গেলে ডিজেল জেনারেটরের মেনুয়েলি স্টার্ট দেয়া একটু কষ্টকর হলেও করা যায়। কিন্তু কারেন্ট আসলে অটো বন্ধ হওয়াটা জরুরী। এটা ছাড়া প্রায় অচল। তা না হলে কখন কারেন্ট আসলো সে খবর কাউকে রাখতে হবে -- ঝামেলা।


    গাড়ি বা জেনারেটরের ইগনিশনে পাচটা পযেন্ট থাকে, মানে আমাদের যুগে থাকতো। পাওয়ার আপ, ইগনিশন এধরনের। পয়েন্টগুলো বের করে দুই একটা রিলে লাগিয়ে প্রয়োজন মতো শর্ট করে দিলে জেনারেটর অটো স্টার্ট করা সম্ভব। থিউরিটিক্যলি। এর জন্য আমার খরচ হবে ধরি ১০০০ টাকা।

    অটো স্টার্ট-অফের কোনো মডুল যদি রেডিমেট পাওয়া যায়, তবে এটা কিনে লাগিয়ে দিতেও রাজি আছি। এর জন্য ২০০০ টাকা খরচ হলেও মন্দ না। যদি tried and true solution হয়।


    কিন্তু এগুলো না করে যদি জেনারেটর অটো স্টার্টের মডুল লাগাতে ২০-২৫ হাজার টাকা চায়, তবে এর থেকে নিজে করা ভালো।

    21-Jul-2018 8:21 pm

    21-Jul-2018 9:22 pm



    প্রচলিত ইলেকট্রিক মিটারে :

    বাম থেকে ডানে চারটা তার লাগানো থাকে:
    প্রথমটা ফেইজ ইন [Live in]
    নিউট্রাল ইন [Neutral in]
    নিউট্রাল আউট
    সর্ব ডানেরটা ফেইজ আউট।।

    নিউট্রাল যদি এক মিটারের সাথে অন্য মিটারে শেয়ার করে, যেটা প্রচলিত ইলেকট্রিক মিস্ত্রিরা করে থাকে, তবে এক মিটারের কিছু বিল অন্য মিটারে উঠবে। প্রতিটা ফ্লাটের ফেইজ নিউট্রাল এ জন্য সম্পূর্ন আলাদা হতে হবে।


    আরডিউনো দিয়ে ইলেকট্রিক মিটার বানানোর বিষয়ে। কারেন্ট মাপার সাথে সাথে ভোল্টেজও মাপতে হবে মিটার তৈরি করার জন্য।

    "এসি ভোল্টেজ তো এই দেশে ২২০ ভোল্ট"

    সমস্যা সেটা না। সমস্যা হলো 220V AC মানে ভোল্ট +220 থেকে -220 তে সাইকেল খেতে থাকে 50Hz এ। এর সাথে কারেন্টও সাইলেক খায়। যদি 0V এর সময়ে কারেন্ট বেশি থাকে এবং 220 ভোল্টের সময়ে কম, তবে এক রকম পাওয়ার ইউজেস হবে। আবার 220V এ বেশি কারেন্ট প্রবাহিত হলে অন্য রকম পাওয়ার ইউজেস।

    তাই একটা সাইকেলের প্রতিটা পয়েন্টে ভোল্ট আর কারেন্ট মেপে বের করা সম্ভব কত পাওয়ার কমজাপশন হচ্ছে।

    21-Jul-2018 9:22 pm

    22-Jul-2018 5:31 am


    Linux terminal এ যারা কাজ করার সময় মাঝে মাঝে You have mail আসে। এগুলো cronjob এর output/error যেগুলো local mailbox এ deliver হয়।

    এর দু একটা পড়ে সবগুলো ডিলিট করার নিয়ম :

    mail
    সব মেইলের টাইটেল দেখাবে।

    p
    প্রথম মেইলের টেক্সট দেখাবে।

    n
    পরবর্তি মেইলের

    d *
    সব মেইল মুছে দেবে।

    q
    মেইল থেকে বেরিয়ে আসার জন্য।।

    22-Jul-2018 5:31 am

    22-Jul-2018 11:36 am


    "আমি বই পড়ে দ্বিন শিখি..."

    "বই পড়ে যারা শিখে তারা আপনার মতই পথভ্রষ্ট হয়। আলেমদের থেকে জানবেন তাদের সংগে থেকে তাদের জিজ্ঞাসা করে। তবেই সঠিক দ্বিন ...."

    "আমাদের পাশের একজন মুফতি সাহেব জীবন বিমার পলিসি বিক্রি করে..."

    "তাদের কথা বলছি না। হাক্কানি আলেম বের করতে হবে।"

    "হাক্কানি আলেম বলতে আপনি বুঝাচ্ছেন আপনার মাথায় যে আলেমের নাম ঘুরছে তাদের কারো নাম যেন আমি নিজে থেকে বলি, আর আপনি সংগে সংগে বলবেন হ্যা হ্যা এরাই .... এই তো?"

    "না যে কোনো হাক্কানি আলেম হলেই হবে। কত আছে।"

    "আমার নিকট আত্মিয়দের মাঝে কোনো আলেম বা ডাক্তার নেই। একটু দূরের কারো কাছে গেলে সে নিজের মাদ্রাসা-দরস এসব রেখে আমার প্রতিটা প্রশ্নের জন্য সময় দেবে কেন?"

    "কত মানুষ জিজ্ঞাসা করছে, আপনি পারবেন না কেন? প্রশ্ন পাঠাতে পারেন। তারা উত্তর ছাপিয়ে দেবে।"

    "বলছেন, সেই উত্তর গুলো থেকে শিখলে ঠিক আছে?"

    "হ্যা"

    "এর পর সবগুলো উত্তর এক করে বই আকারে প্রকাশ করলে সেই বই থেকে শিখা ঠিক না, কারন তখন এটা হবে বই পড়ে শিখা?"

    "না, সেটা বলছি না...."

    "তবে কি বলছেন?"

    22-Jul-2018 11:36 am

    22-Jul-2018 1:05 pm


    DPDT : Double pole double throw.
    SPDT : Single pole double throw.

    দেশের বাজারে এই নামগুলো প্রচলিত কিনা জানি না যদিও। তবে সুইচিংয়ের জন্য এটা বেসিক।

      Comments:
    • চাচা চৌধুরি অনেক শুকনো। স্যার থেকে।

    22-Jul-2018 1:05 pm

    23-Jul-2018 12:26 am


    আলেমদের থেকে শিখা :


    "এই যে বই পড়ে দ্বিন শিক্ষার পক্ষে বলছেন, শুধু বই পড়ে দেখেছেন কাউকে শুদ্ধ করে ওজু নামাজ শিখতে?"

    বেসিক জিনিসগুলো হাতে কলমে শিখতে হয়। কিন্তু এই বেসিক জিনিসগুলো আমি ছোট বেলায় শিখেছি আমার বাপ-মার থেকে যারা কোনো আলেম ছিলেন না।

    এখন নতুন কেউ মুসলিম হলেও সে শিখবে তার দ্বিনী ভাই থেকে যে more likely than not কোনো আলেম না।


    আলেমদের সংগে সম্পর্ক রাখার আরেকটা সাইড ইফেক্ট আছে। আমি যত জনের সংগে সম্পর্ক করতে গিয়েছি সবাই কিছু দিন পর চাদা-ফান্ড বা দানের কাগজ নিয়ে বাসায় হাজির হয়েছে, এবং এর পর নিয়মিত দানের জন্য আসছে। না দিলে বেজার হচ্ছেন। না দিলে সম্পর্ক নষ্ট।

    তাই এখন পারত পক্ষে পদস্থ-ক্ষমতাবান আলেমদের আমি এড়িয়ে চলি। আপনি ছাত্র তাই এগুলো আপনি এখনই ফেইস করবেনা না।

    এই সমস্যা সাইড স্টেপের সুযোগ নেই।

    "উনি হাক্কানি হলে হতো না"
    Indeed সেই mythical হাক্কানি।


    "বই পড়ে নিজে শিখে কিছুদিন পরে আবার অন্যকে আপনার এই ভ্রান্ত জিনিস শিখাতে যেয়েন না। অন্যদেরকে আলেমের কাছে পাঠাবেন।"

    দৈন্দিন জীবনে চলতে প্রতিদিন হাজার প্রশ্ন আসে। "এটা কি করবো?" "ঐটা জায়েজ?" "এটা ঠিক?" এর সবগুলোর উত্তরের জন্য যদি সরাসরি আলেমদের জিজ্ঞাসা করা আরম্ভ করি তবে আমার একার জন্য একজন ডেডিকেটেড আলেম লাগবে।

    এক আলেমের পেছনে হাজার জন লাইন ধরবে। একটা অচল অবস্থা তৈরি হবে।

    প্লাস আপনার শর্ত মত কেউ আলেম না হলে যেহেতু শিখাতে পারবে না তাই ঐ আলেমের একটা কথা একবার বললে হবে না। প্রত্যেককে আলাদা করে বার বার বলতে হবে। একটা ধাক্কা ধাক্কি চলতে থাকবে।

    তাই আপনার এই দাবি প্রেকটিক্যল না।
    এবং সম্ভবতঃ আপনি নিজেও এরকম করেন না।

      Comments:
    • //আপনি এসব অদ্ভুত সিচুয়েশানে কীভাবে পড়েন বুঝি না// আপনারা এই সব অদ্ভুত সিচুয়েশনে এখনো কি করে পড়েন নাই, সেটা আমার বুঝে আসে না।

    23-Jul-2018 12:26 am

    23-Jul-2018 5:46 am


    "আলেমদের কাছ থেকে জেনে নিবেন"


    উত্তর যদি দেই :

    "জানলাম। উনি বলেছেন <এই>"
    তবে বলবে,
    "ভালো কোনো আলেমের থেকে জানবেন। যার তার কাছে যাবেন না।"

    কিংবা বলবেন,
    "কোন আলেম?"
    "আমাদের মহল্লার একজন আলেম..."
    "কোথা থেকে পাশ করেছেন কি যোগ্যতা?"
    "সেটা জিজ্ঞাসা করি নি। বললেও মনে থাকতো না।"
    "ভালো আলেমের কাছে যাবেন। যার তার কাছে যাবেন না।"

    ব্যসিক্যলি বক্তা এখানে চাচ্ছেন বক্তা যেই মতে বিশ্বাসি, সেই মতের সমর্থন যেই আলেম করবেন, আমিও যেন ঐ আলেমের থেকে উনার মতের পক্ষের শিক্ষাগুলো শিখে নেই।

    সরাসরি বলছেন না। আমি তাই বুঝছি।


    ব্যক্তি জীবনে দ্বিনের বহু কিছু শিখতে হয়েছে। এর কিছু আলেমদের থেকে মুখে মুখে অন দা স্পট শুনেছি, কিন্তু কোনো কিতাবে পাই নি, বা কিতাবে এর উল্টো পেয়েছেি। পরবর্তিতে সেই আলেমের উল্টো কথা সবগুলো ভুল বা উনার মন-গড়া-কথা প্রমানিত হয়েছে। অর্থাৎ কিতাবের কথাই সঠিক ছিলো।

    আর কিতাব থেকে যেগুলো শিখেছি, সেগুলো পরবর্তিতে ৪০ বছরে কোনোটাই ভুল প্রমানিত হয় নি।

    তাই দ্বন্ধের মুখে যদি বইয়ের কথাই সঠিক হয় তবে বই থেকে না শিখে, ঐ একই কথা আলেমের মুখ থেকে সরাসরি শুনতে হবে কেন এটা একটা রহস্য। যেখানে মুখে মুখে যারা বলেন তাদের মাঝে ভুলের পার্সেন্ট বেশি এটা ব্যক্তি জীবনে দেখেছি।


    হজ্জের সফরে গেলে এই সমস্যাটা সবচেয়ে প্রকট হয়ে দেখা যায়। খুব কম আলেমই হজ্জের মাসলাগুলো ভালো ভাবে পড়েন। কিন্তু "আমি আলেম তাই আমার কথা ঠিক, কিতাব পড়ে আপনি যা বুঝেন সেগুলো ভুল। কিতাব পড়ে কিছু শিখবেন না। আমাদের জিজ্ঞাসা করে জেনে নেবেন" -- এই দাবিদার অনেক।

    23-Jul-2018 5:46 am

    23-Jul-2018 11:11 am


    "এডভান্সড জিনিসগুলোর জন্য আলেমদের কাছে যেতে হবে।"

    এডভান্সড জিনিসগুলো এমন না যে কোনো আলেম অন দা স্পট বলে দিতে পারবেন।

    "মোবাইল ফোনে ছবি তোলা কি জায়েজ?"
    "মাওলানা সাদ সাহেবের অনুসরন কি জায়েজ?"

    এর জন্য ঐ আলেমের অনেক গবেষনা লাগবে, ফতোয়া লিখতে হবে। এর পর peer review, অন্যান্য আলেমগন দেখবেন, অধিকাংশ আলেমগন এগ্রিমেন্টে আসবেন। এর পর সে ফতোয়া ছাপানো অবস্থায় আমাদের কাছে আসার পর আমরা জানতে পারবো।

    আলেমদের কাছে গিয়ে মুখে মুখে যদি কিছু শুনতে হয় তবে বেসিক জিনিসগুলো শুনাই যুক্তি সংগত। নামাজ কি করে পড়তে হবে? ওজু কি করে করতে হবে? এগুলো কারো কাছে না দেখে যেহেতু শিখা যায় না।

    লিখিত ফতোয়া লিখা থেকে পড়া নিষেধ কারন সেটা হবে "বই পড়ে শিখা"। বরং ঐ ফতোয়াটাই প্রত্যেকের উচিৎ আলাদা আলাদা ভাবে উনার কাছে গিয়ে মুখে মুখে শুনে আসা -- এটা নিশ্চই আপনি দাবি করছেন না?

    তবে এডভান্সড কোন জিনিসের জন্য আপনি বলছেন "বই পড়ে না শিখে আলেমদের কাছে যান"?

    এখন যদি আপনি স্পেসিফিক করেন "এই এই কেইসে আলেমদের কাছে যেতে হবে" তবে এটা আমার যুক্তির মুখে চাপে পড়ে করছেন। কারন এতদিন আপনার কাছে জেনারেল রুল হিসাবেই শুনতাম "বই না পড়ে আলেমদের কাছে যান।"

    23-Jul-2018 11:11 am

    23-Jul-2018 12:34 pm


    "এই কাজ যে করছেন, কোনো আলেমকে কি জিজ্ঞাসা করে নিয়েছেন? আলেমকে জিজ্ঞাসা না করে করছেন কেন?"


    বেশি প্রশ্ন করাটা ইসলামে নিষেধ করা হয়েছে। এটা আমাদের শিখানো হয়েছিলো ক্লাস সিক্সে থাকতেই। সুরা বাকারায় "কালুদউ লানা রাব্বাকা..." ইহুদিরা যখন বার বার মুসা আ: কে জিজ্ঞাসা করছিলো "কোন গরু জবাই করতে হবে সেটা আপনার খোদা থেকে জেনে নিন"

    হাদিসে বলা হয়েছে প্রথমে যে কোনো গরু তারা জবাই করলেই হতো। কিন্তু বার বার জিজ্ঞাসা করে তারা নিজেদের উপর শরিয়তের কঠোরতা বাড়িয়ে নিয়েছে। শেষে তাদের সবচেয়ে প্রীয় গরুটা জবাই করতে হয়।

    মুসলিমরা যেন ইহুদিদের মত এই ফাদে পড়ে না যায়, তাই তাদের বেশি প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। যা কিছু হালাল বা হারাম সেগুলো আল্লাহ তায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন। বাকিগুলোর ব্যপারে স্বাধিনতা আছে। আপনি যেটা ভালো মনে করেন করবেন, অন্যে যেটা ভালো মনে করে সে অন্যটা করবে। আপনারটা তার উপর চাপানোর দরকার নেই।

    সাহাবা কিরামগনও রাসুলুল্লাহ ﷺ এর সামনে বসে থাকতেন। আগে বেড়ে প্রশ্ন করতেন না। অপেক্ষা করতেন কখন মরূভুমির কোনো লোক এসে কিছু প্রশ্ন করবে, উনারা জানতে পারবেন। যা কিছু বলার রাসুলুল্লাহ সা: নিজে থেকে বলতেন।

    উনার ﷺ জীবনে সাহাবা কিরামগন হাতে গুনা কিছু প্রশ্ন করেছিলেন। যেগুলোর উত্তর কোরআন শরিফে আছে। "ইয়াসআলুনাকা আন ... কুল ..." ধরনের আয়াত সমুহতে।


    এ জন্য ঠেকায় না পড়লে আমি আলেমদের কাছে ছোটখাটো প্রশ্ন নিয়ে যাই না। যা কিছু জরুরী সেগুলো আলেমরা আলরেডি বলে দিয়েছেন বা বলছেন। সেই সব কথা আমার কাছে পৌছছে। যা কিছু বলেন নি, সেগুলোর ব্যপারে উনাদের মত জানাকে আমি জরুরী মনে করি না।

    কারন আমি আগে পড়ে প্রশ্ন করে যদি ফতোয়া নিয়ে আসি তবে এর অনুসরন করা আমার জন্য জরুরী হয়ে যাবে। নচেৎ এটা হবে "ফতোয়া মার্কেটিং"। ঐ পর্যন্ত আমি বিভিন্ন জনকে জিজ্ঞাসা করতে থাকবো, যতক্ষন না কেউ সেই উত্তর দিচ্ছে যেই উত্তর আমি প্রথমেই শুনতে চেয়েছিলাম।


    তাই, "<এই> কাজ যে করছেন, কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন?"

    না করি নি। বিশাল ঠেকায় না পড়লে আমি আগে বেড়ে আলেমদের কাছে প্রশ্ন নিয়ে যাই না। এবং প্রতিটা জিনিস জিজ্ঞাসা করাটা সোয়াবের কোনো কাজও মনে করি না।

    আপনার কি প্রয়োজন সেটা আপনি জিজ্ঞাসা করবেন।

    23-Jul-2018 12:34 pm

    23-Jul-2018 2:16 pm



    "আপনি কি আলেমদের কাছে যেতে নিরুৎসাহিত করছেন?"

    Passively আলেমদের কাছে যেতে নিরুৎসাহিত করছি না। তাদের লিখা পড়া এটা পেসিভলি। তাদের মজমায় বসে তাদের কথা শুনা এটা পেসিভলি।

    একটিভলি হলো যখন প্রতিটা জিনিসের জন্য আপনি আলেম খুজেন কারন "উনাকে জিজ্ঞাসা করে সরাসরি জেনে নিতে হবে"। এবং অন্যদের হুকুম দেন সবকিছু যেন আলেমদের জিজ্ঞাসা করে জেনে নেয়।

    এটা ইমপ্রেকটিক্যল।


    "আপনার মতো নিজেরা নিজেরা যারা কোরআন হাদিস পড়ে, তারাই পথভ্রষ্ট হয়।"

    যাদেরকে আপনি পথভ্রষ্ট মনে করছেন তারা কেউ নিজেরা নিজেরা কোরআন হদিস ঘেটে ফতোয়া বের করে না। করলে তাদের কেউ ওজুর সময় একবার ধুতো, কেউ দুই বার কেউ তিনবার যেহেতু সবগুলোই হাদিসে আছে। এবং এই রকম পার্থক্য আরো বহু হুকুমে আছে। হাদিস থেকে পবিত্রতার অধ্যায়টা শুধু নিজে পড়ে দেখেন।

    বরং এরা সবাই কোনো না কোনো আলেমদের অনুসারি। যদিও নিজেরা স্বিকার করে না। যেমন ইবনে বাজ, উসাইমিন উনাদের। উনারা গাইড দিয়ে গিয়েছেন "আমরা হাদিসের কিতাবের এই এই হাদিস অনুসরন করবো এই ক্ষেত্রে এবং ঐ হাদিস আমরা অনুসরন করবো না"। এবং অন্যরা সবাই উনাদের এই কথাগুলোই অনুসরন করে আমল করছেন। কিন্তু নাম দিচ্ছে "আমরা শুধুমাত্র হাদিসের অনুসরন করছি, কোনো আলেমের কথার না।"

    এদেরকে যদি আপনি পথভ্রষ্ট বলেন, তবে এরা কোরআন হাদিস বা কিতাব পড়ার কারনে পথভ্রষ্ট হচ্ছে না। বরং তাদের পথভ্রষ্ট করছে ঐ আলেমগন যাদের থেকে উনারা শিক্ষা নিচ্ছেন।

    এমন কি কোরআনিয়ান যারা আছেন তারাও নিজেরা বসে বসে গবেষনা করে কোরআন থেকে হুকুম বের করে না। তাদের কথা দেখবেন একজনের সাথে অন্যজনেরটা বেশ কনজিসটেন্ট। কারন মিশরে কোরআনিয়ান অনেক আলেম আছে। তারা হুকুম বের করে দেয়। সবাই ঐ সব কথার অনুসরন করে।

    তাই এদের মধ্যে যারা পথভ্রষ্ট তারা আলেমদের কথা শুনে পথভ্রষ্ট হচ্ছে। নিজে নিজে কোরআন হাদিস পড়ার কারনে না।


    "কিন্তু তাওয়াল্লুক বলে একটা কথা আছে। সিনায় সিনায়। অন্তর থেকে অন্তরে।"

    ঠিক। এটা আপনি পাবেন আল্লাহ ভীরুদের কাছে বসা দ্বারা। মুফতি যিনি বিমার পলিসি বিক্রি করেন তার কাছে পাবেন না, সে আলেম হলেও।

    আপনার কমুনিটিতে যে আল্লাহ ওয়ালা লোকেরা আছেন, তাদের কাছে পাবেন। তাদের সংগে কিছু সময় বসলে।

    এর সাথে ইলমের সম্পর্ক যত না, তার থেকে বেশি আল্লাহ ভীতির সম্পর্ক। এবং আলেমদের মাঝেই আল্লাহ ভীরুদের সংখ্যা বেশি।

    আল্লাহ তায়ালা আমাদের সত্য রাস্তার উপর রাখুন।

    23-Jul-2018 2:16 pm

    23-Jul-2018 10:36 pm


    Irani President Rouhani :

    Mr Trump, Don't play with lions tail, this would only lead to regret. America should know the war with Iran is the mother of all wars.

    Hours later Trump's Tweet :

    To Iranian President Rouhani: NEVER, EVER THREATEN THE UNITED STATES AGAIN OR YOU WILL SUFFER CONSEQUENCES THE LIKES OF WHICH FEW THROUGHOUT HISTORY HAVE EVER SUFFERED BEFORE. WE ARE NO LONGER A COUNTRY THAT WILL STAND FOR YOUR DEMENTED WORDS OF VIOLENCE & DEATH. BE CAUTIOUS!

    23-Jul-2018 10:36 pm

    24-Jul-2018 1:02 am


    মনে করেছিলাম আমার এখন কোনো ফ্রেন্ড ফলোয়ার নেই। সব যেহেতু ব্লকড। তাই যা ইচ্ছে বলতে পারবো। পূর্ন বাক স্বাধিনতা।


    এর পর এই কালেও দেখি কোনো বিষয়ে পোষ্ট দিলে, এর উপর অন্য জায়গায় পর্যালোচনা। কেউ আমাকে প্লিজ বলেন আমি এর জন্য দায়ি না। কারন "আপনার কথা শুনে যত মানুষ পথভ্রষ্ট হবে তার দয়িত্ব নেবে কে?" প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি যেহেতু দায়িত্ব নিতে রাজি না।


    সাইড নোট : আমার পোষ্ট ভোট পড়ে ২০ টা। আর সেই পোষ্ট থেকে এক লাইনের কোট দিয়ে অন্যজন ভোট পায় শত শত। -- এ কেমন বিসার?

    উত্তর : বিসার নাই।

    ভোট দিয়ে যে ইসলাম কায়েম হয় না -- যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসের পক্ষে এটা আরেকটা যুক্তি।


    FAQ :
    "কাজ শেষ করে আমরা আসছি আপনার মুখোশ উন্মোচন করতে"

    হুহ? আমার মুখোশ এখনো উন্মোচিত হয় নি?

      Comments:
    • Light hearted post. এর 80% sarcasm.

    24-Jul-2018 1:02 am

    24-Jul-2018 2:42 pm


    থাই এয়ারওয়েজের একটা প্লেন ঢাকা বিমান বন্দরে বৃষ্টিতে হার্ড ল্যন্ড করেছে। টায়ার ফেটে গিয়েছে। বন্দর বন্ধ আছে।

    তোমরা যারা "আর কিছুক্ষন পরে হজ্জের জন্য যাত্রা" করবে।

    https://www.jagonews24.com/national/news/441521

    https://www.jagonews24.com/national/news/441521

    24-Jul-2018 2:42 pm

    25-Jul-2018 6:36 am


    "আলেম বিদ্বেষি" পোষ্ট দেবার পর আল্লাহ তায়ালা গতকাল জোহরের নামাজ পড়ালেন মালিবাগ শরইয়্যাহ মাদ্রাসায়। আর "আহলে হাদিস বিদ্বেষি" পোষ্ট দেবার পর আজকে ফজর পড়ালেন আহলে হাদিস মসজিদে।

    এ কারনে মুসলিমদের কোনো গ্রুপের প্রতি ঘৃনা রাখা বা তাদের বিরুদ্ধে আক্রমনাত্বক কথা বলার আমি বিরোধি। গ্রুপের আইডলজি যাই হোক না কেন। যতক্ষন পর্যন্ত তারা ঈমানদার।

    যে পথেই চলুক কেউ খারাপ না। খারাপ হলো নিজেদের মাঝে ঝগড়া করা।

    25-Jul-2018 6:36 am

    25-Jul-2018 12:37 pm



    PNP আর NPN এর পার্থক্য ম্যকানিক্যলদের জন্য :
    PNP হলো Normally-Closed relay.
    NPN হলো Normally-Open relay.


    "ওপেন হার্ট সার্জারি কি সেটা বুঝেন তো?"
    "হ্যা"
    "Engine overhaul হলো গাড়ির open heart surgery"

    25-Jul-2018 12:37 pm

    25-Jul-2018 1:42 pm


    ইরানে অবরোধ ছিলো। ওবামা চুক্তি করে সেই অবরোধ তুলে নিয়েছিলো।

    এর পর ট্রাম্প এসে সেই চুক্তি বাতিল করে অবরোধ নতুন করে আরোপ করছে। ইজরাইলের দাবি মত।

    এর পর কিছু দিন আগে ইরানের প্রেসিডেন্ট হুমকি দিয়েছে যদি অবরোধ করে ইরানকে তেল রপ্তানি করতে দেয়া না হয় তবে ইরান গাল্ফের বাকি সব দেশের তেল রপ্তানি বন্ধ করে দেবে।

    গালফে ঢুকতে হলে ইরানের পাশ দিয়েই যেহেতু যেতে হয়। এবং সৌদি থেকে আমিরাত, ইরাক ইরান সব দেশের তেলের খনিগুলো ঐ এলাকায়। এই পেসেজ বন্ধ করে দিলে এই সব দেশের তেল রপ্তানি বন্ধ।

    টাইমলাইন সামনের নভেম্বর।

    এটা নিয়ে এনালিষ্টরা ব্যতিব্যস্ত। এই হুমকি থেকে ইরানের প্রেসিডেন্টের যুদ্ধের হুমকি। ট্রাম্পের পাল্টা হুমকি।

    25-Jul-2018 1:42 pm

    25-Jul-2018 5:54 pm


    আমার ল্যপটপ থেকে ওয়াইফাইয়ের উপর দিয়ে কমান্ড দিয়ে এখন ১৩ কেভিএ ডিজেল জেনারেটর স্টার্ট-অফ করা যায়। কিন্তু সমস্যা অন্যখানে।

    কারেন্ট চলে গেলে মাঝের সব আইসি, ইলেক্ট্রনিক্স, রিলে বন্ধ হয়ে যাবে। তাহলে ঐ অবস্থায় জেনারেটর স্টার্ট হবে কি করে?

    একটা সমাধান: জেনারেটরের ব্যটারি দিয়ে এই সব ইলেক্ট্রনিক্স সর্বদা চালু রাখার ব্যবস্থা করা।

    "কিন্তু সে ক্ষেত্রে জেনারেটরের ব্যটারির চার্জ শেষ হয়ে যাবে না?"

    ব্যটারির চার্জ প্রতিদিন অটো চেক করার ব্যবস্থা করতে হবে। চার্জ কমে গেলে অটো রিচার্জ করার ব্যবস্থা করতে হবে।

    অটোমেশন করা আরম্ভ করলে এগুলো শেষ হয় না। আবার ওভার অটোমেশন হয়ে গেলে অন্য সমস্যা।

    কখন ওভার অটোমেশন হলো সেটা মানুষের কথায় বুঝা যাবে না। কারন যে যেটা বুঝে না সে সেটা সম্পর্কে আপনাকে সমসময় নিরুৎসাহিত করতে থাকবে: "দরকার কি?" "পুরানো সিসটেমই ভালো"।

    বুঝা যাবে নিজে করে ঠেকে দেখে। That is, Explore yourself! :-)

      Comments:
    • ^ আমার নম্বর সম্ভবত তোমার জানা নেই। পাঠিয়ে দেবো ইনশাল্লহ।

    25-Jul-2018 5:54 pm

    25-Jul-2018 7:49 pm


    কারেন্ট চলে গিয়েছে নাকি আছে এটা আরডিউনো/পাই থেকে ডিকেক্ট করবো কি করে?


    আলু বেচা সলুশন : একটা 5V adapter কারেন্টে লাগিয়ে এটা pi/arduino এর একটা পিনের সাথে লাগিয়ে দিতে হবে। কারেন্ট চলে গেলে এডাপ্টারের কারেন্ট বন্ধ। পাই ডিটেক্ট করতে পারবে।

    আলু বেচা এর থেকে একটু ভালো সলুশন [পটল বেচা?] : একটা 5V transformer দিয়ে ... ... ব্লাহ ব্লাহ। নেটে এই সলুশনের উপর আর্টিক্যল প্রচুর।


    এর থেকে ভালো যেটা করবো প্লেন করছি : Voltage divider circuit দিয়ে 220V AC কে 2.5V AC তে নামিয়ে নিয়ে আসা। এর পর pi/arduino এর পিনে।

    একটা diode + capacitor দিয়ে 2.5V AC কে DC করা যায়। কিন্তু দরকার আছে কি?


    Voltage divider এর R1=1M ohm. R2=10K ohm দিতে হবে। তাতে +2.5V থেকে -2.5V AC current পাওয়া যাবে। এর সাথে আরডিউনোর 5V DC কে drop down করে 2.5V করে যদি মিক্স করে দেই তবে থিউরিটিক্যলি [আমার ধারনা] 0 to 5V AC current পাবো।

    এটা কাজ করলে এ দিয়ে power factor মাপা যাবে। মটর খালি ঘুরছে কিনা বুঝা যাবে। AC current এর কারেন্ট-মিটার তৈরি করা যাবে। এবং কারেন্ট আছে কি নেই সেটাও বের করা যাবে ইনশাল্লাহ। শেষেরটা ২/= টাকায়।

    Need to check.

      Comments:
    • ^ এর সাইজ অনেক বড় হবে। এডাপটার/ট্রান্সফরমার ব্যবহার করছি না এগুলোর সাইজের জন্য। black box + led bulb এর সাইজ এর থেকেও অনেক বড়, জুতার বাক্সের মত সাইজ হবে। প্লাস খরচ বেশি, চারটা রেজিস্টারের থেকে।

    25-Jul-2018 7:49 pm

    26-Jul-2018 1:50 am


    ভোল্টেজ ডিভাইডার আর আরডুইনো দিয়ে 220V AC এর একটা সম্পূর্ন cycle মাপা যায় কিনা দেখছিলাম।

    সমস্যা হলো যার যার গ্রাউন্ডের সাথে ভোল্টেজ ঠিক দেখায়।

    1M + 10K voltage divider দিয়ে 228 V AC মাপলে আমি 2.28V AC পাই, যখন AC এর নিউট্রালকে ground ধরি। এটা ঠিক আছে।

    আবার 1k+1k voltage divider দিয়ে মেপে 5V DC কে 2.5V পাই এর গ্রাউন্ডের সাথে। এখানেও ঠিক।

    কিন্তু AC এর ground আর DC এর ground voltage সমানা না। 2.5 V difference আছে। তাই দুটো মিলালে এক্সপেকটেড রেজাল্ট থাকে না।

    কালকে দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা, ইনশাল্লাহ।

    26-Jul-2018 1:50 am

    26-Jul-2018 2:49 am


    ইমরান খান : ১০৯
    নওয়াজ শরিফ : ৬৭
    ভুট্টো : ৩৮

    ইমরান খান ক্ষমতায় আসছে পাকিস্তানে।

      Comments:
    • ^ সবচেয়ে সহজে কেবল এতটুকু করার জন্যই এই সকল জিনিস করা হচ্ছে।

    26-Jul-2018 2:49 am

    26-Jul-2018 10:57 am


    ইমরান খান :
    ৯০ এর দিকে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেটে জিতিয়ে দেন।
    এর পর রিটায়ার করেন।

    একুজেশন ছিলো, জিতলে উনি হোটেলে পার্টি করেন। এটা negative -ve.
    Positive +ve কোনো জুয়াড়ি উনার ধারের কাছে ঘেষতে পারতো না। উনি চলে যাবার পর পাকিস্তান টিম এদের খপ্পরে পড়ে যায়।

    এর পর কেন্সার হাসপাতালের জন্য দৌড় ঝাপ করেন +ve.
    এর পর নিজে দল খুলে পলিটিক্সে নামেন -ve.

    পলিটিক্সে সুবিধা করতে পারেন নি। বৃথাই কষ্ট।
    এখন ৩০ বছর পরে সাকসেস।

    বিয়ে নিয়ে ঝামেলায় ছিলেন। সাদা চামড়া বৃটিশকে বিয়ে করেন। এর পর তিন চার বার চেইঞ্জ। -ve.

    পাকিস্তানে ড্রোন হামলার বিপক্ষে সোচ্চার ছিলেন +ve.
    তালিবানরা উনাকে একবার তাদের রিপ্রেজেনটেটিভ করতে চেয়েছিলো।

      Comments:
    • //স্ট্যাটাস এর সাথে যায় না// মনে করছেন কেন?

    26-Jul-2018 10:57 am

    26-Jul-2018 1:08 pm


    ট্রল মন চাচ্ছে নিচে পাকিস্তানের জাতীয় সংগীত শেয়ার করি।

    কিন্তু এর পর ফেসবুকে স্টেটাস পড়বে "... এইজনকে দেখলাম একেবারে জাতীয় সংগিত..."।

    এর পর হামলা-মামলা-রেব-পুলিশ বহুত দিকে গড়াতে পারে।

    তাই এযুগে ট্রলও বুঝে শুনে করতে হয়। যেহেতু আমরা এখন স্বাধিন।

    একারনে নিচে ফিলিস্তিনের জাতীয় সংগিত শেয়ার করলাম শুধু।
    মিউজিক ছাড়া শুধু এটাই আছে।

    video:/img/photos_and_videos/videos/37721958_265374700915041_1607094711107977216_n_10155667159903176.mp4

    26-Jul-2018 1:08 pm

    27-Jul-2018 12:18 am


    পাকিস্তানের রিলিজিয়াস পার্টিগুলো কোথায়?


    সমস্যা হলো "কোন? রিলিজিয়াস পার্টি?" এখানে কোনো একটা দল নেই। সমান শক্তির হাজার দল। রিলিজিয়াস পার্টিগুলো বিভিন্ন আইডলজি, নেতা আর অন্তর্দন্ধে এত বিভক্ত যে কোনো দলেরই সিগনিফিকেন্ট কিছু করার শক্তি নেই।

    ঐক্যের জন্য ছাড় দিতে হয়। আর রিলিজিয়াস পার্টিগুলো দাড়ায় "ছাড় দেয়ার বিরুদ্ধে" সোচ্চার হয়ে।


    "গনতন্ত্রের কোনো ঠাই ইসলামে নেই"

    গনতন্ত্র বাদ দিয়ে অন্য যে কোনো তন্ত্র দিয়ে কিছু করার জন্যও জনবল-জনসমর্থন লাগে। তাই "জনসমর্থন-জনবল গনতন্ত্রের সাথে লিংকড, আমাদের এগুলো কিছু লাগবে না" এটিচুড দিয়ে কোনো দিকে মুভ করতে পারবেন না।


    মনে করেন আমাদের পাশের বাড়ির রফিক সাহেব সবচেয়ে বেশি দ্বিনদ্বার, সৎ, খোদাভিরু, যোগ্য লোক। উনি একা কিছু করতে পারবেন না, যদি না বিশাল জনবল উনাকে নেতা মানে। কেউ যদি উনাকে সমর্থন না করে, তবে কেউ উনার সাথে জুড়বে না।

    27-Jul-2018 12:18 am

    27-Jul-2018 2:15 pm


    একটা পানির মটরে কত গুলো অটোমেশন যোগ করা যায়?

  • ফ্লোট সুইচ। দিয়ে পানি ভরলে নিজে নিজে অফ। কমে গেলে নিজে নিজে অন।

    - পাইপে একটা কনডাকটর [সোজা কথায়, তার] বসিয়ে ডিটেক্ট করা যায় অন অবস্থায় পানি আসলেই যাচ্ছে কিনা।

    - তারের সাথে কারেন্ট সেন্সর লাগিয়ে মনিটর করা যায় এবনরমাল কারেন্ট টানছে কিনা। যদি ফিল্টার ব্লক হয়ে যায় বা খলি মটর ঘুরে তবে কারেন্ট বেশি বা কম হবে।

    - এর সাথে একটা ভোল্ট মিটার লাগিয়ে পাওয়ার ফেক্টর মেপে নিশ্চিৎ বুঝা যায় মটর খালি ঘুরছে কিনা।

    - একটা thermistor লাগিয়ে এর তাপমাত্রা দেখা যায়। বেশি গরম হয়ে যাচ্ছে কিনা।

    - পানির টাংকিতে একটা কেমেরা বসিয়ে মনিটর করা যায় সত্যি পানি উঠছে কিনা। উঠলে মোশন ডিটেক্ট করবে।

    - ব্যরোমিটার সেন্সর দিয়ে পানির চাপ দেখে ট্যংকিতে পানির লেভেল মাপা যায়।


    "এত কিছু দরকার আছে কি?"

    আগে একটা ফ্লোট সুইচ দিয়েই মানুষ সব করতো।

    এর পর মানুষ দেখে নিচের ট্যংকি যদি খালি হয় তবে মটর খালি ঘুরতে থাকে। আসলো দুটো ফ্লোট সুইচ।

    এর পর দেখে টানলেও ওয়াসায় পানি আসে না মটর খালি ঘুরতে থাকে। আসলো ওয়াটার সেন্সর।

    তাই মানুষ স্বভাবতঃই লেভেলের উপর লেভেল অটোমেশন করছে। ঠেকায় পড়ে। ফজরের সময় এলাকায় বেরুলে দেখা যায় রাস্তা রাস্তায় পানি ভেসে যাচ্ছে আশে পাশের বাড়ির টাংকি ওভার ফ্লো হয়ে।


    "এই সব না করে একজন গার্ড বসিয়ে দিলেই হয়। সে ছাড়বে বন্ধ করবে।"

    কিন্তু এর পর দেখতে পারবেন সে মাসে কতবার পানি ওভার ফ্লো করে। কতবার ডাক দিয়ে বলতে হয় "পানি নাই, মটর ছাড়ো"।

    তাই মানুষ বসালে এটা আরো এফিসিয়েন্ট হচ্ছে না। এর উপর তার খরচ, বেতন।


    "অটোমেশনের খরচ আছে না?"

    একটা সেন্সরের দাম এক ফুট একটা পাইপের টুকরা থেকে কম। সেন্সর লাগাতে আমি যেই তার টানছি, সেই তারের দাম ঐ সেন্সর গুলোর থেকে বেশি।

    এখানে টেকনিক্যল know how টার দাম বেশি। ইকুইপমেন্টগুলোর না।


    "কিন্তু আপনি চলে বা মরে গেলে এগুলো কে চালাবে? সব খুলে পুরানো সিসটেমে ফিরে যেতে হবে।"

    হয় তো। কিন্তু এই সবকিছু মিলে হয়তো ১০ হাজার টাকা দাম। একটা লোক রাখলেও তাকে ৫ হাজার টাকা মাসে বেতন দিতে হতো। তাই এর দাম এখনই উঠে যাচ্ছে।

    পরে সব খুলে ফেললেও লস নেই।

    #HabibAutomation

      Comments:
    • ^ না। এখন নিজের বাসায় করছি। বিক্রি করছি না।
    • ^ আমি একা করছি না। সংগে একজন ইঞ্জিনিয়ার আছেন। আমি যেটা করতে পারি তা হলো উনাকে ট্রেইন আপ করে দিতে পারি। উনি এগুলো থেকে শিগ্রি নিজের প্রোফেশন তৈরি ফেলতে পারবেন, হয়তো ইনশাল্লাহ।
    • ^ না নেই।
    • //কিছু কিছু ভাই তাদের স্ত্রীদের ওপরে অসহনীয় মানসিক নির্যাতন চালান//

      আনেক স্ত্রী আমাদের দ্বিনী ভাইদের উপর অসহনীয় মানসিক নির্যাতন চালাচ্ছেন -- এরকম ঘটনাই এখন বেশি। এর বিরুদ্ধে এখন সোচ্চার হবার সময় এসেছে। নেটে "পুরুষ আধিকার আন্দোলন" খুজে দেখতে পারেন।

    27-Jul-2018 2:15 pm

  • 28-Jul-2018 12:56 am


    জব খুজার একটা টিপ :

    চাকরিটা পেলে আপনার কি উপকার হবে সেই প্রসংগ তুলবেন না। আপনাকে চাকরিতে নিলে কম্পানির কি উপকার হবে সেটা হাইলাইট করবেন।

    তাই
    "ঐ রকম কাজ করার অনেক ইচ্ছা।"
    "এই কম্পানিতে আমার চাকরি করার আনেক দিনের শখ"

    এই ধরনের কথা বাদ,

    Worst,
    "বড় বিপদে আছি, চাকরিটা খুব দরকার"
    "চাকরিটা পেলে অনেক উপকার হতো"

    এগুলো সব আপনার কেন্দ্রিক কথা। আপনি শুধু নিজেকে নিয়ে চিন্তা করছেন।

    কিন্তু কম্পানি চায় এ রকম কাউকে যে কম্পানিকে নিয়ে চিন্তা করবে।

    তাই ফোকাস দেন আপনি কি করতে পারবেন সেটার দিকে :

    "আমি এই করতে পারবো"
    "আমি এই এই দায়িত্ব দেখতে পারবো"

    এগুলো পজিটিভ। আপনি দায়িত্ব নিতে তৈরি সেটা বুঝায়।

      Comments:
    • "আপনার IoT তে আমি ফ্রি কোড করে দিতে পারবো"
      "আমার ক্লাউড নলেজ আছে। প্লাস AI, BI, MI! এগুলো দিয়ে এমন অনেক কিছু করা যাবে যেগুলো আপনারা এখনও চিন্তা করছেন না।"
      ^___ that's even better.

    28-Jul-2018 12:56 am

    28-Jul-2018 12:54 pm


    আরডুইনো দিয়ে oscilloscope [ওসিলোসকোপ]।

    "কি ভাবে?"

    এর এনালগ পিনে ভোলটেজ ফ্রিকুয়েন্সি লাগিয়ে সেম্পল নিতে হবে এক সাইকেল। সেকেন্ডে প্রায় ১০ হাজার সাম্পেল নিতে পারে। এটা কম্পিউটারে পাঠিয়ে গ্রাফ।

    নিচে AC কারেন্টের সাইকেল দেখা যাচ্ছে।

    "এটা কি কাজে লাগে?"

    আমরা যখন AC voltage বা current মাপি তখন এই ওয়েভটার এভারেজ মাপি। ওয়েভটা সত্যকারে দেখতে পেলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় শুধু এভারেজ জানার থেকে।

    "শুধু ভোল্টেজ? অন্য কিছু মাপা যায় না?"

    সব কিছুকেই ভোল্টেজে কনভার্ট করে নেয়া যায় রেজিষ্টর ক্যপাসিটর দিয়ে।

    এটা ভবিষ্যৎ ডেভালেপমেন্ট আর ডিবাগিংয়ের জন্য হেল্পফুল। যেমন এখান থেকে আমি বুঝতে পারছি কেন (max-min)*0.707 দিয়ে RMS পাই না। ওয়েভটা সাইনোসাইডাল না। অনেকটাই ট্রায়াংগুলার। কোনো কারনে।

    28-Jul-2018 12:54 pm

    28-Jul-2018 2:21 pm


    মোহাম্মদপুরে উলামাদের জোড় তবলিগ নিয়ে।


    জোড় আরম্ভ হবার আগে ourislam লিখেছিলো আলমি শুরায় শফি সাহেবকে অন্তর্ভুক্তি। বিশ্ব ইজতেমায় উলামাদের বয়ানের দাবি এই সব আসতে পারে।

    এগুলো সবই overstep. জোর করে তবলিগের বাইরের কেউ তবলিগের কন্ট্রোল নিতে পারলেই তবলিগের লক্ষ মানুষ তার তাবেদার হবে না।

    এরকম হলে আমি বলতাম উলামারা পথচ্যুত হচ্ছেন।


    সত্যিকারে জোড়ে এই সব দাবি কোনোটাই আসে নি। বরং বলা হয়েছে কেন সাদ সাহেবের অনুসরন জায়েজ নেই।

    - তবলিগ ছাড়া বাকি সব মেহনতকে আন্ডারমাইন করা।

  • নিজেই আমির হবার ঘোষনা দেয়া।
  • দারুল উলুমের শংকা উনি আহলে সুন্নাহ থেকে বিচ্যুত হচ্ছেন।

    এবং উলামারা ইজতেমার একটা তারিখের পক্ষ নিয়েছেন। এর কারন সম্ভবতঃ এখন মারকাজ ভাগ হবার সাথে সাথে ইজতেমাও ভাগ হয়ে যাচ্ছে।

    এই ব্যপারে ডিটেলস জানা নেই।


    আব্দুল মালেক সাহেব, যার ফতোয়া কিছুদিন আগে ওয়েভ ক্রিয়েট করেছিলো, বলেন : অনেকে মাওলানা সাদকে আমীর মনে করেন। এক্ষেত্রে মূলনীতি হলো আমীর হওয়ার জন্য প্রয়োজন তামীর হওয়া অর্থাৎ আমীর বানানো। অথবা ওলামায়ে কেরাম তার হাতে ইমারতের বায়াত হওয়া। এক্ষেত্রে কেউ স্বঘোষিত আমীর হতে পারে না।

    মাওলানা সাদ এর অনুসরণ করা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, মাওলানা সাদ কান্ধলভী নিজেকে স্বঘোষিত আমীর দাবী করেছেন। কিন্তু মাওলানা সাদ সাহেবের ক্ষেত্রে তামীর পাওয়া যায়নি এবং ওলামাদের বায়াতও পাওয়া যায়নি।

    তার মধ্যে এ দুটা পাওয়া না যাওয়ায় তার আমীর হওয়া ফিকহী হাইছিয়াতে গলত। যখন তার আমীর হওয়াটাই গলত তখম তো ইতায়াতের প্রশ্নই আসে না।


    তবলিগে বিশাল উত্থান পতন চলছে। শেষে কোন দিকে যায় এটা অনিশ্চিৎ। এবং এখনো দিনে দিনে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

    এটা খারাপ লক্ষন।
    Keep watching.

    28-Jul-2018 2:21 pm

  • 28-Jul-2018 9:19 pm


    গত কয়েক মাসে ইলেকট্রনিক্স দেখলাম। যা বুঝলাম :


    ইলেকট্রনিক্স প্রোগ্রামিংয়ের মত।

    1 , 2, 3, 4 সংখ্যাগুলোর জায়গায় ভোল্ট, এম্পেয়ার
    যোগ বিয়োগ পুরন ভাগ = রেজিসটর, কেপাসিটর
    if then else while = ট্রানজিসটর, রিলে, সুইচ
    function, method = IC
    OS, Language = microprocessor.


    সফটওযার লিখে আপনি যা করতে পারবেন তার একটা বড় অংশ কোনো সফটওয়ার না লিখে ইলেক্ট্রনিক্স দিয়ে করে ফেলতে পারবেন। এটার ইনপুট ওটার সাথে এভাবে অনেক তার পেচিয়ে।

    এবং জিনিসগুলো কমপ্লেক্স হতে থাকবে যেমন সফটওয়ার কমপ্লেক্স হতে থাকে। এর পর কমন ফাংশনগুলোর জন্য আইসি বেরিয়ে যায়। অনেক ইলেকট্রনিক্স কমে আসে বোর্ড থেকে। ঐ আইসির ভেতরে ঐ সব ইলেক্ট্রনিক্স তার পেচ ইমপ্লিমেন্ট করা আছে মাইক্রো স্ট্রাকচারে [লজিক গেইট]।


    এখন যেমন চারদিকে সফটওয়ারের জয়জয়কার, তেমনি ৮০ এর দশকে ছিলো ইলেকট্রনিক্সের। কারনটা এখন বুঝতে পারছি। ঐ যুগের প্রোগ্রামাররা তখন ইলেক্ট্রনিক্স দিয়ে প্রোগ্রামিং করতো।


    হার্ডওয়ার সামান্য কিছু বাড়ালে সফটওয়ার দ্বিগুন চারগুন বাড়াতে হয়। কারন নতুন নতুন অনেক কিছু করার পসিবিলিটি খুলে যায়। শুধু লিখলেই হলো। হার্ডওয়ার-ড্যটা সামনেই আছে।


    হার্ডওয়ার এখন আবার ট্রেকশন পাচ্ছে। রোবোটিক্স, IoT, অটোমেশন এসবের কারনে। এখানে সফটওয়ারের কাজও প্রচুর। মোবাইল-কম্পুটার সাইডে ইনোভেশন যেহেতু বহু বছর ধরে বন্ধ হয়ে আছে।

      Comments:
    • ^ এখানে করতে পারেন। একই প্রশ্ন যদি অন্য কারো থাকে তবে তারাও একই সাথে জানতে পারবে। আমাকে আর বার বার টাইপ করতে হবে না।
    • ^ আওয়ার ইসলামের কথা একেবারে অবান্তর না। কোনো কোনো উলামা এই মজমায় এই সব দাবি তুলেছে। ফাইনাল ডিসিশনে এইগুলো ছিলো না, শুধু এতটুকুই সেইফ। মুফতি মিযানুর রহমান সাঈদ নামে একজন দেখলাম এই দাবিগুলো তুলেছেন। সম্ভবতঃ আরো অনেকে এমন স্বপ্ন দেখছেন। এখানে একটা বাছাই এর প্রয়োজন আছে। কোনো দলেরই সবাই সঠিক না। ফিতনার সময় যেহেতু।

    28-Jul-2018 9:19 pm

    29-Jul-2018 6:29 am


    "বাংলাদেশে বসে যেমন আপনারা মুহাম্মাদ বিন সালমানের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারেন, সৌদিতে বসে আমি হাসিনাকে সেটা পারি, এই পার্থক্য। জায়গামতো কথা বলা কোথাও নিরাপদ নয়।"

    - মাওলানা মিজান হারুন।

    29-Jul-2018 6:29 am

    29-Jul-2018 9:34 pm


    জেনারেটরের 12 Volt lead acid ব্যটারি চার্জ দিলাম ল্যপটপের চার্জার দিয়ে।


    "হুহ? চার্জার বিষ্ফোরিত হয় নি?"

    না। বস্তুতঃ চার্জার কখন পুড়ে যাবে সেটা নির্ভর করে এর এম্পেয়ার কারেন্টের উপর। চার্জারের গায়ে লিখা ছিলো 2 Ampere. যখন চার্জ দিচ্ছিলাম তখন মাল্টিমিটার দিয়ে মেপে দখেছি 1.5 Ampere current টানছিলো।


    "দুই মাথা লাগিয়ে দিলেই হলো?"

    না ভোল্টেজ কনভার্টার লাগবে। ব্যটারি চার্জ দিতে হবে খুবই একুরেটলি 13.9 থেকে 14.0 ভোল্টের মাঝে। এই ভোল্টেজের কোনো এডাপটার আপনি পাবেন না। ল্যপটপের চার্জার ছিলো 18V এর।

    তাই ২০০/= দিয়ে অনলাইন থেকে একটা DC Voltage converter module কিনতে হয়েছে। এটার উপর একটা স্ক্রু টিউন করে output voltage যা চাই তততে নামিয়ে এর পর চার্জ।


    খরচ : ২০০/= DC Voltage converter module এর জন্য।

    এটা না করে যদি ব্যটারি খুলে রিকশা দিয়ে নিয়ে চার্জ দিয়ে আসতাম তবে রিকশা ভাড়া যেতো ২০০/=। এর উপর চার্জের জন্য আরো ৩০০-৫০০ টাকা।

    এর উপর দোকানদার আন্দাজি হয় ওভার চার্জ বা আন্ডার চার্জ করে ব্যটারি ফিরিয়ে দিতো।

    আর ব্যটারি চার্জার নিজে একটা কিনতে গেলে লাগতো ৩ হাজার থেকে ৫ হাজার টাকা।

      Comments:
    • ^ ব্যটারির সাথে লাগানোর সময় মাল্টিমিটার দিযে মেপে দেখতে পারবেন ব্যটারি চার্জ হবার জন্য এখন কত কারেন্ট টানছে। এডাপটারের রেটিং থেকে বেশি কারেন্ট টানলে খুলে ফেলবেন, দেবেন না। সময়ের সাথে সাথে এটা কমবে, বাড়বে না।

      Ampere কন্ট্রোল করার জন্য কিছু voltage converter এ টিউনার আছে। আপনি যা সেট করে দেবেন এর বেশি এমপেয়ার দেবে না। আমি যে converter ব্যবহার করেছি সেটায় এটা ছিলো না। যদিও অনলাইনে তারা দাবি করছিলো এটা আছে। প্লাস কিছু এডাপটারের এমপেয়ার কন্ট্রোল সারকিট থাকে। কেপাসিটির থেকে বেশি এমপেয়ার দেবে না।

    29-Jul-2018 9:34 pm

    29-Jul-2018 10:13 pm


    একটা মাল্টিমিটার দিয়ে মেপে কি করে বুঝবেন lead acid ব্যটারিতে [গাড়ি-আইপিএস বা জেনারেরের ব্যটারি] কত পার্সেন্ট চার্জ আছে?

    এখানে এর চার্ট। বস্তুতঃ আপনার আইপিএসে যদি ব্যটারি চার্জের ইন্ডিকেটর থেকে তবে LED গুলো এই ট্যবেল ফলো করে।

    29-Jul-2018 10:13 pm

    30-Jul-2018 1:53 pm


    constant current আমার কাছে একটা রহস্য। current depend করবে resistance এর উপর।

    রেজিসটেন্স কমলে বাড়লেও ডিসি সাপলাই নির্দিষ্ট ভোল্টেজে নির্দিষ্ট কারেন্ট সাপ্লাই দেবে কি করে? অথচ বাজারের প্রচলিত DC supply machine গুলোতে voltage current দুটোই ফিক্স করে দেয়া যায়।

    আমার ধারনা সাপ্লাই তার ইন্টারনাল রেজিসটেন্স বাড়িয়ে কমিয়ে এটা ঠিক রাখে। এর জন্য আইসি আছে হয়তো।

    প্লাস কারেন্ট যেটা ফিক্স করে দেয়া হয় এটা মেক্সিমাম কারেন্ট।

    30-Jul-2018 1:53 pm

    30-Jul-2018 10:52 pm


    একটা Full fledged, automatic lead acid battery charger তৈরি এবং ব্যবহার শেষ।


    লেগেছে :

  • 5V relay
  • Current sensor
  • 18V 2A laptop charger.
  • DC voltage converter module.
  • Rectifier Diode.
  • Arduino.
  • Pi.

    আরডিউনো পাই শেয়ারড। এগুলো আন্যান্য কাজেও ব্যবহার হচ্ছে।


    Current sensor দিয়ে চার্জে কত কারেন্ট টানছে মাপতে পারছি। Pi এ দিয়ে রেখেছি ৫ মিনিট পর পর যেন লগ করে।

    নেটে বলা ছিলো 14V এ ব্যটারি চার্জ হতে থাকবে high ampere এ। এবং full charge হয়ে গেলে ধুপ করে ampere fall করবে। অনেকক্ষন চার্জে দিয়ে রাখার পর তাই হলো ধুপ করে 1.5 Amp থেকে প্রায় 0 Amp এ কারেন্ট পড়ে যায় ৫-১০ মিনিটের মাঝে।

    এর পর Float charge করতে হবে। অর্থাৎ 13.6 V এ চার্জে সবসময় লাগিয়ে রাখতে হবে। এতে খুবই সামান্য কারেন্ট খরচ হবে, কিন্তু ব্যটারি যে রেটে চার্জ-লস করতে থাকবে, পুরোটাই লাইভ রি-চার্জ করে সবসময় full charge এ রাখবে। এই রকম করতে পারলে এক ব্যটারি বহু দিন চলেবে ইনশাল্লাহ।


    এর পর প্লেন : এই ব্যটারি দিয়েই Online UPS তৈরি করা। কারেন্ট চলে গেলে যেন ইকুপমেন্টগুলো চলে।

    সাইড ইফেক্ট : দেখি জেনারেটর স্টা্র্ট দেবার সময় ব্যটারির ভোল্টেজ ড্রপ করে কিনা।

    করলে অন্য চিন্তা। :-)

    30-Jul-2018 10:52 pm

  • 31-Jul-2018 1:18 am



    গনতন্ত্রকে আমি কুফর মনে করি না। যদিও দেওবন্দি উলামাদের মাঝে কারো কারো এরকম ফতোয়া আছে। আমি তাদের সাথে দ্বিমত পোষন করি।

    কিন্তু যারা নির্বাচনে দাড়ায় তাদের আমি ক্ষমতালোভী মনে করি। ভালো নিয়তে যারা দাড়ায় তাদেরকেও ক্ষমতালোভী মনে করি।


    "দরবারী আলেম" নামটা আমি তাসাউফ ধারায় পড়তাম এক কালে। এর পর সালাফিদের একাংশকে দেখেছি তাসাউফের বাকি সব কিছুর বিরোধি হলেও এই টার্মটা পিক আপ করে নিতে।

    দরবারী হওয়াটাকে "অপছন্দনীয়" মনে করি। যেমন ইমাম আবু হানিফা সরকারী পদ নিতে অস্বিকার করেছিলেন। কিন্তু কোনো আলেম যদি দরবারেই যায় তবে এর জন্য তাকে বাই ডিফল্ট বাতেল-পরিত্যজ্য মনে করি না।

    হানাফি ফিকাহর বই যেমন, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে শামি এগুলো রাজা-বাদশাহদের পৃষ্টপোষকতাতেই লিখা হয়েছিলো। এবং এগুলো আমাদের কাছে গ্রহনযোগ্য।

    31-Jul-2018 1:18 am

    31-Jul-2018 11:43 am


    বাসায় একটা মেনুযাল ওয়াশিং মেশিন আছে। ৮০০০/= টাকা দিয়ে কিনেছিলাম।

    ইলেক্ট্রনিক্স যতটুকু শিখেছি তাতে এটা অটোমেটিক বানানো এখন সময়ের দবি। লাগবে দুটো ওয়াটার সলনইড ভাল্ব। দেশে পাওয়া যায়। ৩০০-৮০০ টাকা দাম হবে হয়তো। একটা দিয়ে নতুন পানি আসবে, অন্যটা পানি ফেলে দেবে। মেশিনের টাইমার এখন ম্যকানিক্যল টুইস্ট সুইচ। এগুলো কেটে ফেলে দিয়ে ইলেকট্রনিক রিলে-আরডিউনো লাগাতে হবে। এর পর ইনশাল্লাহ done. :-)

    খরচ হবে হয়তো ২ হাজার টাকা। অটোমেটিক মেশিন কিনতে গেলে এক্সট্রা খরচ হতো আরো ১২ হাজার টাকা।

      Comments:
    • প্রোগ্রামেবেল ওয়াস সাইক্যল করা যায়। কিন্তু এর জন্য বাটন লাগাতে হবে, এবং সম্ভবতঃ ওভার ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে।

      তাই প্রথমে average দিয়ে দেবো। দুটো মুজা দিয়ে ধোয়া নিষেধ। সবসময় 40%-80% লোডে ধুতে হবে। তাহলে constant water supply দিলেও হবে।

    31-Jul-2018 11:43 am