Post# 1530731501

5-Jul-2018 1:11 am


সমস্যা : একটা arduino দিয়ে ২০-৩০ পিস 5V relay কন্ট্রোল করা যাবে না। রিলে অন থাকলে রিলেগুলো অনেক কারেন্ট টানে। আরডুইনো বোর্ডের পিনগুলো এত কারেন্ট দিতে পারবে না।

সমাধান : Optocoupler ব্যবহার করা। এটা কি চিজ? একটা IC, যার এক দিকের দুই পিনে ভোলটেজ দিলে অন্যদিকের দুই পিন শর্ট হয়ে on হয়ে যাবে। Transistor এর মতো। এটা লাগাতে হবে আর্ডুইনো আর রিলের মাঝে।

Arduino এর পিন অন করবে optocoupler কে।
optocoupler অন করবে রিলে কে।
Relay অন করবে বাতি-মটর-ফেন এর সুইচ কে।

তাহলে দেখা যাচ্ছে Transistor, Optocoupler, Magnetic Relay সবগুলোর কাজের ধরন মোটামুটি এক। তবে এক কাজের জন্য এত চিজ কেন?

Whatever, ২০ টা Optocoupler অর্ডার দিলাম ৫/= পার পিসে ১০০/= টাকায়। কাজ হলে ভালো। :-)

5-Jul-2018 1:11 am

Published
5-Jul-2018