বাজারে কারেন্টের তার বিক্রি করে তার নম্বর দিয়ে। কিন্তু আমাদের প্রয়োজন হয় এম্পেয়ারেজ দিয়ে।
এখানে বাজারে প্রচলিত তারের নম্বর আর তার এম্পেরেজ রেটিং।
উল্লেখ্যে ৭/২২ তারে - ২২ গ্যাজের ৭ টা তার থাকবে।
২২ গ্যাজ [gauge] বলতে বুঝায় ২২ টা তার পাশাপাশি ধরলে ১ ইঞ্চি হবে। তাই gauge যত বেশি তার তত চিকন।
এম্পেরেজ থেকে কত লোডে কি রকম তার লাগবে বের করা যায়।