Water motor dry run হলে -- মানে পানি ছাড়া খালি বাতাসে চলতে থাকলে অনেক সমস্যা :
১। বাজে কারেন্ট খরচ হয়। যেটার বিল দিতে হয়।
২। পানির মিটার ঘুরতে থাকে আর পানির বিল উঠে। যদিও পাচ্ছি বাতাস।
৩। পানি যে উঠছে না সেটা বুঝতে দেরি হয়।
৪। মটরে লোড নেই বলে প্রচন্ড জোরে ঘুরতে থাকে। এক সময় বিয়ারিং গুলো গরম হয়ে পুড়ে যায়।
সমাধান হলো dry run হলে মটর বন্ধ হয়ে যাবে এমন কোনো সিসটেম তৈরি করা।
Dry run detection এর sure fire system হলো power factor মাপা। এটা একটু জটিল পদ্ধতি। তিনটা AC volt-meter লাগাতে হবে তিনটা পয়েন্টে। মটরের live wire এ একটা ছোট resistance দিয়ে দুটো পয়েন্ট। আর neutral wire হলো তৃতীয় পয়েন্ট। এই voltage গুলো নিয়ে কিছু calculation করলে power factor পাওয়া যাবে।
দ্বিতীয় পদ্ধতি হলো current মাপা। current নরমালের থেকে কম হলে dry run. কিন্তু তাতে normal current কত সেটা আগে থেকে মেপে জানা থাকতে হবে। এবং মটরের load, condition বদলালে বা অন্য মটর লাগালে নতুন করে calculation করে নিতে হবে।
হয়তো দ্বিতীয়টা প্রথমে করে এর পর সময় পেলে প্রথম পদ্ধতিতে যাবো ইনশাল্লাহ।
#HabibAutomation
- Comments:
- ^ WASA র পানি টানার জন্য আলাদা মটোর লাগে। এটায় আবার সব সময় পানি আসে না।