Post# 1532237762

22-Jul-2018 11:36 am


"আমি বই পড়ে দ্বিন শিখি..."

"বই পড়ে যারা শিখে তারা আপনার মতই পথভ্রষ্ট হয়। আলেমদের থেকে জানবেন তাদের সংগে থেকে তাদের জিজ্ঞাসা করে। তবেই সঠিক দ্বিন ...."

"আমাদের পাশের একজন মুফতি সাহেব জীবন বিমার পলিসি বিক্রি করে..."

"তাদের কথা বলছি না। হাক্কানি আলেম বের করতে হবে।"

"হাক্কানি আলেম বলতে আপনি বুঝাচ্ছেন আপনার মাথায় যে আলেমের নাম ঘুরছে তাদের কারো নাম যেন আমি নিজে থেকে বলি, আর আপনি সংগে সংগে বলবেন হ্যা হ্যা এরাই .... এই তো?"

"না যে কোনো হাক্কানি আলেম হলেই হবে। কত আছে।"

"আমার নিকট আত্মিয়দের মাঝে কোনো আলেম বা ডাক্তার নেই। একটু দূরের কারো কাছে গেলে সে নিজের মাদ্রাসা-দরস এসব রেখে আমার প্রতিটা প্রশ্নের জন্য সময় দেবে কেন?"

"কত মানুষ জিজ্ঞাসা করছে, আপনি পারবেন না কেন? প্রশ্ন পাঠাতে পারেন। তারা উত্তর ছাপিয়ে দেবে।"

"বলছেন, সেই উত্তর গুলো থেকে শিখলে ঠিক আছে?"

"হ্যা"

"এর পর সবগুলো উত্তর এক করে বই আকারে প্রকাশ করলে সেই বই থেকে শিখা ঠিক না, কারন তখন এটা হবে বই পড়ে শিখা?"

"না, সেটা বলছি না...."

"তবে কি বলছেন?"

22-Jul-2018 11:36 am

Published
22-Jul-2018