বাসায় একটা মেনুযাল ওয়াশিং মেশিন আছে। ৮০০০/= টাকা দিয়ে কিনেছিলাম।
ইলেক্ট্রনিক্স যতটুকু শিখেছি তাতে এটা অটোমেটিক বানানো এখন সময়ের দবি। লাগবে দুটো ওয়াটার সলনইড ভাল্ব। দেশে পাওয়া যায়। ৩০০-৮০০ টাকা দাম হবে হয়তো। একটা দিয়ে নতুন পানি আসবে, অন্যটা পানি ফেলে দেবে। মেশিনের টাইমার এখন ম্যকানিক্যল টুইস্ট সুইচ। এগুলো কেটে ফেলে দিয়ে ইলেকট্রনিক রিলে-আরডিউনো লাগাতে হবে। এর পর ইনশাল্লাহ done. :-)
খরচ হবে হয়তো ২ হাজার টাকা। অটোমেটিক মেশিন কিনতে গেলে এক্সট্রা খরচ হতো আরো ১২ হাজার টাকা।
- Comments:
- প্রোগ্রামেবেল ওয়াস সাইক্যল করা যায়। কিন্তু এর জন্য বাটন লাগাতে হবে, এবং সম্ভবতঃ ওভার ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে।
তাই প্রথমে average দিয়ে দেবো। দুটো মুজা দিয়ে ধোয়া নিষেধ। সবসময় 40%-80% লোডে ধুতে হবে। তাহলে constant water supply দিলেও হবে।