"আলেম বিদ্বেষি" পোষ্ট দেবার পর আল্লাহ তায়ালা গতকাল জোহরের নামাজ পড়ালেন মালিবাগ শরইয়্যাহ মাদ্রাসায়। আর "আহলে হাদিস বিদ্বেষি" পোষ্ট দেবার পর আজকে ফজর পড়ালেন আহলে হাদিস মসজিদে।
এ কারনে মুসলিমদের কোনো গ্রুপের প্রতি ঘৃনা রাখা বা তাদের বিরুদ্ধে আক্রমনাত্বক কথা বলার আমি বিরোধি। গ্রুপের আইডলজি যাই হোক না কেন। যতক্ষন পর্যন্ত তারা ঈমানদার।
যে পথেই চলুক কেউ খারাপ না। খারাপ হলো নিজেদের মাঝে ঝগড়া করা।