আরডুইনো দিয়ে oscilloscope [ওসিলোসকোপ]।
"কি ভাবে?"
এর এনালগ পিনে ভোলটেজ ফ্রিকুয়েন্সি লাগিয়ে সেম্পল নিতে হবে এক সাইকেল। সেকেন্ডে প্রায় ১০ হাজার সাম্পেল নিতে পারে। এটা কম্পিউটারে পাঠিয়ে গ্রাফ।
নিচে AC কারেন্টের সাইকেল দেখা যাচ্ছে।
"এটা কি কাজে লাগে?"
আমরা যখন AC voltage বা current মাপি তখন এই ওয়েভটার এভারেজ মাপি। ওয়েভটা সত্যকারে দেখতে পেলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় শুধু এভারেজ জানার থেকে।
"শুধু ভোল্টেজ? অন্য কিছু মাপা যায় না?"
সব কিছুকেই ভোল্টেজে কনভার্ট করে নেয়া যায় রেজিষ্টর ক্যপাসিটর দিয়ে।
এটা ভবিষ্যৎ ডেভালেপমেন্ট আর ডিবাগিংয়ের জন্য হেল্পফুল। যেমন এখান থেকে আমি বুঝতে পারছি কেন (max-min)*0.707 দিয়ে RMS পাই না। ওয়েভটা সাইনোসাইডাল না। অনেকটাই ট্রায়াংগুলার। কোনো কারনে।