"এডভান্সড জিনিসগুলোর জন্য আলেমদের কাছে যেতে হবে।"
এডভান্সড জিনিসগুলো এমন না যে কোনো আলেম অন দা স্পট বলে দিতে পারবেন।
"মোবাইল ফোনে ছবি তোলা কি জায়েজ?"
"মাওলানা সাদ সাহেবের অনুসরন কি জায়েজ?"
এর জন্য ঐ আলেমের অনেক গবেষনা লাগবে, ফতোয়া লিখতে হবে। এর পর peer review, অন্যান্য আলেমগন দেখবেন, অধিকাংশ আলেমগন এগ্রিমেন্টে আসবেন। এর পর সে ফতোয়া ছাপানো অবস্থায় আমাদের কাছে আসার পর আমরা জানতে পারবো।
আলেমদের কাছে গিয়ে মুখে মুখে যদি কিছু শুনতে হয় তবে বেসিক জিনিসগুলো শুনাই যুক্তি সংগত। নামাজ কি করে পড়তে হবে? ওজু কি করে করতে হবে? এগুলো কারো কাছে না দেখে যেহেতু শিখা যায় না।
লিখিত ফতোয়া লিখা থেকে পড়া নিষেধ কারন সেটা হবে "বই পড়ে শিখা"। বরং ঐ ফতোয়াটাই প্রত্যেকের উচিৎ আলাদা আলাদা ভাবে উনার কাছে গিয়ে মুখে মুখে শুনে আসা -- এটা নিশ্চই আপনি দাবি করছেন না?
তবে এডভান্সড কোন জিনিসের জন্য আপনি বলছেন "বই পড়ে না শিখে আলেমদের কাছে যান"?
এখন যদি আপনি স্পেসিফিক করেন "এই এই কেইসে আলেমদের কাছে যেতে হবে" তবে এটা আমার যুক্তির মুখে চাপে পড়ে করছেন। কারন এতদিন আপনার কাছে জেনারেল রুল হিসাবেই শুনতাম "বই না পড়ে আলেমদের কাছে যান।"