"যত মানুষ পথভ্রষ্ট হবে এর সব দায়িত্ব আপনার"
১
উপরেরটা একটা কমন ডায়লগ নেটে। এদেরকে আমি বলি "দায়িত্ব বিতরন পার্টি"। এদের আরেকটা ডায়লগ "...এর দায়িত্ব কে নেবে?" কমেন্ট। সরাসরি "দায়িত্ব আপনার ঘাড়ে" না বলে বুঝিয়ে দিচ্ছে।
২
মনে করেন আদি যুগে এক লোক বাজারে ছুরি বিক্রি করতো। আমাদের ফেসবুকিয় "দায়িত্ব বিতরন পার্টি" ঐ যুগেও ছিলো। এসে বললো :
: আপনি যত ছুরি বিক্রি করছেন। এই ছুরি দিয়ে যত লোককে খুন করা হবে। এর সব দায়িত্ব আপনার। এর সব গুনাহর বোঝা আপনার ঘাড়ে দেয়া হবে....
লোকটা বললো : আইচ্ছা।
এর পর মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত।
৩
বাসার প্রতি ফ্লাটে ফ্রি ওয়াইফাই দিয়েছি।
একজন এসে বলছে : "এই ইন্টারনেট দিয়ে যত গুনাহ করবে সব দায়িত্ব..." আমাদের দায়িত্ব বিতরন পার্টির কমন ডায়লগ।
বললাম : যে বাসা ভাড়া দিয়েছি সেগুলোতে বসে যে যত গুনাহ করবে তার দায়িত্বও কি আমার ঘাড়ে আসবে? আমার দেয়া ভাড়া বাসায় যেহেতু গুনাহ করছে?
- Comments:
- ইচ্ছাকৃত ভাবে এই বিষয়ে মাসলা বা ফিকাহগত আলোচনা এড়িয়ে গিয়েছে। এগুলো জানার জন্য কোনো আলেম বা বই পড়ে জেনে নিতে পারবেন।