Post# 1532078987

20-Jul-2018 3:29 pm


"যত মানুষ পথভ্রষ্ট হবে এর সব দায়িত্ব আপনার"


উপরেরটা একটা কমন ডায়লগ নেটে। এদেরকে আমি বলি "দায়িত্ব বিতরন পার্টি"। এদের আরেকটা ডায়লগ "...এর দায়িত্ব কে নেবে?" কমেন্ট। সরাসরি "দায়িত্ব আপনার ঘাড়ে" না বলে বুঝিয়ে দিচ্ছে।


মনে করেন আদি যুগে এক লোক বাজারে ছুরি বিক্রি করতো। আমাদের ফেসবুকিয় "দায়িত্ব বিতরন পার্টি" ঐ যুগেও ছিলো। এসে বললো :

: আপনি যত ছুরি বিক্রি করছেন। এই ছুরি দিয়ে যত লোককে খুন করা হবে। এর সব দায়িত্ব আপনার। এর সব গুনাহর বোঝা আপনার ঘাড়ে দেয়া হবে....

লোকটা বললো : আইচ্ছা।
এর পর মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত।


বাসার প্রতি ফ্লাটে ফ্রি ওয়াইফাই দিয়েছি।

একজন এসে বলছে : "এই ইন্টারনেট দিয়ে যত গুনাহ করবে সব দায়িত্ব..." আমাদের দায়িত্ব বিতরন পার্টির কমন ডায়লগ।

বললাম : যে বাসা ভাড়া দিয়েছি সেগুলোতে বসে যে যত গুনাহ করবে তার দায়িত্বও কি আমার ঘাড়ে আসবে? আমার দেয়া ভাড়া বাসায় যেহেতু গুনাহ করছে?

    Comments:
  • ইচ্ছাকৃত ভাবে এই বিষয়ে মাসলা বা ফিকাহগত আলোচনা এড়িয়ে গিয়েছে। এগুলো জানার জন্য কোনো আলেম বা বই পড়ে জেনে নিতে পারবেন।

20-Jul-2018 3:29 pm

Published
20-Jul-2018