Post# 1532581028

26-Jul-2018 10:57 am


ইমরান খান :
৯০ এর দিকে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেটে জিতিয়ে দেন।
এর পর রিটায়ার করেন।

একুজেশন ছিলো, জিতলে উনি হোটেলে পার্টি করেন। এটা negative -ve.
Positive +ve কোনো জুয়াড়ি উনার ধারের কাছে ঘেষতে পারতো না। উনি চলে যাবার পর পাকিস্তান টিম এদের খপ্পরে পড়ে যায়।

এর পর কেন্সার হাসপাতালের জন্য দৌড় ঝাপ করেন +ve.
এর পর নিজে দল খুলে পলিটিক্সে নামেন -ve.

পলিটিক্সে সুবিধা করতে পারেন নি। বৃথাই কষ্ট।
এখন ৩০ বছর পরে সাকসেস।

বিয়ে নিয়ে ঝামেলায় ছিলেন। সাদা চামড়া বৃটিশকে বিয়ে করেন। এর পর তিন চার বার চেইঞ্জ। -ve.

পাকিস্তানে ড্রোন হামলার বিপক্ষে সোচ্চার ছিলেন +ve.
তালিবানরা উনাকে একবার তাদের রিপ্রেজেনটেটিভ করতে চেয়েছিলো।

    Comments:
  • //স্ট্যাটাস এর সাথে যায় না// মনে করছেন কেন?

26-Jul-2018 10:57 am

Published
26-Jul-2018