১
ছাত্রদেরকে শুধু তাদের বাপ পিটাতে পারবে, উস্তাদ না।
"কিন্তু উস্তাদ তো বাপের মতো"
তার পরও না।
২
"পীর যদি হুকুম দেয় তবে জায়নমাজে শরাব ঢেলে ভিজিয়ে দাও" -- প্রচলিত প্রবাদ। কিন্তু এর দ্বারা জান্নাতের নিশ্চয়তা নেই। বিশেষ করে পীর যদি বিপথগামী হয়।
"বাপ যদি হুকুম দেয় তবে জায়নমাজ শরাব দিয়ে ভিজিয়ে দাও" -- এতে জান্নাতের নিশ্চয়তা আছে। বাপ সুপথগামী না হলেও।
পীরের জায়গায় বাপ বসিয়ে দেন, বেশির ভাগ প্রবাদ will then make sense. "পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে" vs "বাপ তোমাকে জান্নাতে নিয়ে যাবে", "পীরের জুতা সোজা করা দ্বারা খোদা মিলবে..." এই ধরনের অনেক কিছু।
By the way, জায়নামাজ শরাব দিয়ে ভেজানো হারাম কোনো কাজ না। just, "কেমন যেন মনে হয়"। এ থেকেই এই প্রবাদ। সম্ভবতঃ।
৩
বাপের জায়গায় পীর আসলো কি করে?
"পীর তো বাপের মতই"
Bad logic.